ETV Bharat / sitara

গ্রেপ্তার করা হল সোনাক্ষীর হেনস্থাকারীকে - সোনাক্ষী সিনহার খবর

সোনাক্ষী সিনহাকে সোশাল মিডিয়ায় ক্রমাগত হেনস্থা করছিলেন 27-এর এক যুবক । গ্রেপ্তার করা হল অভিযুক্তকে ।

Sonakshi sinha cyber bully
Sonakshi sinha cyber bully
author img

By

Published : Aug 21, 2020, 8:46 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ার দুনিয়ায় সাইবার ক্রাইম এক অতি পরিচিত নাম । তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই প্রবণতা যেন মাত্রা ছাড়িয়েছে । এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছিলেন সোনাক্ষী সিনহা । ফলও পেলেন অচিরেই । গ্রেপ্তার করা হল তাঁর হেনস্থাকারীকে ।

27 বছরের এক যুবক, নাম শশীকান্ত যাদব, নিবাস ঔরঙ্গবাদ, সোনাক্ষীর উদ্দেশে সোশাল মিডিয়ায় খারাপ ভাষার ব্যবহার করে চলেছিলেন ক্রমাগত । রীতমতো হেনস্থা করছিলেন অভিনেত্রীকে । তাই উপযুক্ত পদক্ষেপ নিল মুম্বই পুলিশের সাইবার সেল ।

মহারাষ্ট্রের স্পেশাল IGP প্রতাপ দিঘবকর এবং সাইবার এক্সপার্টদের একটি টিমের 'মিশন জোশ' প্রোজেক্টের সঙ্গে যুক্ত হয়েছিলেন সোনাক্ষী । সাইবার ক্রাইমে ফুলস্টপ লাগানোর প্রতিজ্ঞা করেছিলেন তিনি । সেটা যে কার্যকরী হল, তা দেখে খুশি তিনি ।

অভিনেত্রী জানালেন, "মুম্বইয়ের সাইবার ক্রাইম ব্রাঞ্চের কাছে আমি কৃতজ্ঞ । তারা যে এত তাড়াতাড়ি উপযুক্ত ব্যবস্থা নিলেন দেখে আমি খুশি । এবার ব্যাস । আমরা আর অনলাইন হেনস্থার শিকার হব না আর কাউকে হতেও দেব না কাউকে ।"

শোনা গেছে যে, শশীকান্ত শুধুমাত্র সোনাক্ষীকেই নয়, একাধিক অভিনেত্রীর সঙ্গে এটা করতেন । বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ ।

মুম্বই : সোশাল মিডিয়ার দুনিয়ায় সাইবার ক্রাইম এক অতি পরিচিত নাম । তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই প্রবণতা যেন মাত্রা ছাড়িয়েছে । এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছিলেন সোনাক্ষী সিনহা । ফলও পেলেন অচিরেই । গ্রেপ্তার করা হল তাঁর হেনস্থাকারীকে ।

27 বছরের এক যুবক, নাম শশীকান্ত যাদব, নিবাস ঔরঙ্গবাদ, সোনাক্ষীর উদ্দেশে সোশাল মিডিয়ায় খারাপ ভাষার ব্যবহার করে চলেছিলেন ক্রমাগত । রীতমতো হেনস্থা করছিলেন অভিনেত্রীকে । তাই উপযুক্ত পদক্ষেপ নিল মুম্বই পুলিশের সাইবার সেল ।

মহারাষ্ট্রের স্পেশাল IGP প্রতাপ দিঘবকর এবং সাইবার এক্সপার্টদের একটি টিমের 'মিশন জোশ' প্রোজেক্টের সঙ্গে যুক্ত হয়েছিলেন সোনাক্ষী । সাইবার ক্রাইমে ফুলস্টপ লাগানোর প্রতিজ্ঞা করেছিলেন তিনি । সেটা যে কার্যকরী হল, তা দেখে খুশি তিনি ।

অভিনেত্রী জানালেন, "মুম্বইয়ের সাইবার ক্রাইম ব্রাঞ্চের কাছে আমি কৃতজ্ঞ । তারা যে এত তাড়াতাড়ি উপযুক্ত ব্যবস্থা নিলেন দেখে আমি খুশি । এবার ব্যাস । আমরা আর অনলাইন হেনস্থার শিকার হব না আর কাউকে হতেও দেব না কাউকে ।"

শোনা গেছে যে, শশীকান্ত শুধুমাত্র সোনাক্ষীকেই নয়, একাধিক অভিনেত্রীর সঙ্গে এটা করতেন । বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.