ETV Bharat / sitara

মুসলিমকে ভালোবাসার অপরাধে মেয়ে সুনয়নাকে চড় রাকেশের... - সুনয়না রোশন

"আমি একজন মুসলিমকে ভালোবাসি। এটা শুনেই বাবা আমায় চড় মারে", এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বললেন রাকেশ রোশনের মেয়ে ও হৃত্বিক রোশনের দিদি সুনয়না রোশন। রুহালি আমিন নামে এক সাংবাদিককে ভালোবেসেছেন তিনি। আর সেটা শুনেই রাকেশ রোশন বলেন যে, "তুমি তো একজন সন্ত্রাসবাদীকে ভালোবেসেছ।"

হৃত্বিক রোশন
author img

By

Published : Jun 20, 2019, 2:20 PM IST

মুম্বই : কয়েকদিন ধরেই রোশন পরিবারের অন্দরমহলে ঘটা কিছু অপ্রীতিকর ব্যাপার নিয়ে বেশ একটা গুঞ্জন শোনা যাচ্ছে। খবরটি প্রকাশ্যে আনেন কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেল। তিনি জানান যে, হৃত্বিক রোশনের দিদি সুনয়না রোশনকে শারীরিক নির্যাতন করছে রোশন পরিবার। আর আজ মুখ খুললেন স্বয়ং সুনয়না।

সংবাদমাধ্যমটিতে সুনয়না বলেন, "রুহালি সন্ত্রাসবাদী নয়। যদি ও সন্ত্রাসবাদী হত, তাহলে ও মিডিয়ায় চাকরি পেত? তাহলে ও জেলের বাইরে থাকত? তাহলে Google -এ ওঁর নাম দেখা যেত?" রুহালিকে ভালোবাসার কথা জানার পর রোশন পরিবার সুনয়নার জীবন একেবারে নষ্ট করে দিচ্ছে, জানালেন তিনি। তিনি বললেন, "আমার জীবনটা একেবারে নরকে পরিণত হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। ওঁরা আমায় রুহালির সঙ্গে দেখা করতে দেয় না। কিন্তু, আমি রুহালির সঙ্গে থাকতে চাই। শুধু মুসলিম বলেই আমার পরিবার রুহালিকে মেনে নিচ্ছে না।"

আরও পড়ুন : হৃত্বিকের দিদি সুনয়নাকে শারীরিক নির্যাতন রোশন পরিবারের? দাবি রঙ্গোলির

সুনয়না অভিযোগ করেছেন আর একটি ব্যাপারেও। তিনি জানিয়েছেন পরিবার থেকে তাঁকে পর্যাপ্ত হাত-খরচটুকুও দেওয়া হচ্ছে না। তিনি বলেন, "সারা মাস চালানোর জন্য আমায় মাত্র ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এর থেকে বেশি কেন পাব না আমি? রোশন পরিবারের মেয়ে হিসেবে আমার এর থেকে বেশি প্রাপ্য নয় কি?"

সম্প্রতি শোনা গেছে যে, এই অত্যাচার থেকে বাঁচতে সুনয়না কঙ্গনা রানাওয়াতের কাছে সাহায্য চেয়েছেন। সুনয়না বললেন, "কঙ্গনা নারীশক্তির প্রতীক। আর আমি আজ কঙ্গনাকে সমর্থন করি।" হৃত্বিক আর কঙ্গনার মধ্যে আসলে কী সমস্যা ছিল, সেটা সুনয়না জানেন না। তবে তিনি এটা বিশ্বাস করেন যে, আগুন নিশ্চয়ই জ্বলেছিল, নইলে ধোঁয়া উঠত না।

মুম্বই : কয়েকদিন ধরেই রোশন পরিবারের অন্দরমহলে ঘটা কিছু অপ্রীতিকর ব্যাপার নিয়ে বেশ একটা গুঞ্জন শোনা যাচ্ছে। খবরটি প্রকাশ্যে আনেন কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেল। তিনি জানান যে, হৃত্বিক রোশনের দিদি সুনয়না রোশনকে শারীরিক নির্যাতন করছে রোশন পরিবার। আর আজ মুখ খুললেন স্বয়ং সুনয়না।

সংবাদমাধ্যমটিতে সুনয়না বলেন, "রুহালি সন্ত্রাসবাদী নয়। যদি ও সন্ত্রাসবাদী হত, তাহলে ও মিডিয়ায় চাকরি পেত? তাহলে ও জেলের বাইরে থাকত? তাহলে Google -এ ওঁর নাম দেখা যেত?" রুহালিকে ভালোবাসার কথা জানার পর রোশন পরিবার সুনয়নার জীবন একেবারে নষ্ট করে দিচ্ছে, জানালেন তিনি। তিনি বললেন, "আমার জীবনটা একেবারে নরকে পরিণত হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। ওঁরা আমায় রুহালির সঙ্গে দেখা করতে দেয় না। কিন্তু, আমি রুহালির সঙ্গে থাকতে চাই। শুধু মুসলিম বলেই আমার পরিবার রুহালিকে মেনে নিচ্ছে না।"

