মুম্বই : কোরোনা মোকাবিলায় সোনু যা করলেন, তা নিয়ে ধন্য ধন্য করছে দেশ । সেলেব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকেই প্রশংসা করছেন তাঁর এই উদ্যোগের । এই ব্য়াপারে কী বললেন সোনু ?
তিনি বললেন, "আমার কাছে ওই শ্রমিকরা পরিবারের মতো । ওঁরা হেঁটে বাড়ি যাবে না । তাই আমি ওঁদের জন্য ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করেছিলাম । বেশি কোনও ডকুমেন্টের প্রয়োজন নেই । শুধু মেডিকেল সার্টিফিকেট, গন্তব্যস্থলের ঠিকানা আর পরিচয়পত্র থাকলেই হবে । আমি ওঁদের বাড়ি পৌঁছে দেব ।"
শ্রমিকদের এই সমস্যাকে শুধুমাত্র তাঁদের সমস্যা ভাবতে নারাজ সোনু । তাঁদের সমস্যাকে নিজের সমস্যার মতো গুরুত্বপূর্ণ মনে করেন তিনি । খালি পায়ে যখন তাঁরা বাচ্চা নিয়ে অভুক্ত অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিলেন, মন কেঁদে উঠেছিল সোনুর । চুপ করে থাকতে পারেননি তিনি ।
সোনু বললেন, "এই শ্রমিকরা আমাদের জন্য অনেক কিছু করেছেন । এখন ওঁরা বাড়ি থেকে দূরে । আমরা বলতেও পারব না যে, তোমরা থেকে যাও, সব ঠিক হয়ে যাবে । আমি যখন দহিসার ও থানে এলাকায় খাবার দিচ্ছিলাম তখন আমি এমন অনেককে দেখতে পাই, যাঁরা ডেসপারেটলি বাড়ি যেতে চায় । আমি শুধু তাঁদের একটু শান্তি দিতে চেয়েছি ।"
আর এই ভাবনা থেকে আজ প্রায় 12 হাজার শ্রমিককে তিনি বাড়ি পাঠিয়ে দিয়েছেন । এখনও অনেককে পৌঁছনোর জন্য প্রস্তুত অভিনেতা । স্যালুট সোনু সুদকে ।