ETV Bharat / sitara

ছেলের 18 বছরের জন্মদিনে আবেগঘন পোস্ট টুইঙ্কলের - twinkle son birthday

18 বছরে পা দিয়েছে টুইঙ্কল খান্না ও অক্ষয় কুমারের ছেলে আরভ । তার জন্মদিনে সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন টুইঙ্কল ।

asd
asd
author img

By

Published : Sep 15, 2020, 10:55 PM IST

মুম্বই : 18 বছরে পা দিয়েছে ছেলে । আর তাই নিয়ে আবেগঘন লেখা শেয়ার করলেন টুইঙ্কল খান্না ।

তিনি লিখেছেন, "শুভ 18তম জন্মদিন আরভ । এমন কিছু যা আমি তোমার জন্য কোনও একসময় লিখে রেখেছিলাম । যেগুলোকে এবছর ছিন্ন করা এত সহজ নয় । "

গত কয়েক বছরে তিনি যা শিখেছেন তা নিয়ে লেখেন, "এই কয়েক বছরে যেমন আমি তোমার শিক্ষক হয়ে উঠেছি তুমিও তেমন আমার শিক্ষক হয়ে উঠেছ। আমি তোমাকে যেমন তোমাকে অঙ্ক শিখিয়েছি, ঘর থেকে বের হওয়ার আগে আলো বন্ধ করা শিখিয়েছি তেমনই তুমি আমাকে আশাবাদী হতে শিখিয়েছ।"

তিনি আরও লিখেছেন, "কিন্তু তোমাকে বড় হতে দেখে এবং তোমার স্বাধীনতার কথা বারবার শুনে আমি বুঝতে শুরু করেছি যে যখন তুমি এই ঘর ছেড়ে চলে যাবে তখন আমার সব আলো বন্ধ হয়ে যাবে । আর যখন তুমি আমার কাছে আসবে তখন অনেক প্রদীপ জ্বালাব ।"

সবশেষে তিনি লেখেন, "আমি এখনই সেই ছোট্ট ছেলেটাকে মিস করছি । তবে তুমি যে মানুষ হয়েছ তাতে আমি খুশি ।"

আর এই লেখার সঙ্গে ছেলের জন্মদিন পালনের একটি ছবি পোস্ট করেন টুইঙ্কল । সেই ছবিতে আরভের সঙ্গে দেখা গিয়েছে অক্ষয় কুমার ও মেয়ে নিতারাকে । সেখানে সবাইকে মুখে গোঁফ লাগাতে দেখা গিয়েছে ।

মুম্বই : 18 বছরে পা দিয়েছে ছেলে । আর তাই নিয়ে আবেগঘন লেখা শেয়ার করলেন টুইঙ্কল খান্না ।

তিনি লিখেছেন, "শুভ 18তম জন্মদিন আরভ । এমন কিছু যা আমি তোমার জন্য কোনও একসময় লিখে রেখেছিলাম । যেগুলোকে এবছর ছিন্ন করা এত সহজ নয় । "

গত কয়েক বছরে তিনি যা শিখেছেন তা নিয়ে লেখেন, "এই কয়েক বছরে যেমন আমি তোমার শিক্ষক হয়ে উঠেছি তুমিও তেমন আমার শিক্ষক হয়ে উঠেছ। আমি তোমাকে যেমন তোমাকে অঙ্ক শিখিয়েছি, ঘর থেকে বের হওয়ার আগে আলো বন্ধ করা শিখিয়েছি তেমনই তুমি আমাকে আশাবাদী হতে শিখিয়েছ।"

তিনি আরও লিখেছেন, "কিন্তু তোমাকে বড় হতে দেখে এবং তোমার স্বাধীনতার কথা বারবার শুনে আমি বুঝতে শুরু করেছি যে যখন তুমি এই ঘর ছেড়ে চলে যাবে তখন আমার সব আলো বন্ধ হয়ে যাবে । আর যখন তুমি আমার কাছে আসবে তখন অনেক প্রদীপ জ্বালাব ।"

সবশেষে তিনি লেখেন, "আমি এখনই সেই ছোট্ট ছেলেটাকে মিস করছি । তবে তুমি যে মানুষ হয়েছ তাতে আমি খুশি ।"

আর এই লেখার সঙ্গে ছেলের জন্মদিন পালনের একটি ছবি পোস্ট করেন টুইঙ্কল । সেই ছবিতে আরভের সঙ্গে দেখা গিয়েছে অক্ষয় কুমার ও মেয়ে নিতারাকে । সেখানে সবাইকে মুখে গোঁফ লাগাতে দেখা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.