মুম্বই : 2015 সালে 'হিরো' ছবি দিয়ে বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করেন সূরয। সামনেই মুক্তি পেতে চলেছে তাঁর ছবি 'স্যাটেলাইট শংকর'। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ছবি সম্পর্কে কথা বলার ফাঁকে অভিনেতা তাঁর বাবার সঙ্গে কঙ্গনার সম্পর্ক নিয়েও মুখ খুললেন।
সূরয বলেন, "এটা ওঁদের ব্যক্তিগত ব্যাপার। আমি কখনও এইসবের মধ্যে ঢুকিনি। আমি আমার জীবনের বেশিরভাগ সময় দাদু-দিদার সঙ্গেই কাটিয়েছি। এটা আমার বাবা-মায়ের নিজস্ব ব্যাপার যেটা ওঁরা মিটিয়ে নিয়েছে।"
মা জ়রিনা ওয়াহাবকে ধন্যবাদ জানিয়েছেন সূরয। তিনিই তাঁদের পরিবারকে এক করে ধরে রেখেছেন। তিনিই সূরযের সবথেকে শক্ত খুঁটি। অভিনেতা বললেন, "শুধু আমার নয়, পুরো পরিবারের ক্ষেত্রেই এটা সত্যি। আমার বাবাও সেটা জানেন। যদিও শারীরিক ভাবে আমার বাবা অনেক শক্ত, কিন্তু, মানসিক ভাবে আমার মা অনেক বেশি শক্তিশালী।"
তবে জ়রিনা ও আদিত্যর সঙ্গে যা যা ঘটেছে সেটা খুব একটা প্রীতিকর ছিল না, মানেন সূরয। তবু তাঁর বক্তব্য, "এটাই ওঁদের জীবন।"