আরও পড়ুন : হৃত্বিকের দিদি সুনয়নাকে শারীরিক নির্যাতন রোশন পরিবারের? দাবি রঙ্গোলির

সুনয়না অভিযোগ করেছেন আর একটি ব্যাপারেও। তিনি জানিয়েছেন পরিবার থেকে তাঁকে পর্যাপ্ত হাত-খরচটুকুও দেওয়া হচ্ছে না। তিনি বলেন, "সারা মাস চালানোর জন্য আমায় মাত্র ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এর থেকে বেশি কেন পাব না আমি? রোশন পরিবারের মেয়ে হিসেবে আমার এর থেকে বেশি প্রাপ্য নয় কি?"

সম্প্রতি শোনা গেছে যে, এই অত্যাচার থেকে বাঁচতে সুনয়না কঙ্গনা রানাওয়াতের কাছে সাহায্য চেয়েছেন। সুনয়না বললেন, "কঙ্গনা নারীশক্তির প্রতীক। আর আমি আজ কঙ্গনাকে সমর্থন করি।" হৃত্বিক আর কঙ্গনার মধ্যে আসলে কী সমস্যা ছিল, সেটা সুনয়না জানেন না। তবে তিনি এটা বিশ্বাস করেন যে, আগুন নিশ্চয়ই জ্বলেছিল, নইলে ধোঁয়া উঠত না।

Intro:Body:

মুসলিমকে ভালোবাসার অপরাধে মেয়ে সুনয়নাকে চড় রাকেশের...



"আমি একজন মুসলিমকে ভালোবাসি। এটা শুনেই বাবা আমায় চড় মারে", এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বললেন রাকেশ রোশনের মেয়ে ও হৃত্বিকের দিদি সুনয়না রোশন। রুহালি আমিন নামে এক সাংবাদিককে ভালোবেসেছেন তিনি। আর সেটা শুনেই রাকেশ রোশন বলেন যে, "তুমি তো একজন সন্ত্রাসবাদীকে ভালোবেসেছ।"



মুম্বই : কয়েকদিন ধরেই বেশ একটা গুঞ্জন শোনা যাচ্ছে রোশন পরিবারের অন্দরমহলে ঘটা কিছু অপ্রীতিকর ব্যাপার নিয়ে। প্রথম খবরটি প্রকাশ্যে আনেন কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেল। তিনি জানান যে, হৃত্বিক রোশনের দিদি সুনয়না রোশনকে শারীরিক নির্যাতন করছে রোশন পরিবার। আর আজ মুখ খুললেন স্বয়ং সুনয়না।



সংবাদমাধ্যমটিতে সুনয়না বলেন, "রুহালি সন্ত্রাসবাদী নয়। যদি ও সন্ত্রাসবাদী হত, তাহলে ও মিডিয়ায় চাকরি পেত? তাহলে ও জেলের বাইরে থাকত?" রুহালিকে ভালোবাসার কথা জানার পর রোশন পরিবার সুনয়নার জীবন একেবারে নষ্ট করে দিচ্ছে, জানালেন তিনি। তিনি বললেন, "আমার জীবনটা একেবারে নরকে পরিণত হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। ওঁরা আমায় রুহালির সঙ্গে দেখা করতে দেয় না। কিন্তু, আমি রুহালির সঙ্গে থাকতে চাই।"



সুনয়না অভিযোগ করেছেন আর একটি ব্যাপারেও। তিনি জানিয়েছেন পরিবার থেকে তাঁকে হাত-খরচটুকুও দেওয়া হচ্ছে না। তিনি বলেন, "সারা মাস চালানোর জন্য আমায় মাত্র ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এর থেকে বেশি কেন পাব না আমি? রোশন পরিবারের মেয়ে হিসেবে আমার এর থেকে বেশি প্রাপ্য নয় কি?"



সম্প্রতি শোনা গেছে যে, এই অত্যাচার থেকে বাঁচতে সুনয়না কঙ্গনা রানাওয়াতের কাছে সাহায্য চেয়েছেন। সুনয়না বলেন, "কঙ্গনা নারীশক্তির প্রতীক। আর আমি আজ কঙ্গনাকে সমর্থন করি।" হৃত্বিকের সঙ্গে কঙ্গনার আসলে কী হয়েছিল সেটা সুনয়না জানেন না। তবে তিনি এটা বিশ্বাস করেন যে, আগুন নিশ্চয়ই জ্বলেছিল, নইলে ধোঁয়া উঠত না।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.