ETV Bharat / sitara

দিশা ও সুশান্তের মৃত্যু নিয়ে অবশেষে মন্তব্য সুরজের - Sushant Singh Rajput

একটি পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে সুরজ বলেন, "এগুলো বাজে গুজব ছাড়া আর কিছুই নয় । কী প্রমাণের ভিত্তিতে এত বড় বড় কথা বলছেন ওই BJP নেতা ? মুম্বই পুলিশ জানে এই দুই মৃত্যুর সঙ্গে কোনও যোগাযোগ নেই আমার । কিন্তু তা সত্ত্বেও তারা কেন কিছু বলছে না ? সুশান্তের পরিবার কি আমাকে নিয়ে কিছু বলেছে ? ওর বোনেরা কি আমায় নিয়ে কিছু বলেছে ?"

োে্
োে্
author img

By

Published : Aug 6, 2020, 10:52 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার ছিলেন দিশা সালিয়ান । অভিনেতার মৃত্যুর কয়েকদিন আগেই আত্মহত্যা করেন দিশাও । দিশা ও সুশান্তের মৃত্যুর পিছনে কি হাত রয়েছে অভিনেতা সুরজ পাঞ্চোলির । সুশান্তের মৃত্যুর আগের দিন কি পার্টির আয়োজন করেছিলেন সুরজ ? মহারাষ্ট্রের BJP নেতা নারায়ণ রানের এই প্রশ্নকে কেন্দ্র করে এখন উত্তাল হয়ে রয়েছে সোশাল মিডিয়া । তবে সম্প্রতি এ বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে সুরজকে ।

সুরজ আগেই জানিয়েছিলেন, "দিশা কে আমি তাই জানি না,আমি জীবনে ওঁর সঙ্গে কোনওদিন দেখাই করিনি । সুশান্তের মৃত্যুর পর আমি প্রথম জানতে পারলাম ওর কথা ।"

সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ছবি । যেখানে বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যায় সুরজকে । দাবি করা হয়, ওই ছবিতে সুরজের সঙ্গে যে মহিলা রয়েছেন তিনিই দিশা । তাই সুরজ যে দিশাকে না চেনার বান করছেন সেটা একেবারেই মিথ্যে । এরপর নারায়ণ রানে সাংবাদিক বৈঠকে দাবি করেন সুরজের বাড়িতে নাকি 13 জুন, একটি পার্টি হয় । সেখানে বেশ কিছু রাজনৈতিক নেতাও হাজির ছিলেন । এরপর থেকেই ফের একবার সুশান্ত, দিশার মৃত্যুতে জড়িয়ে পড়ে সুরজের নাম ।

তবে এ প্রসঙ্গে একটি পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে সুরজ বলেন, "এগুলো বাজে গুজব ছাড়া আর কিছুই নয় । কী প্রমাণের ভিত্তিতে এত বড় বড় কথা বলছেন ওই BJP নেতা ? মুম্বই পুলিশ জানে এই দুই মৃত্যুর সঙ্গে কোনও যোগাযোগ নেই আমার । কিন্তু তা সত্ত্বেও তারা কেন কিছু বলছে না ? সুশান্তের পরিবার কি আমাকে নিয়ে কিছু বলেছে ? ওর বোনেরা কি আমায় নিয়ে কিছু বলেছে ?"

এর আগে অভিনেত্রী জিয়া খান আত্মহত্যা মামলায় নাম জড়িয়েছিল সুরজের । জিয়ার তৎকালীন বয়ফ্রেন্ড ছিলেন তিনি । তাঁর বিরুদ্ধে মামলাও হয় । সেই প্রসঙ্গে সুরজ বলেন, "21 বছর বয়স থেকে আদালতে যেতে হয়েছে আমাকে । সাত বছর হয়ে গিয়েছে, জিজ্ঞেস করুন কোর্টকে, আজ পর্যন্ত শুনানির একটি দিনও আমি বাদ দিয়েছি কি না । সলমন স্যার আমায় লঞ্চ করেছিলেন । কিন্তু তারপর যে মুহূর্তে আমি ভাবলাম নিজের পায়ে দাঁড়াব, ঠিক তখনই জিয়ার আত্মহত্যা । আর আমাকে নিয়ে হাজারও লেখা, মিথ্যে অভিযোগ । সে সব সামলে নিয়ে আবার যেই ঘুরে দাঁড়াব ভাবলাম, তখনই দিশা এবং সুশান্তের মৃত্যু নিয়ে আমাকে জড়িয়ে এই সব কথা বলা শুরু হয়ে গেল ।" সব শেষে তিনি বলেন, "সুশান্ত আত্মহত্যা করেছেন কি না আমি জানি না, কিন্তু এই সব মানুষের জন্য আমি একদিন আত্মহত্যা করতে বাধ্য হবই ।"

