মুম্বই : লকডাউন চলাকালীন স্বামী আনন্দ আহুজার সঙ্গে দিল্লিতে ছিলেন সোনম কাপুর । আর লকডাউন যেদিন উঠল সেদিনই সোনমের জন্মদিন । এর থেকে আনন্দের আর কী হতে পারে ? মুম্বই ফিরে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে জন্মদিন কাটালেন অভিনেত্রী ।
বাড়ির মানুষগুলোর সঙ্গে বিশেষ করে বোন রিয়ার সঙ্গে দেখা করে খুব খুশি সোনম । আর আনন্দ তো রয়েছেনই । তাঁর মতো স্বামী পেয়ে নিজেকে ধন্য মনে করছেন অভিনেত্রী । আর জন্মদিনকে স্পেশাল বানাতে এই দুই মানুষের অবদানও কম নয় ।
বেলুন আর ফুলে পুরো বাড়ি মুড়ে ফেলা হয়েছে সোনমের । হবে না-ই বা কেন ? একে এতদিন পর মুম্বই ফেরা, তার উপর আবার জন্মদিন । একাধিক কেকও কাটলেন সোনম । ইনস্টাস্টোরিতে সেই ছবি শেয়ার করেছেন তিনি ।
সোনম কাপুরের 35 বছরের জন্মদিনে অনেক শুভেচ্ছা ETV ভারত সিতারার পক্ষ থেকে ।