ETV Bharat / sitara

'মিস্টার ইন্ডিয়া'-র রিমেক নিয়ে ক্ষোভপ্রকাশ সোনমের

কয়েকদিন আগেই পরিচালক আলি আব্বাস জ়াফর জানিয়েছেন যে তিনি পরিচালনা করতে চলেছেন অনিল কাপুর অভিনীত সুপারহিট ছবি 'মিস্টার ইন্ডিয়া'-র রিমেক । এই সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশ করলেন সোনম কাপুর ।

Sonam on Mr India remake decision
Sonam on Mr India remake decision
author img

By

Published : Feb 22, 2020, 2:48 PM IST

মুম্বই : 1987 সালের সুপারহিট ছবি 'মিস্টার ইন্ডিয়া' । শেখর কাপুর পরিচালিত ও অনিল কাপুর-শ্রীদেবী অভিনীত এই ছবি শোরগোল ফেলে দিয়েছিল বক্স অফিসে । এবার তৈরি হতে চলেছে ছবিটির রিমেক । কিন্তু, শেখর বা অনিল কারো অনুমতি ছাড়াই কীভাবে ছবি তৈরির সিদ্ধান্ত নিলেন ফিল্মমেকার আলি আব্বাস জ়াফর ? প্রশ্ন তুললেন সোনম ।

সোনম একটি সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন, "অনেকেই আমাকে 'মিস্টার ইন্ডিয়া' রিমেকের ব্যাপারে প্রশ্ন করছেন । সত্যি বলতে আমার বাবা এই রিমেকের কথা জানতেই পারেনি । আলি আব্বাস জ়াফরের সোশাল মিডিয়া পোস্ট মারফৎ আমরা এটা জানতে পেরেছি ।"

Sonam on Mr India remake decision
সোনমের পোস্ট...

পোস্টে স্পষ্ট সোনমের ক্ষোভ । তিনি লিখেছেন, "যদি এই খবর সত্যি হয়ে থাকে, তাহলে তা খুবই অপমানজনক ও নিচু মানসিকতার পরিচয় । কারণ, কেউ আমার বাবা (অনিল কাপুর) বা শেখর আঙ্কলের (শেখর কাপুর) সঙ্গে আলোচনাটুকু অবধি করেনি, যাঁরা ওই ছবিটি বানানোর পিছনে সবথেকে বড় ভূমিকা পালন করেছিলেন ।"

অনিল কাপুরের "মনের খুব কাছাকাছি" 'মিস্টার ইন্ডিয়া', জানিয়েছেন সোনম । আর তাই, তাঁকে না জানিয়ে এই সিনেমা তৈরির সিদ্ধান্ত খুবই দুঃখের, লিখেছেন অভিনেত্রী । তবে সোনম একা নন, ছবির পরিচালক শেখর কাপুরও টুইটের মাধ্যমে তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছেন সোশাল মিডিয়ায় ।

  • No one has even asked me or mentioned to me about this film called Mr India 2. I can only guess that they using the title to get a big weekend. For they cannot use the characters/story without permission from the original creators of the film. https://t.co/Set5eDH63j

    — Shekhar Kapur (@shekharkapur) February 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : 1987 সালের সুপারহিট ছবি 'মিস্টার ইন্ডিয়া' । শেখর কাপুর পরিচালিত ও অনিল কাপুর-শ্রীদেবী অভিনীত এই ছবি শোরগোল ফেলে দিয়েছিল বক্স অফিসে । এবার তৈরি হতে চলেছে ছবিটির রিমেক । কিন্তু, শেখর বা অনিল কারো অনুমতি ছাড়াই কীভাবে ছবি তৈরির সিদ্ধান্ত নিলেন ফিল্মমেকার আলি আব্বাস জ়াফর ? প্রশ্ন তুললেন সোনম ।

সোনম একটি সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন, "অনেকেই আমাকে 'মিস্টার ইন্ডিয়া' রিমেকের ব্যাপারে প্রশ্ন করছেন । সত্যি বলতে আমার বাবা এই রিমেকের কথা জানতেই পারেনি । আলি আব্বাস জ়াফরের সোশাল মিডিয়া পোস্ট মারফৎ আমরা এটা জানতে পেরেছি ।"

Sonam on Mr India remake decision
সোনমের পোস্ট...

পোস্টে স্পষ্ট সোনমের ক্ষোভ । তিনি লিখেছেন, "যদি এই খবর সত্যি হয়ে থাকে, তাহলে তা খুবই অপমানজনক ও নিচু মানসিকতার পরিচয় । কারণ, কেউ আমার বাবা (অনিল কাপুর) বা শেখর আঙ্কলের (শেখর কাপুর) সঙ্গে আলোচনাটুকু অবধি করেনি, যাঁরা ওই ছবিটি বানানোর পিছনে সবথেকে বড় ভূমিকা পালন করেছিলেন ।"

অনিল কাপুরের "মনের খুব কাছাকাছি" 'মিস্টার ইন্ডিয়া', জানিয়েছেন সোনম । আর তাই, তাঁকে না জানিয়ে এই সিনেমা তৈরির সিদ্ধান্ত খুবই দুঃখের, লিখেছেন অভিনেত্রী । তবে সোনম একা নন, ছবির পরিচালক শেখর কাপুরও টুইটের মাধ্যমে তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছেন সোশাল মিডিয়ায় ।

  • No one has even asked me or mentioned to me about this film called Mr India 2. I can only guess that they using the title to get a big weekend. For they cannot use the characters/story without permission from the original creators of the film. https://t.co/Set5eDH63j

    — Shekhar Kapur (@shekharkapur) February 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.