ETV Bharat / sitara

নিজেকে সুন্দর দেখাতে চাপে থাকেন তারকারা, বলছেন উর্বশী - Stars pressure to look good

নিজেকে সুন্দর দেখাতে সারাক্ষণ একটা চাপের মধ্যে থাকতে হয় তারকাদের । সম্প্রতি IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে একথা জানান উর্বশী রাউটেলা ।

sdf
sdt
author img

By

Published : Jun 8, 2020, 4:59 PM IST

মুম্বই : অভিনেতা বা অভিনেত্রী মানে যে বিষয়টা সবার প্রথমে মনে আসে তা হল সুন্দর । যাঁর কথা থেকে শুরু করে অভিনয়, স্টাইল, ড্রেসকোড সব কিছুই সুন্দর হতে হবে । আর ফ্যানদের সামনে নিজেকে সুন্দর করে তুলে ধরার চক্করে নিজের একটু বেশিই খেয়াল রাখতে হয় তারকাদের । জিম থেকে পার্লার সারাক্ষণ শরীর ও ত্বকের পরিচর্যার কাজে লেগে থাকেন তাঁরা । কারণ পান থেকে চুন খসলেই যে সোশাল মিডিয়ায় ট্রোলড হবেন তাঁরা । আর তার জন্য তারকাদের সারাক্ষণ একটা চাপের মধ্যে থাকতে হয় বলে জানিয়েছেন অভিনেত্রী উর্বশী রাউটেলা ।

2015 সালে মিস ইউনিভার্স হয়েছিলেন উর্বশী । সম্প্রতি IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "একজন অভিনেতা ও তারকা হিসেবে আপনাকে সব সময় ফিট ও চটপটে দেখাতে হবে । যাতে ভালো দেখতে লাগে তার জন্য সব সময় চাপের মধ্যে থাকেন তারকারা । তবে শুধুমাত্র মহিলারাই নন, এই বিষয় নিয়ে চাপে থাকেন পুরুষরাও ।"

সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় উর্বশী । সেখানে তাঁর ফলোয়ার্স সংখ্যাও খুব একটা কম নয় । ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্স সংখ্যা 26.3 মিলিয়ন ও টুইটারে 6 লাখ ছাড়িয়েছে তাঁর ফলোয়ার্স সংখ্যা । এদিকে সোশাল মিডিয়ায় সারাক্ষণ ট্রোলিংয়ের একটা ভয় থাকে বলে মনে করেন তিনি ।

এ প্রসঙ্গে উর্বশী বলেন, "নেটিজ়েনদের নেতিবাচক মন্তব্য এড়াতে ডিজিটাল মিডিয়ায় আপনাকে সব সময় ভালো দেখাতেই হবে । তা না হলেই কোনও না কোনও বিষয় নিয়ে ট্রোলিংয়ের শিকার হতে হবে আপনাকে ।"

'সিং সাহাব দা গ্রেট' ছবির মাধ্যমে 2013 সালে অভিনয়ে পা রাখেন উর্বশী । তাঁর পরবর্তী ছবি 'ভার্জিন ভানুপ্রিয়া'। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি । এখানে গৌতম গুলাটি, অর্চনা পুরন সিং, দেলনাজ় ইরানি, রাজীব গুপ্ত, ব্রিজেন্দ্র কালা, নিক আনেজা ওয়ালিয়া ও রুমানা মোল্লার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি ।

মুম্বই : অভিনেতা বা অভিনেত্রী মানে যে বিষয়টা সবার প্রথমে মনে আসে তা হল সুন্দর । যাঁর কথা থেকে শুরু করে অভিনয়, স্টাইল, ড্রেসকোড সব কিছুই সুন্দর হতে হবে । আর ফ্যানদের সামনে নিজেকে সুন্দর করে তুলে ধরার চক্করে নিজের একটু বেশিই খেয়াল রাখতে হয় তারকাদের । জিম থেকে পার্লার সারাক্ষণ শরীর ও ত্বকের পরিচর্যার কাজে লেগে থাকেন তাঁরা । কারণ পান থেকে চুন খসলেই যে সোশাল মিডিয়ায় ট্রোলড হবেন তাঁরা । আর তার জন্য তারকাদের সারাক্ষণ একটা চাপের মধ্যে থাকতে হয় বলে জানিয়েছেন অভিনেত্রী উর্বশী রাউটেলা ।

2015 সালে মিস ইউনিভার্স হয়েছিলেন উর্বশী । সম্প্রতি IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "একজন অভিনেতা ও তারকা হিসেবে আপনাকে সব সময় ফিট ও চটপটে দেখাতে হবে । যাতে ভালো দেখতে লাগে তার জন্য সব সময় চাপের মধ্যে থাকেন তারকারা । তবে শুধুমাত্র মহিলারাই নন, এই বিষয় নিয়ে চাপে থাকেন পুরুষরাও ।"

সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় উর্বশী । সেখানে তাঁর ফলোয়ার্স সংখ্যাও খুব একটা কম নয় । ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্স সংখ্যা 26.3 মিলিয়ন ও টুইটারে 6 লাখ ছাড়িয়েছে তাঁর ফলোয়ার্স সংখ্যা । এদিকে সোশাল মিডিয়ায় সারাক্ষণ ট্রোলিংয়ের একটা ভয় থাকে বলে মনে করেন তিনি ।

এ প্রসঙ্গে উর্বশী বলেন, "নেটিজ়েনদের নেতিবাচক মন্তব্য এড়াতে ডিজিটাল মিডিয়ায় আপনাকে সব সময় ভালো দেখাতেই হবে । তা না হলেই কোনও না কোনও বিষয় নিয়ে ট্রোলিংয়ের শিকার হতে হবে আপনাকে ।"

'সিং সাহাব দা গ্রেট' ছবির মাধ্যমে 2013 সালে অভিনয়ে পা রাখেন উর্বশী । তাঁর পরবর্তী ছবি 'ভার্জিন ভানুপ্রিয়া'। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি । এখানে গৌতম গুলাটি, অর্চনা পুরন সিং, দেলনাজ় ইরানি, রাজীব গুপ্ত, ব্রিজেন্দ্র কালা, নিক আনেজা ওয়ালিয়া ও রুমানা মোল্লার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.