ETV Bharat / sitara

রিয়ার চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসাবাদ ED-র - Rhea CA in Mumbai

আজ রিয়া চক্রবর্তীর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রীতেশ শাহকে জিজ্ঞাসাবাদ করে ED । গতকাল সুশান্তের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সন্দীপ শ্রীধরকে জিজ্ঞাসাবাদ করে ED অফিসাররা ।

asd
asd
author img

By

Published : Aug 4, 2020, 8:10 PM IST

মুম্বই : কয়েকদিন আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে আর্থিক তছরুপের মামলা দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছেন ED অফিসাররা । সেই মতো আজ জিজ্ঞাসাবাদ করা হয় রিয়া চক্রবর্তীর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রীতেশ শাহকে ।

রিয়া ও তাঁর ভাই সৌভিকের নামে দুটি কম্পানি রয়েছে । ভিভিড্রেজ রিয়েলিটিক্স নামে যে কম্পানি রয়েছে তার ডিরেক্টর রিয়া । আর সৌভিক হলেন ফ্রন্ট ইন্ডিয়া ফর ওয়ার্ল্ড নামে একটি কম্পানির ডিরেক্টর । সুশান্তের মৃত্যুর প্রায় এক মাস পরই সামনে আসে এই কম্পানিগুলি নাম ।

কীভাবে ? আসলে সুশান্ত মৃত্যুর তদন্ত করছে মহারাষ্ট্র পুলিশ । যদিও সেই তদন্তের উপর ভরসা রাখতে পারছেন না প্রয়াত অভিনেতার বাবা কে কে সিং । এরপর 25 জুলাই রিয়ার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পটনার রাজীব নগর থানায় FIR দায়ের করেন সুশান্তের বাবা । কে কে সিংয়ের অভিযোগ, তাঁর ছেলের কাছ থেকে মাঝেমধ্যেই টাকা আদায় করতেন রিয়া । এমনকী, একাধিক দফায় রিয়ার পরিবারও অভিনেতার কাছ থেকে টাকা নিয়েছে । পাশাপাশি রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও তোলেন তিনি । এমনকী, সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 15 কোটি টাকা অন্য অ্যাকাউন্টে সরানো হয়েছে বলেও অভিযোগ ।

সেই FIR-এর ভিত্তিতেই আর্থিক তছরুপের মামলা দায়ের করে ED । FIR-এর কপিও চেয়ে পাঠান ED অফিসাররা । রিয়া ও তাঁর ভাইয়ের কম্পানির আর্থিক লেনদেনও খতিয়ে দেখছেন তাঁরা । সুশান্তের টাকা কম্পানির কাজে লাগানো হয়েছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে । তা নিয়ে ইতিমধ্যেই গতকাল জিজ্ঞাসাবাদ করা হয় সুশান্তের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সন্দীপ শ্রীধরকে । এরপর আজ জিজ্ঞাসাবাদ করা হয় রীতেশ শাহকে । সকাল সাড়ে 11টায় ED দপ্তরে পৌঁছান তিনি । কম্পানির আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় তাঁদের থেকে জানতে চাওয়া হয়েছিল বলে ED সূত্রে জানা গিয়েছে ।

এরই মধ্যে সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের সুপারিশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার । যদিও কেন্দ্রের তরফে সেই সুপারিশে শিলমোহর পড়বে কি না তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে ।

মুম্বই : কয়েকদিন আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে আর্থিক তছরুপের মামলা দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছেন ED অফিসাররা । সেই মতো আজ জিজ্ঞাসাবাদ করা হয় রিয়া চক্রবর্তীর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রীতেশ শাহকে ।

রিয়া ও তাঁর ভাই সৌভিকের নামে দুটি কম্পানি রয়েছে । ভিভিড্রেজ রিয়েলিটিক্স নামে যে কম্পানি রয়েছে তার ডিরেক্টর রিয়া । আর সৌভিক হলেন ফ্রন্ট ইন্ডিয়া ফর ওয়ার্ল্ড নামে একটি কম্পানির ডিরেক্টর । সুশান্তের মৃত্যুর প্রায় এক মাস পরই সামনে আসে এই কম্পানিগুলি নাম ।

কীভাবে ? আসলে সুশান্ত মৃত্যুর তদন্ত করছে মহারাষ্ট্র পুলিশ । যদিও সেই তদন্তের উপর ভরসা রাখতে পারছেন না প্রয়াত অভিনেতার বাবা কে কে সিং । এরপর 25 জুলাই রিয়ার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পটনার রাজীব নগর থানায় FIR দায়ের করেন সুশান্তের বাবা । কে কে সিংয়ের অভিযোগ, তাঁর ছেলের কাছ থেকে মাঝেমধ্যেই টাকা আদায় করতেন রিয়া । এমনকী, একাধিক দফায় রিয়ার পরিবারও অভিনেতার কাছ থেকে টাকা নিয়েছে । পাশাপাশি রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও তোলেন তিনি । এমনকী, সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 15 কোটি টাকা অন্য অ্যাকাউন্টে সরানো হয়েছে বলেও অভিযোগ ।

সেই FIR-এর ভিত্তিতেই আর্থিক তছরুপের মামলা দায়ের করে ED । FIR-এর কপিও চেয়ে পাঠান ED অফিসাররা । রিয়া ও তাঁর ভাইয়ের কম্পানির আর্থিক লেনদেনও খতিয়ে দেখছেন তাঁরা । সুশান্তের টাকা কম্পানির কাজে লাগানো হয়েছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে । তা নিয়ে ইতিমধ্যেই গতকাল জিজ্ঞাসাবাদ করা হয় সুশান্তের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সন্দীপ শ্রীধরকে । এরপর আজ জিজ্ঞাসাবাদ করা হয় রীতেশ শাহকে । সকাল সাড়ে 11টায় ED দপ্তরে পৌঁছান তিনি । কম্পানির আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় তাঁদের থেকে জানতে চাওয়া হয়েছিল বলে ED সূত্রে জানা গিয়েছে ।

এরই মধ্যে সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের সুপারিশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার । যদিও কেন্দ্রের তরফে সেই সুপারিশে শিলমোহর পড়বে কি না তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.