ETV Bharat / sitara

BirthDay স্পেশাল : 'ফাগলি' থেকে 'কবীর সিং' - কেমন ছিল কিয়ারার জার্নি?

author img

By

Published : Jul 31, 2019, 11:44 AM IST

Updated : Jul 31, 2019, 3:13 PM IST

আজ 27 বছরে পা দিল কিয়ারা আদবানী। হঠাৎ করেই যেন বলিউডের এক সেনসেশন হয়ে উঠেছেন অভিনেত্রী। তাঁর জীবনের এই বিশেষ দিনে একবার দেখে নেওয়া যাক তাঁর ক্যারিয়ারগ্রাফটা।

কিয়ারা আদবানী

ডেবিউ ফিল্ম 'ফাগলি' থেকে ২০১৯ সালের 'কবীর সিং', কিয়ারা আদবানীর জার্নিটা খুব একটা সহজ ছিল না। তবে এই ছ'বছরের লড়াইতে হার না মেনে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী।

ধীরে ধীরে ছোটো পদক্ষেপের মাধ্যমে কিয়ারা বলিউডের অন্যতম বড় সেনসেশন হয়ে উঠেছেন। বিশেষ করে 'লাস্ট স্টোরিজ়'-এ তাঁর স্বমেহনের দৃশ্য নতুন করে ভাবতে বাধ্য করেছে তাঁকে নিয়ে।

কিয়ারা আদবানী
রেড ওম্যান কিয়ারা...

সম্প্রতি 'কবীর সিং' তাঁকে ২০০ কোটি ক্লাবের সদস্য করেছে। প্রীতি সিক্কার চরিত্রে তাঁর অভিনয় পছন্দ করেছে দর্শক।

এরপরেও কিয়ারার ঝুলিতে রয়েছে অনেক নতুন প্রোজেক্ট। অক্ষয়ের বিপরীতে 'লক্ষ্মী বম্ব' ও 'গুড নিউজ়'-এ দেখা যাবে কিয়ারাকে।

শুধুমাত্র হিন্দি ছবিতেই নয়, তেলুগু ফিল্মেও হাত পাকাচ্ছেন কিয়ারা। রাম চরণের 'বিনয় বিধেয় রাম' ও মহেশ বাবুর 'ভারত আনে নেনু' ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি।

কিয়ারা আদবানী
লক্ষ্মী বম্ব-এর শুটিংয়ে

'কবীর সিং'-এ শান্তশিষ্ট মেয়ের চরিত্রে দেখা গেছিল কিয়ারাকে। তবে ভুলে যান তাঁর সেই ইমেজ। কারণ নেটফ্লিক্সের 'গিল্টি'-তে তিনি এক রকস্টারের ভূমিকায়।

আজ কিয়ারার জন্মদিনে তাঁর আগামী জীবন ও ক্যারিয়ারের জন্য রইল শুভেচ্ছা। ETV ভারত সিতারা রিপোর্ট।

দেখে নিন বিশেষ প্যাকেজ...

ডেবিউ ফিল্ম 'ফাগলি' থেকে ২০১৯ সালের 'কবীর সিং', কিয়ারা আদবানীর জার্নিটা খুব একটা সহজ ছিল না। তবে এই ছ'বছরের লড়াইতে হার না মেনে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী।

ধীরে ধীরে ছোটো পদক্ষেপের মাধ্যমে কিয়ারা বলিউডের অন্যতম বড় সেনসেশন হয়ে উঠেছেন। বিশেষ করে 'লাস্ট স্টোরিজ়'-এ তাঁর স্বমেহনের দৃশ্য নতুন করে ভাবতে বাধ্য করেছে তাঁকে নিয়ে।

কিয়ারা আদবানী
রেড ওম্যান কিয়ারা...

সম্প্রতি 'কবীর সিং' তাঁকে ২০০ কোটি ক্লাবের সদস্য করেছে। প্রীতি সিক্কার চরিত্রে তাঁর অভিনয় পছন্দ করেছে দর্শক।

এরপরেও কিয়ারার ঝুলিতে রয়েছে অনেক নতুন প্রোজেক্ট। অক্ষয়ের বিপরীতে 'লক্ষ্মী বম্ব' ও 'গুড নিউজ়'-এ দেখা যাবে কিয়ারাকে।

শুধুমাত্র হিন্দি ছবিতেই নয়, তেলুগু ফিল্মেও হাত পাকাচ্ছেন কিয়ারা। রাম চরণের 'বিনয় বিধেয় রাম' ও মহেশ বাবুর 'ভারত আনে নেনু' ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি।

কিয়ারা আদবানী
লক্ষ্মী বম্ব-এর শুটিংয়ে

'কবীর সিং'-এ শান্তশিষ্ট মেয়ের চরিত্রে দেখা গেছিল কিয়ারাকে। তবে ভুলে যান তাঁর সেই ইমেজ। কারণ নেটফ্লিক্সের 'গিল্টি'-তে তিনি এক রকস্টারের ভূমিকায়।

আজ কিয়ারার জন্মদিনে তাঁর আগামী জীবন ও ক্যারিয়ারের জন্য রইল শুভেচ্ছা। ETV ভারত সিতারা রিপোর্ট।

দেখে নিন বিশেষ প্যাকেজ...
Intro:Body:

Birth Day স্পেশাল : 'ফাগলি' থেকে 'কবীর সিং' - কেমন ছিল কিয়ারার জার্নি?



ডেবিউ ফিল্ম 'ফাগলি' থেকে ২০১৯ সালের 'কবীর সিং', কিয়ারা আদবানীর জার্নিটা খুব একটা সহজ ছিল না। তবে এই ছ'বছরের লড়াইতে হার না মেনে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী।



ধীরে ধীরে ছোটো পদক্ষেপের মাধ্যমে কিয়ারা বলিউডের অন্যতম বড় সেনসেশন হয়ে উঠেছেন। বিশেষ করে 'লাস্ট স্টোরিজ়'-এ তাঁর স্বমেহনের দৃশ্য নতুন করে ভাবতে বাধ্য করেছে তাঁকে নিয়ে।



সম্প্রতি 'কবীর সিং' তাঁকে ২০০ কোটি ক্লাবের সদস্য করেছে। প্রীতি সিক্কার চরিত্রে তাঁর অভিনয় পছন্দ করেছে দর্শক।



এরপরেও কিয়ারার ঝুলিতে রয়েছে অনেক নতুন প্রোজেক্ট। অক্ষয়ের বিপরীতে 'লক্ষ্মী বম্ব' ও 'গুড নিউজ়'-এ দেখা যাবে কিয়ারাকে।



শুধুমাত্র হিন্দি ছবিতেই নয়, তেলুগু ফিল্মেও হাত পাকাচ্ছেন কিয়ারা। রাম চরণের 'বিনয় বিধেয় রাম' ও মহেশ বাবুর 'ভারত আনে নেনু' ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি।



'কবীর সিং'-এ শান্তশিষ্ট মেয়ের চরিত্রে দেখা গেছিল কিয়ারাকে। তবে ভুলে যান তাঁর সেই ইমেজ। কারণ নেটফ্লিক্সের 'গিল্টি'-তে তিনি এক রকস্টারের ভূমিকায়।



আজ কিয়ারার জন্মদিনে তাঁর আগামী জীবন ও ক্যারিয়ারের জন্য রইল শুভেচ্ছা। ETV ভারত সিতারা রিপোর্ট।   






Conclusion:
Last Updated : Jul 31, 2019, 3:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.