ETV Bharat / sitara

কৃষক-মন্তব্যের জের নয়, জুলাই থেকেই বেড়েছিল সানির নিরাপত্তা - সানি দেওল

চলতি বছরের জুলাইতেই বাড়ানো হয়েছিল সানি দেওলের নিরাপত্তা । সেই সময়ই তাঁঁর নিরাপত্তা বাড়িয়ে ওয়াই ক্যাটেগরি করা হয়েছিল বলে জানিয়েছেন সানি নিজেই ।

sdf
sdf
author img

By

Published : Dec 18, 2020, 7:24 AM IST

মুম্বই : চলতি মাসে শুরুর দিকেই কৃষক আন্দোলনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন অভিনেতা তথা বিজেপি সাংসদ সানি দেওল । তারপরই তাঁর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে বলে শোনা গিয়েছিল । যদিও সানির দাবি, তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছিল জুলাই মাসে । তাই কৃষক আন্দোলন প্রসঙ্গে করা মন্তব্যের সঙ্গে এটাকে যোগ করা একেবারেই ঠিক নয় ।

এ প্রসঙ্গে টুইটারে সানি লেখেন, "কয়েকটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে সম্প্রতি আমার নিরাপত্তা বাড়িয়ে ওয়াই ক্যাটেগরি করে দেওয়া হয়েছে । আসলে চলতি বছরের জুলাই থেকেই আমি ওয়াই ক্যাটেগরির সুরক্ষা পাচ্ছি । তাই সুরক্ষা বাড়ানোর সঙ্গে কৃষক আন্দোলনকে যোগ করার যে চেষ্টা করা হচ্ছে সেটা একেবারেই ভুল ।"

তিনি আরও লেখেন, "মিডিয়ার বন্ধুদের আমার অনুরোধ কোনও খবর প্রকাশ করার আগে ভালো করে সেটাকে যাচাই করে নিন ।"

  • मैं अपने मीडिया सहयोगियों से अनुरोध करता हूं कि किसी भी खबर को प्रकाशित करने से पहले तथ्यों को सत्यापित करें।

    — Sunny Deol (@iamsunnydeol) December 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত দিল্লি সীমান্ত । একাধিক সীমান্তবর্তী এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন হরিয়ানা, পঞ্জাব ও উত্তরপ্রদেশের একাধিক কৃষক । ভারতের গণ্ডি ছেড়ে ইতিমধ্যেই এই আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে একাধিক দেশেই । আর কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন একাধিক তারকা । সেই তালিকায় রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, স্বরা ভাস্কর, সোনু সুদ, প্রিয়াঙ্কা চোপড়া সহ আরও অনেকেই ।

আরও পড়ুন : বাড়ল সানি দেওলের নিরাপত্তা

এরপর 6 ডিসেম্বর এই আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করতে দেখা গিয়েছিল সানিকে । টুইটারে তিনি লিখেছিলেন, "গোটা বিশ্বের কাছে আমার অনুরোধ যে এটা কৃষক ও আমাদের সরকারের বিষয় । এর মধ্যে দয়া করে অন্য কেউ আসবেন না । আমি জানি কয়েকজন এই আন্দোলনের ফায়দা তোলার চেষ্টা করছে । আর তারাই সমস্যার সৃষ্টি করছে । এরা আসলে কৃষকদের নিয়ে কোনও চিন্তাভাবনাই করছে না । বরং নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছে ।" আর এই টুইট প্রকাশ্যে আসার পরই সানির নিরাপত্তা বাড়ানোর খবর সামনে আসে ।

মুম্বই : চলতি মাসে শুরুর দিকেই কৃষক আন্দোলনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন অভিনেতা তথা বিজেপি সাংসদ সানি দেওল । তারপরই তাঁর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে বলে শোনা গিয়েছিল । যদিও সানির দাবি, তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছিল জুলাই মাসে । তাই কৃষক আন্দোলন প্রসঙ্গে করা মন্তব্যের সঙ্গে এটাকে যোগ করা একেবারেই ঠিক নয় ।

এ প্রসঙ্গে টুইটারে সানি লেখেন, "কয়েকটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে সম্প্রতি আমার নিরাপত্তা বাড়িয়ে ওয়াই ক্যাটেগরি করে দেওয়া হয়েছে । আসলে চলতি বছরের জুলাই থেকেই আমি ওয়াই ক্যাটেগরির সুরক্ষা পাচ্ছি । তাই সুরক্ষা বাড়ানোর সঙ্গে কৃষক আন্দোলনকে যোগ করার যে চেষ্টা করা হচ্ছে সেটা একেবারেই ভুল ।"

তিনি আরও লেখেন, "মিডিয়ার বন্ধুদের আমার অনুরোধ কোনও খবর প্রকাশ করার আগে ভালো করে সেটাকে যাচাই করে নিন ।"

  • मैं अपने मीडिया सहयोगियों से अनुरोध करता हूं कि किसी भी खबर को प्रकाशित करने से पहले तथ्यों को सत्यापित करें।

    — Sunny Deol (@iamsunnydeol) December 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত দিল্লি সীমান্ত । একাধিক সীমান্তবর্তী এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন হরিয়ানা, পঞ্জাব ও উত্তরপ্রদেশের একাধিক কৃষক । ভারতের গণ্ডি ছেড়ে ইতিমধ্যেই এই আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে একাধিক দেশেই । আর কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন একাধিক তারকা । সেই তালিকায় রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, স্বরা ভাস্কর, সোনু সুদ, প্রিয়াঙ্কা চোপড়া সহ আরও অনেকেই ।

আরও পড়ুন : বাড়ল সানি দেওলের নিরাপত্তা

এরপর 6 ডিসেম্বর এই আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করতে দেখা গিয়েছিল সানিকে । টুইটারে তিনি লিখেছিলেন, "গোটা বিশ্বের কাছে আমার অনুরোধ যে এটা কৃষক ও আমাদের সরকারের বিষয় । এর মধ্যে দয়া করে অন্য কেউ আসবেন না । আমি জানি কয়েকজন এই আন্দোলনের ফায়দা তোলার চেষ্টা করছে । আর তারাই সমস্যার সৃষ্টি করছে । এরা আসলে কৃষকদের নিয়ে কোনও চিন্তাভাবনাই করছে না । বরং নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছে ।" আর এই টুইট প্রকাশ্যে আসার পরই সানির নিরাপত্তা বাড়ানোর খবর সামনে আসে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.