ETV Bharat / sitara

সাইবার ক্রাইমে এবার লাগবে ফুলস্টপ, কড়া পদক্ষেপ সোনাক্ষীর

ছদ্মনাম আর ফেক প্রোফাইলের আড়ালে লুকিয়ে সাইবার ক্রাইম আর অনলাইন ট্রোলিং এখনকার দিনে এক খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে । সোশাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায়, দিন দিন কীভাবে বাড়ছে সাইবার ক্রাইমের প্রবণতা । তবে এবার আর নয়..কড়া পদক্ষেপ নিলেন সোনাক্ষী সিনহা ।

Sonakshi Sinha against Cyber Bully
Sonakshi Sinha against Cyber Bully
author img

By

Published : Jul 25, 2020, 6:41 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ার দুনিয়ায় সাইবার ক্রাইম এক অতি পরিচিত নাম । তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই প্রবণতা যেন মাত্রা ছাড়িয়েছে । কয়েকদিন আগে এই কারণেই টুইটার ছেড়েছেন সোনাক্ষী সিনহা । এবার তিনি নিলেন কড়া পদক্ষেপ ।

মহারাষ্ট্রের স্পেশাল IGP প্রতাপ দিঘবকর এবং সাইবার এক্সপার্টদের একটি টিমের 'মিশন জোশ' প্রোজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন সোনাক্ষী ।

IANS-কে তিনি জানান, "সোশাল মিডিয়া তৈরি হয়েছিল ভালোবাসা আর পজ়িটিভিটি ছড়ানোর জন্য । কিন্তু, আনফরচুনেটলি এটা একটা টক্সিক জায়গা হয়ে দাঁড়িয়েছে । সোশাল মিডিয়ার মাধ্যমে কাউকে হেনস্থা করা বা মানসিক নির্যাতন করার প্রবণতা দিন দিন বাড়ছে । আমি নিজে এই ট্রোল আর গালিগালাজের শিকার হয়েছি ।"

আর তাই এবার 'মিশন জোশ'-এর সঙ্গে হাত মিলিয়ে এই পুরো প্র্যাক্টিসটায় ফুলস্টপ লাগাতে চলেছেন সোনাক্ষী । দেখে নিন তাঁর পোস্ট...

মুম্বই : সোশাল মিডিয়ার দুনিয়ায় সাইবার ক্রাইম এক অতি পরিচিত নাম । তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই প্রবণতা যেন মাত্রা ছাড়িয়েছে । কয়েকদিন আগে এই কারণেই টুইটার ছেড়েছেন সোনাক্ষী সিনহা । এবার তিনি নিলেন কড়া পদক্ষেপ ।

মহারাষ্ট্রের স্পেশাল IGP প্রতাপ দিঘবকর এবং সাইবার এক্সপার্টদের একটি টিমের 'মিশন জোশ' প্রোজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন সোনাক্ষী ।

IANS-কে তিনি জানান, "সোশাল মিডিয়া তৈরি হয়েছিল ভালোবাসা আর পজ়িটিভিটি ছড়ানোর জন্য । কিন্তু, আনফরচুনেটলি এটা একটা টক্সিক জায়গা হয়ে দাঁড়িয়েছে । সোশাল মিডিয়ার মাধ্যমে কাউকে হেনস্থা করা বা মানসিক নির্যাতন করার প্রবণতা দিন দিন বাড়ছে । আমি নিজে এই ট্রোল আর গালিগালাজের শিকার হয়েছি ।"

আর তাই এবার 'মিশন জোশ'-এর সঙ্গে হাত মিলিয়ে এই পুরো প্র্যাক্টিসটায় ফুলস্টপ লাগাতে চলেছেন সোনাক্ষী । দেখে নিন তাঁর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.