মুম্বই : রীতিমতো পার্টিওয়্যারে সেজে রয়েছেন সোনাক্ষী। সুবিন্যস্ত চুল। তবে মুহূর্তেই সব এলোমেলো হয়ে গেল। কারণ জোর করে তাঁর হাতে হাতকড়া পরিয়ে দিল কোনও এক ব্যক্তি, যাকে দেখা গেল না ভিডিয়োয়।
ভিডিয়োটিতে সোনাক্ষীতে বলতে শোনা যাচ্ছে , "আপনি আমায় এভাবে গ্রেপ্তার করতে পারেন না। জানেন আমি কে? আমি কিছু করিনি। আমি ইনোসেন্ট।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ভিডিয়োটি দেখে শুরুতে চমক লাগলেও, পরে অনেকের মনেই প্রশ্ন জাগে যে, এটা কোনও পাবলিসিটি স্টান্ট নয় তো? কারণ সম্প্রতি সোনাক্ষীর ছবি 'খানদানি শফাখানা' মুক্তি পেয়েছে। এই ভাবনা মাথায় আসতে আসতেই সামনে আসে সোনাক্ষীর একটি বিবৃতি।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ইনস্টাগ্রাম স্টোরিতে সোনাক্ষী লেখেন যে, "হে গাইজ়, আমি জানি যে, আমায় নিয়ে কয়েকটি ভিডিয়ো ঘুরছে সোশাল মিডিয়ায়। ওটা আমিই, তবে পুরো ব্যাপারটা সত্যি নয়। আমি খুব তাড়তাড়ি তোমাদের সঙ্গে সমস্ত কথা শেয়ার করব।"