ETV Bharat / sitara

জন্মদিনের আগেই মুম্বইয়ের বাড়িতে সোনম - Sonam flies back home

আগামীকাল সোনমের জন্মদিন । আর এই বিশেষ দিনটি মা-বাবা ও বোনের সঙ্গে কাটানোর জন্য সোজা মুম্বইয়ে বাবার বাড়িতে গেলেন তিনি ।

sdf
sdf
author img

By

Published : Jun 8, 2020, 6:28 PM IST

মুম্বই : লকডাউনের মধ্যে স্বামী আনন্দ আহুজার সঙ্গে দিল্লির বাড়িতেই ছিলেন সোনম কাপুর । সেখানেই হোম কোয়ারানটিনে ছিলেন তাঁরা । এদিকে লকডাউনের মধ্যে অনেক দিন ধরে বোন ও মা-বাবার সঙ্গে দেখা করতে না পারায় মন খারাপ ছিল তাঁর । তবে লকডাউন উঠতেই জন্মদিনের আগের দিনই স্বামীর সঙ্গে সোজা মুম্বইয়ে বাবার বাড়িতে গেলেন তিনি ।

লকডাউনের মধ্যে একঘেয়ে বাড়িতে থাকার ফলে বিরক্ত হয়ে গিয়েছিলেন সোনম । আর মাঝে মধ্যেই বিভিন্ন ছবি পোস্ট করার মাধ্যমে সেই কথা ফ্যানদের সঙ্গে শেয়ার করে নিচ্ছিলেন তিনি । কখনও তাঁর ইচ্ছে করছিলেন ডানা মেলে উড়ে যেতে, আবার কখনও বিরক্ত হয়ে মেকআপ করে ছবি পোস্ট করেন ।

তবে জন্মদিনের আগে বাড়িতে না গেলে কখনও হয় ! আর সেই কারণেই লকডাউন উঠতেই স্বামী আনন্দ আহুজাকে নিয়ে সোজা মুম্বইয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হন সোনম । বাড়ি গিয়েই বোন রিয়া কাপুরের সঙ্গে ছবি তুলে পোস্ট করেন তিনি । এছাড়া এক বিছানায় বোনের সঙ্গে শুয়ে থাকতেও দেখা যায় তাঁকে । সেই ভিডিয়ো ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন আনন্দ ।

sdf
সোনমের পোস্ট

এদিকে গতকালই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন সোনম । ট্রলি হাতে নিয়ে বিমানবন্দরের মধ্যে দেখা গিয়েছিল তাঁকে । ছবির ক্যাপশনে লেখেন, "সব ব্যাগ গুছিয়ে নিয়েছি । আর আমি যাওয়ার জন্য তৈরি...যে কোনও জায়গায়...ঘুরতে যাওয়াকে মিস করছি..."। আর তারপরই আজ মুম্বইয়ের বাড়িতে উড়ে গেলেন তাঁরা ।

মুম্বই : লকডাউনের মধ্যে স্বামী আনন্দ আহুজার সঙ্গে দিল্লির বাড়িতেই ছিলেন সোনম কাপুর । সেখানেই হোম কোয়ারানটিনে ছিলেন তাঁরা । এদিকে লকডাউনের মধ্যে অনেক দিন ধরে বোন ও মা-বাবার সঙ্গে দেখা করতে না পারায় মন খারাপ ছিল তাঁর । তবে লকডাউন উঠতেই জন্মদিনের আগের দিনই স্বামীর সঙ্গে সোজা মুম্বইয়ে বাবার বাড়িতে গেলেন তিনি ।

লকডাউনের মধ্যে একঘেয়ে বাড়িতে থাকার ফলে বিরক্ত হয়ে গিয়েছিলেন সোনম । আর মাঝে মধ্যেই বিভিন্ন ছবি পোস্ট করার মাধ্যমে সেই কথা ফ্যানদের সঙ্গে শেয়ার করে নিচ্ছিলেন তিনি । কখনও তাঁর ইচ্ছে করছিলেন ডানা মেলে উড়ে যেতে, আবার কখনও বিরক্ত হয়ে মেকআপ করে ছবি পোস্ট করেন ।

তবে জন্মদিনের আগে বাড়িতে না গেলে কখনও হয় ! আর সেই কারণেই লকডাউন উঠতেই স্বামী আনন্দ আহুজাকে নিয়ে সোজা মুম্বইয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হন সোনম । বাড়ি গিয়েই বোন রিয়া কাপুরের সঙ্গে ছবি তুলে পোস্ট করেন তিনি । এছাড়া এক বিছানায় বোনের সঙ্গে শুয়ে থাকতেও দেখা যায় তাঁকে । সেই ভিডিয়ো ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন আনন্দ ।

sdf
সোনমের পোস্ট

এদিকে গতকালই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন সোনম । ট্রলি হাতে নিয়ে বিমানবন্দরের মধ্যে দেখা গিয়েছিল তাঁকে । ছবির ক্যাপশনে লেখেন, "সব ব্যাগ গুছিয়ে নিয়েছি । আর আমি যাওয়ার জন্য তৈরি...যে কোনও জায়গায়...ঘুরতে যাওয়াকে মিস করছি..."। আর তারপরই আজ মুম্বইয়ের বাড়িতে উড়ে গেলেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.