মুম্বই : MeToo কেসে অভিযুক্ত অনু মালিক টেলিভিশনের জনপ্রিয় শো 'ইন্ডিয়ান আইডল'-এর অন্যতম বিচারক। আর সেই শোয়ের কয়েকজন প্রতিযোগীর গানের প্রশংসা করলেন সচিন তেন্ডুলকর। অনু মালিক এই শোয়ের বিচারক হওয়া সত্ত্বেও কীভাবে সচিন এই শো নিয়ে এত ভালো মন্তব্য করলেন ? প্রশ্ন তুলেছেন গায়িকা সোনা মহাপাত্র।
সচিন একটি টুইটের মাধ্যমে জানিয়েছেন, "ইন্ডিয়ান আইডলের এই সমস্ত প্রতিযোগীদের দরদ ভরা গান ও জীবনের কথা শুনে আমি অভিভূত। রাহুল, চেলসি, দিওয়াস ও সানি এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। কিন্তু, এদের প্রত্যেকের প্যাশন ও ডেডিকেশন একেবারে একরকম। আমি নিশ্চিত ওরা অনেক দূর যাবে।"
-
Really touched by the soulful singing & life-stories of these talented youngsters on Indian Idol.
— Sachin Tendulkar (@sachin_rt) October 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Rahul, Chelsi, Diwas and Sunny come from different parts of the country but have the same passion & dedication for music despite all odds.
I’m sure they’ll go a long way. pic.twitter.com/dNqNd2iGmk
">Really touched by the soulful singing & life-stories of these talented youngsters on Indian Idol.
— Sachin Tendulkar (@sachin_rt) October 22, 2019
Rahul, Chelsi, Diwas and Sunny come from different parts of the country but have the same passion & dedication for music despite all odds.
I’m sure they’ll go a long way. pic.twitter.com/dNqNd2iGmkReally touched by the soulful singing & life-stories of these talented youngsters on Indian Idol.
— Sachin Tendulkar (@sachin_rt) October 22, 2019
Rahul, Chelsi, Diwas and Sunny come from different parts of the country but have the same passion & dedication for music despite all odds.
I’m sure they’ll go a long way. pic.twitter.com/dNqNd2iGmk
সচিনের এই টুইট উল্লেখ করে সোনা লিখেছেন, "প্রিয় সচিন, আপনি কি সারা দেশজুড়ে একাধিক মহিলা ও নাবালিকার MeToo স্টোরি জানেন? তাঁরা প্রত্যেকেই অনু মালিকের বিরুদ্ধে গলা তুলেছেন, যিনি এই একই ইন্ডিয়ান আইডল শো'টির বিচারক। ওই মহিলাদের যন্ত্রণা কি কোনও ম্যাটার করে না? কাউকে স্পর্শ করে না ?"
-
Dear Sachin, Are you aware of all the @IndiaMeToo stories of multiple women, some minors who came forward in the public domain about Anu Malik, the judge in this same Indian Idol show last year including their own ex producer? Does their trauma not matter or touch anyone? 🧚🏿♀️🔴 https://t.co/jE45Tth1po
— ShutUpSona (@sonamohapatra) October 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Dear Sachin, Are you aware of all the @IndiaMeToo stories of multiple women, some minors who came forward in the public domain about Anu Malik, the judge in this same Indian Idol show last year including their own ex producer? Does their trauma not matter or touch anyone? 🧚🏿♀️🔴 https://t.co/jE45Tth1po
— ShutUpSona (@sonamohapatra) October 29, 2019Dear Sachin, Are you aware of all the @IndiaMeToo stories of multiple women, some minors who came forward in the public domain about Anu Malik, the judge in this same Indian Idol show last year including their own ex producer? Does their trauma not matter or touch anyone? 🧚🏿♀️🔴 https://t.co/jE45Tth1po
— ShutUpSona (@sonamohapatra) October 29, 2019
MeToo মুভমেন্ট চলাকালীন অনুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন আলিশা চিনয় ও কারালিসা মন্টেরিও। আর আজ নেহা ভসিন নামে আরও এক গায়িকা একই ভাবে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন অনু মালিকের বিরুদ্ধে।