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার ছিলেন দিশা সালিয়ান । অভিনেতার মৃত্যুর কয়েকদিন আগেই আত্মহত্যা করেন দিশাও । দিশা ও সুশান্তের মৃত্যুর পিছনে কি হাত রয়েছে অভিনেতা সুরজ পাঞ্চোলির । সুশান্তের মৃত্যুর আগের দিন কি পার্টির আয়োজন করেছিলেন সুরজ ? মহারাষ্ট্রের BJP নেতা নারায়ণ রানের এই প্রশ্নকে কেন্দ্র করে এখন উত্তাল হয়ে রয়েছে সোশাল মিডিয়া । তবে সম্প্রতি এ বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে সুরজকে ।

সুরজ আগেই জানিয়েছিলেন, "দিশা কে আমি তাই জানি না,আমি জীবনে ওঁর সঙ্গে কোনওদিন দেখাই করিনি । সুশান্তের মৃত্যুর পর আমি প্রথম জানতে পারলাম ওর কথা ।"

সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ছবি । যেখানে বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যায় সুরজকে । দাবি করা হয়, ওই ছবিতে সুরজের সঙ্গে যে মহিলা রয়েছেন তিনিই দিশা । তাই সুরজ যে দিশাকে না চেনার বান করছেন সেটা একেবারেই মিথ্যে । এরপর নারায়ণ রানে সাংবাদিক বৈঠকে দাবি করেন সুরজের বাড়িতে নাকি 13 জুন, একটি পার্টি হয় । সেখানে বেশ কিছু রাজনৈতিক নেতাও হাজির ছিলেন । এরপর থেকেই ফের একবার সুশান্ত, দিশার মৃত্যুতে জড়িয়ে পড়ে সুরজের নাম ।

তবে এ প্রসঙ্গে একটি পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে সুরজ বলেন, "এগুলো বাজে গুজব ছাড়া আর কিছুই নয় । কী প্রমাণের ভিত্তিতে এত বড় বড় কথা বলছেন ওই BJP নেতা ? মুম্বই পুলিশ জানে এই দুই মৃত্যুর সঙ্গে কোনও যোগাযোগ নেই আমার । কিন্তু তা সত্ত্বেও তারা কেন কিছু বলছে না ? সুশান্তের পরিবার কি আমাকে নিয়ে কিছু বলেছে ? ওর বোনেরা কি আমায় নিয়ে কিছু বলেছে ?"

এর আগে অভিনেত্রী জিয়া খান আত্মহত্যা মামলায় নাম জড়িয়েছিল সুরজের । জিয়ার তৎকালীন বয়ফ্রেন্ড ছিলেন তিনি । তাঁর বিরুদ্ধে মামলাও হয় । সেই প্রসঙ্গে সুরজ বলেন, "21 বছর বয়স থেকে আদালতে যেতে হয়েছে আমাকে । সাত বছর হয়ে গিয়েছে, জিজ্ঞেস করুন কোর্টকে, আজ পর্যন্ত শুনানির একটি দিনও আমি বাদ দিয়েছি কি না । সলমন স্যার আমায় লঞ্চ করেছিলেন । কিন্তু তারপর যে মুহূর্তে আমি ভাবলাম নিজের পায়ে দাঁড়াব, ঠিক তখনই জিয়ার আত্মহত্যা । আর আমাকে নিয়ে হাজারও লেখা, মিথ্যে অভিযোগ । সে সব সামলে নিয়ে আবার যেই ঘুরে দাঁড়াব ভাবলাম, তখনই দিশা এবং সুশান্তের মৃত্যু নিয়ে আমাকে জড়িয়ে এই সব কথা বলা শুরু হয়ে গেল ।" সব শেষে তিনি বলেন, "সুশান্ত আত্মহত্যা করেছেন কি না আমি জানি না, কিন্তু এই সব মানুষের জন্য আমি একদিন আত্মহত্যা করতে বাধ্য হবই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.