ETV Bharat / sitara

বিষক্রিয়ায় মৃত্যু সুশান্তের ? জানা যাবে 10দিন পর

author img

By

Published : Sep 7, 2020, 11:17 PM IST

AIIMS-এর ফরেনসিক ডিপার্টমেন্টের প্রধান সুধীর গুপ্ত বলেন, "10 দিনের মধ্যে পরীক্ষার রিপোর্ট হাতে আসবে । তারপরই বোঝা যাবে সুশান্তকে বিষ দেওয়া হয়েছিল কি না ।"

asd
asd

দিল্লি : কয়েকদিন আগে ছেলেকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন সুশান্ত সিং রাজপুতের বাবা কৃষ্ণ কুমার সিং । এরপর তদন্তে নেমে সেই বিষয়টি খতিয়ে দেখছে CBI । সুশান্তের মৃত্যু আদৌ বিষক্রিয়ার ফলে হয়েছিল কি না, তা জানতে AIIMS-এর ফরেনসিক দলের তরফে অভিনেতার ভিসেরা পরীক্ষা করা হয়েছে ।

এ প্রসঙ্গে AIIMS-এর ফরেনসিক ডিপার্টমেন্টের প্রধান সুধীর গুপ্ত বলেন, "10 দিনের মধ্যে পরীক্ষার রিপোর্ট হাতে আসবে । তারপরই বোঝা যাবে সুশান্তকে বিষ দেওয়া হয়েছিল কি না ।"

14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । যতদিন যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে তাঁর মৃত্যু রহস্য । প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে । তারই মধ্যে 19 অগাস্ট সুশান্ত মামলার তদন্তভার হাতে পায় CBI । এদিকে প্রয়াত অভিনেতার ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছিল । ফলে সেই রিপোর্ট খতিয়ে দেখার জন্য AIIMS-এর পাঁচ সদস্যের একটি দল তৈরি করা হয় । সেই দলের নেতৃত্ব দিচ্ছেন সুধীর গুপ্ত ।

এই তদন্ত প্রসঙ্গে সুধী গুপ্ত বলেছিলেন, "সুশান্তের মৃতদেহের আঘাতের ধরন এবং পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হবে । এছাড়া অভিনেতার ভিসেরা পরীক্ষাও করা হবে । আর অবসাদের জন্য তাঁকে যে ওষুধ দেওয়া হয়েছিল তাও খতিয়ে দেখব আমরা ।"

এদিকে সুশান্তের মৃত্যুতে মাদক চক্রের যোগ পান তদন্তকারীরা । সেই মতো তদন্তে নেমে শুক্রবার রিয়ার ভাই সৌভিক ও সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB) । শনিবার গ্রেপ্তার হয় সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকে । এদিকে গতকাল সকালে NCB দপ্তরে হাজিরার জন্য প্রথমবার সমন পাঠানো হয় রিয়াকে । সমন পেয়ে হাজিরা দেন তিনি । টানা 6 ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । আজ ফের তাঁকে তলব করা হয়েছিল । টানা 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় । আগামীকাল তাঁকে ফের তলব করা হয়েছে বলে NCB-র তরফে জানানো হয়েছে ।

দিল্লি : কয়েকদিন আগে ছেলেকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন সুশান্ত সিং রাজপুতের বাবা কৃষ্ণ কুমার সিং । এরপর তদন্তে নেমে সেই বিষয়টি খতিয়ে দেখছে CBI । সুশান্তের মৃত্যু আদৌ বিষক্রিয়ার ফলে হয়েছিল কি না, তা জানতে AIIMS-এর ফরেনসিক দলের তরফে অভিনেতার ভিসেরা পরীক্ষা করা হয়েছে ।

এ প্রসঙ্গে AIIMS-এর ফরেনসিক ডিপার্টমেন্টের প্রধান সুধীর গুপ্ত বলেন, "10 দিনের মধ্যে পরীক্ষার রিপোর্ট হাতে আসবে । তারপরই বোঝা যাবে সুশান্তকে বিষ দেওয়া হয়েছিল কি না ।"

14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । যতদিন যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে তাঁর মৃত্যু রহস্য । প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে । তারই মধ্যে 19 অগাস্ট সুশান্ত মামলার তদন্তভার হাতে পায় CBI । এদিকে প্রয়াত অভিনেতার ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছিল । ফলে সেই রিপোর্ট খতিয়ে দেখার জন্য AIIMS-এর পাঁচ সদস্যের একটি দল তৈরি করা হয় । সেই দলের নেতৃত্ব দিচ্ছেন সুধীর গুপ্ত ।

এই তদন্ত প্রসঙ্গে সুধী গুপ্ত বলেছিলেন, "সুশান্তের মৃতদেহের আঘাতের ধরন এবং পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হবে । এছাড়া অভিনেতার ভিসেরা পরীক্ষাও করা হবে । আর অবসাদের জন্য তাঁকে যে ওষুধ দেওয়া হয়েছিল তাও খতিয়ে দেখব আমরা ।"

এদিকে সুশান্তের মৃত্যুতে মাদক চক্রের যোগ পান তদন্তকারীরা । সেই মতো তদন্তে নেমে শুক্রবার রিয়ার ভাই সৌভিক ও সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB) । শনিবার গ্রেপ্তার হয় সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকে । এদিকে গতকাল সকালে NCB দপ্তরে হাজিরার জন্য প্রথমবার সমন পাঠানো হয় রিয়াকে । সমন পেয়ে হাজিরা দেন তিনি । টানা 6 ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । আজ ফের তাঁকে তলব করা হয়েছিল । টানা 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় । আগামীকাল তাঁকে ফের তলব করা হয়েছে বলে NCB-র তরফে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.