ETV Bharat / sitara

ফের রিয়া ও তাঁর ভাইকে তলব ED-র - Rhea Chakraborty

রিয়া চক্রবর্তী ও তাঁর ভাইকে ফের তলব করল ED । আগামীকাল তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে ।

asd
asd
author img

By

Published : Aug 9, 2020, 4:09 PM IST

মুম্বই : সুশান্ত সিংহ রাজপুতের টাকা তছরুপে অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে শুক্রবার জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । আর গতকাল টানা 18 ঘণ্টা জেরা করা হয় রিয়ার ভাই সৌভিককে । এদিকে আগামীকাল ফের তাঁদের তলব করেছে ED ।

গতকাল দুপুরের দিকে ED দপ্তরে পৌঁছান সৌভিক । এরপর প্রায় 18 ঘণ্টা পর বের হন তিনি । ED সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু অসঙ্গতি রয়েছে সৌভিকের উত্তরে । আর সেই কারণই আগামীকাল ফের তলব করা হচ্ছে তাঁকে ।

অন্যদিকে শুক্রবার সকাল 11টার দিকে ED দপ্তরে হাজিরা দেন রিয়া । টানা সাড়ে 8 ঘণ্টা ধরে জেরা করা হয় তাঁকে । তবে তদন্তকারীদের বেশিরভাগ প্রশ্নের উত্তরই তিনি দেননি বলে জানা গিয়েছে । আর সেই কারণেই আগামীকাল ফের তাঁকে তলব করেছে ED ।

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশের বক্তব্য ছিল, আত্মহত্যা করেছেন তিনি । এদিকে মহারাষ্ট্র পুলিশের তদন্তের উপর ভরসা রাখতে পারছিলেন না সুশান্তের বাবা কে কে সিং । 25 জুলাই বিহারের রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তী সহ ছ'জনের বিরুদ্ধে FIR দায়ের করেন তিনি ।

কে কে সিংয়ের অভিযোগ, তাঁর ছেলের কাছ থেকে মাঝেমধ্যেই টাকা আদায় করতেন রিয়া । এমনকী, একাধিক দফায় রিয়ার পরিবারও অভিনেতার কাছ থেকে টাকা নিয়েছে । সুশান্তের অ্যাকাউন্টে 17 কোটি টাকা ছিল । সেখান থেকে অন্য অ্যাকাউন্টে 15 কোটি টাকা ট্রান্সফার করা হয় বলেও অভিযোগ তোলেন । যদিও সেই অ্যাকাউন্টের সঙ্গে অভিনেতার কোনও যোগাযোগ ছিল না । পাশাপাশি রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও তোলেন তিনি । ওই FIR-এর উপর ভিত্তি করেই আর্থিক তছরুপের মামলা দায়ের করে ED ।

এরই মাঝে একটি ছবি প্রকাশ্যে আনেন রিয়ার আইনজীবী সতীশ মানশিন্দে । রিয়া ও তাঁর পরিবারকে পেয়ে খুশি ছিলেন সুশান্ত । আর সেটাই রিয়ার ডায়েরির পাতায় লিখে রেখেছিলেন তিনি । ওই ডায়েরির পাতার ছবিই প্রকাশ্যে আনেন আইনজীবী ।

মুম্বই : সুশান্ত সিংহ রাজপুতের টাকা তছরুপে অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে শুক্রবার জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । আর গতকাল টানা 18 ঘণ্টা জেরা করা হয় রিয়ার ভাই সৌভিককে । এদিকে আগামীকাল ফের তাঁদের তলব করেছে ED ।

গতকাল দুপুরের দিকে ED দপ্তরে পৌঁছান সৌভিক । এরপর প্রায় 18 ঘণ্টা পর বের হন তিনি । ED সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু অসঙ্গতি রয়েছে সৌভিকের উত্তরে । আর সেই কারণই আগামীকাল ফের তলব করা হচ্ছে তাঁকে ।

অন্যদিকে শুক্রবার সকাল 11টার দিকে ED দপ্তরে হাজিরা দেন রিয়া । টানা সাড়ে 8 ঘণ্টা ধরে জেরা করা হয় তাঁকে । তবে তদন্তকারীদের বেশিরভাগ প্রশ্নের উত্তরই তিনি দেননি বলে জানা গিয়েছে । আর সেই কারণেই আগামীকাল ফের তাঁকে তলব করেছে ED ।

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশের বক্তব্য ছিল, আত্মহত্যা করেছেন তিনি । এদিকে মহারাষ্ট্র পুলিশের তদন্তের উপর ভরসা রাখতে পারছিলেন না সুশান্তের বাবা কে কে সিং । 25 জুলাই বিহারের রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তী সহ ছ'জনের বিরুদ্ধে FIR দায়ের করেন তিনি ।

কে কে সিংয়ের অভিযোগ, তাঁর ছেলের কাছ থেকে মাঝেমধ্যেই টাকা আদায় করতেন রিয়া । এমনকী, একাধিক দফায় রিয়ার পরিবারও অভিনেতার কাছ থেকে টাকা নিয়েছে । সুশান্তের অ্যাকাউন্টে 17 কোটি টাকা ছিল । সেখান থেকে অন্য অ্যাকাউন্টে 15 কোটি টাকা ট্রান্সফার করা হয় বলেও অভিযোগ তোলেন । যদিও সেই অ্যাকাউন্টের সঙ্গে অভিনেতার কোনও যোগাযোগ ছিল না । পাশাপাশি রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও তোলেন তিনি । ওই FIR-এর উপর ভিত্তি করেই আর্থিক তছরুপের মামলা দায়ের করে ED ।

এরই মাঝে একটি ছবি প্রকাশ্যে আনেন রিয়ার আইনজীবী সতীশ মানশিন্দে । রিয়া ও তাঁর পরিবারকে পেয়ে খুশি ছিলেন সুশান্ত । আর সেটাই রিয়ার ডায়েরির পাতায় লিখে রেখেছিলেন তিনি । ওই ডায়েরির পাতার ছবিই প্রকাশ্যে আনেন আইনজীবী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.