মুম্বই : আজই মুক্তি পেয়েছে 'দিল বেচারা'-র টাইটেল ট্র্যাক । গানের ভিডিয়ো জুড়ে রয়েছেন শুধুই সুশান্ত সিং রাজপুত । তাঁর হাসিখুশি মুখটাই হয়ে উঠেছে ভিডিয়োর অন্যতম আকর্ষণ । যা দেখে মুগ্ধ দর্শক । ভিডিয়োটি দেখে সুশান্তকে আগাম শুভেচ্ছা জানান সোনু সুদ ।
টুইট করে সোনু লেখেন, "স্বর্গ থেকে এই গান সে দেখছে ফারাহ...এর মাধ্যমে তার মুকুটে আরও একটা পালক যুক্ত হোক । ভাই সুশান্ত তুমি যেখানেই থাকো তোমাকে আগাম শুভেচ্ছা জানাই । তোমাকে সব সময় মিস করবে গোটা বিশ্ব ।"
-
He’s watching from heavens Farah..may this be another feather in his cap. Congratulations in advance my brother @itsSSR where ever you are..this world will miss u forever❣️my sister-friend @TheFarahKhan n my village mate @CastingChhabra https://t.co/jcvLkOZjOe
— sonu sood (@SonuSood) July 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">He’s watching from heavens Farah..may this be another feather in his cap. Congratulations in advance my brother @itsSSR where ever you are..this world will miss u forever❣️my sister-friend @TheFarahKhan n my village mate @CastingChhabra https://t.co/jcvLkOZjOe
— sonu sood (@SonuSood) July 10, 2020He’s watching from heavens Farah..may this be another feather in his cap. Congratulations in advance my brother @itsSSR where ever you are..this world will miss u forever❣️my sister-friend @TheFarahKhan n my village mate @CastingChhabra https://t.co/jcvLkOZjOe
— sonu sood (@SonuSood) July 10, 2020
এই গানে কলেজের একটি অনুষ্ঠানে স্টেজ পারফর্ম করতে দেখা গিয়েছে সুশান্ত থুরি ম্যানিকে । অনবদ্য নাচের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছেন তিনি । তবে নাচকে কেবলমাত্র স্টেজের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি । গানের তালে পৌঁছে যান দর্শকাসনেও । দর্শকদের সঙ্গেও কোমর দোলাতে দেখা যায় তাঁকে । আর সুশান্তের জীবনের এই শেষ গানে কোরিওগ্রাফি করেন ফারাহ খান ।
এই গান নিয়ে আনন্দিত ছিলেন ফারাহও । কারণ, এই প্রথমবার সুশান্তকে কোরিওগ্রাফ করেন তিনি । বলেন, "আমরা অনেকদিনের বন্ধু, তবে কোনওদিন একসঙ্গে কাজ করিনি । আমি জানতাম সুশান্ত পারফেক্ট করবে । তাই একটা শটেই পুরো গানটা শুট করতে চেয়েছিলাম ।" আর সেটাই হয়েছিল । একটা শটেই পুরো গানটা শুট করা হয় । তার পুরস্কার হিসেবে সুশান্তকে একদিন খাইয়ে দেন ফারাহ ।
ইতিমধ্যেই সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে ছবির ট্রেলার । গানের ভিডিয়োও মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের । তবে ছবিটা দর্শকদের মন কতটা জয় করতে পারে এখন সেটাই দেখার । তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে 24 জুলাই পর্যন্ত । কারণ ওই দিনই ডিজ়নি হটস্টারে মুক্তি পাবে ছবিটি ।