ETV Bharat / sitara

"আমাদের ধৈর্য ধরতে হবে", রিয়ার জামিন প্রসঙ্গে বললেন সুশান্তের দিদি

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন শ্বেতা । এই ছবির ক্যাপশনে লেখেন, "আমাদের কাছে হয়তো এখনও প্রশ্নের উত্তর নেই...কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে ।"

asd
asdasd
author img

By

Published : Oct 8, 2020, 2:32 PM IST

মুম্বই : অবশেষে গতকাল জামিন পান রিয়া চক্রবর্তী । প্রায় এক মাস বাইকুল্লা জেলে ছিলেন তিনি । 1 লাখ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট । তবে পাসপোর্ট জমা রাখতে হবে রিয়াকে । এমনকী, মহারাষ্ট্র পুলিশের অনুমতি ছাড়া মুম্বই ছাড়তে পারবেন না তিনি । 10 দিন মুম্বই পুলিশের কাছে হাজিরাও দিতে হবে তাঁকে । যদিও রিয়ার জামিনের খবরে একেবারেই খুশি নন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং কীর্তি ।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন শ্বেতা । এই ছবির ক্যাপশনে লেখেন, "আমাদের কাছে হয়তো এখনও প্রশ্নের উত্তর নেই...কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে ।"

এছাড়া ভগবত গীতা থেকে কৃষ্ণের একটি উদ্ধৃতি তুলে ধরেন তিনি ।

3 অক্টোবর সুশান্তের ভিসেরা ও ফরেনসিক পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট পেশ করেছিলেন সুধীর গুপ্ত । সেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, "আমরা চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছি । এটা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা । গলায় ফাঁস ছাড়া সুশান্তের শরীরে আর কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । তাঁর শরীর ও পোশাকে কোনও ধস্তাধস্তির চিহ্নও ছিল না । এমনকী, তাঁর পেটে বিষও পাওয়া যায়নি ।" যদিও এ নিয়ে CBI-এর তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি ।

তারই মধ্যে একটি সর্বভারতীয় সংবাদ চ্যানেলে সুধীর গুপ্তর পুরোনো কথোপকথন তুলে ধরা হয় । সেখানে মহারাষ্ট্র পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে তাঁকে । অপরাধের জায়গা কেন সঠিকভাবে মহারাষ্ট্র পুলিশ সংরক্ষণ করেনি তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন । এমনকী, কুপার হাসপাতালের রিপোর্ট নিয়েও একাধিক প্রশ্ন তুলেছিলেন তিনি ।

এই কথোপকথন প্রকাশ্যে আসার পরই সুধীর গুপ্তর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব হন শ্বেতা । ইনস্টাগ্রামে ওই রিপোর্টের স্ক্রিনশট পোস্ট করে তিনি লেখেন, "এই ধরনের ভোলবদলের ব্যাখ্যা অবশ্যই দিতে হবে !! কেন ??" তারপরই গতকাল রিয়ার জামিন মঞ্জুর করে হাইকোর্ট । তার প্রেক্ষিতেই ওই পোস্ট করেন শ্বেতা ।

মুম্বই : অবশেষে গতকাল জামিন পান রিয়া চক্রবর্তী । প্রায় এক মাস বাইকুল্লা জেলে ছিলেন তিনি । 1 লাখ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট । তবে পাসপোর্ট জমা রাখতে হবে রিয়াকে । এমনকী, মহারাষ্ট্র পুলিশের অনুমতি ছাড়া মুম্বই ছাড়তে পারবেন না তিনি । 10 দিন মুম্বই পুলিশের কাছে হাজিরাও দিতে হবে তাঁকে । যদিও রিয়ার জামিনের খবরে একেবারেই খুশি নন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং কীর্তি ।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন শ্বেতা । এই ছবির ক্যাপশনে লেখেন, "আমাদের কাছে হয়তো এখনও প্রশ্নের উত্তর নেই...কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে ।"

এছাড়া ভগবত গীতা থেকে কৃষ্ণের একটি উদ্ধৃতি তুলে ধরেন তিনি ।

3 অক্টোবর সুশান্তের ভিসেরা ও ফরেনসিক পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট পেশ করেছিলেন সুধীর গুপ্ত । সেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, "আমরা চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছি । এটা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা । গলায় ফাঁস ছাড়া সুশান্তের শরীরে আর কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । তাঁর শরীর ও পোশাকে কোনও ধস্তাধস্তির চিহ্নও ছিল না । এমনকী, তাঁর পেটে বিষও পাওয়া যায়নি ।" যদিও এ নিয়ে CBI-এর তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি ।

তারই মধ্যে একটি সর্বভারতীয় সংবাদ চ্যানেলে সুধীর গুপ্তর পুরোনো কথোপকথন তুলে ধরা হয় । সেখানে মহারাষ্ট্র পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে তাঁকে । অপরাধের জায়গা কেন সঠিকভাবে মহারাষ্ট্র পুলিশ সংরক্ষণ করেনি তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন । এমনকী, কুপার হাসপাতালের রিপোর্ট নিয়েও একাধিক প্রশ্ন তুলেছিলেন তিনি ।

এই কথোপকথন প্রকাশ্যে আসার পরই সুধীর গুপ্তর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব হন শ্বেতা । ইনস্টাগ্রামে ওই রিপোর্টের স্ক্রিনশট পোস্ট করে তিনি লেখেন, "এই ধরনের ভোলবদলের ব্যাখ্যা অবশ্যই দিতে হবে !! কেন ??" তারপরই গতকাল রিয়ার জামিন মঞ্জুর করে হাইকোর্ট । তার প্রেক্ষিতেই ওই পোস্ট করেন শ্বেতা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.