মুম্বই : সুশান্ত আত্মহত্যা করতে পারেন না, দাবি করেছিল তাঁর পরিবার । অভিনেতার মৃত্যুর পিছনে খুনের গন্ধ পেয়েছিলেন তাঁরা । তবে তাঁদের সেই দাবি উড়িয়েছে AIIMS । সুশান্ত গলায় দড়ি দিয়ে আত্মহত্যাই করেছিলেন বলে জানানো হয়েছে AIIMS-এর তরফ থেকে । তা সত্ত্বেও এই কথা মানতে পারছেন না সুশান্তের দিদি শ্বেতা ।
তিনি সোশাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন । লিখেছেন, "কঠিন সময়ে তুমি কতটা শক্ত থাকতে পার, কতটা দৃঢ় থাকতে পার, সেটাই বিশ্বাসের পরীক্ষা । আমি আমার বর্ধিত পরিবারের কাছে আবেদন জানাতে চাই, তারা যেন ঈশ্বরের উপর ভরসা রাখেন ।"
সত্যিটা যেন সামনে আসে তাড়াতাড়ি, প্রার্থনা করছেন শ্বেতা । তার মানে এটাই দাঁড়ায় যে তিনি AIIMS-এর এই তত্ত্ব মেনে নিতে পারছেন না । CBI-এর দিকে তাকিয়ে রয়েছে সুশান্তের পরিবার । একমাত্র CBI-ই পারবে সুশান্তের মৃত্যুর আসল কারণ তুলে ধরতে, বিশ্বাস তাঁদের ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এদিকে সুশান্তের পারিবারিক আইনজীবী জানিয়েছেন যে, AIIMS-এর ফরেন্সিক রিপোর্ট নাকি অসম্পূর্ণ । কারণ সেখানকার ডাক্তাররা শুধুমাত্র ছবি দেখে 'আত্মহত্যা'-র থিওরি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন । এখন তাঁরা সবাই CBI-এর দিকে তাকিয়ে ।