ETV Bharat / sitara

বোনের সঙ্গে শৈশবের দিনে ফিরে গেলেন শিল্পা - শিল্পা শেট্টির খবর

বোন শমিতার সঙ্গে শৈশবের দিনে ফিরলেন শিল্পা শেট্টি । আর মজার ছলেই হয়ে গেল তাঁর ওয়ার্কআউট ।

shilpa shetty with sister shamita shetty
shilpa shetty with sister shamita shetty
author img

By

Published : Dec 27, 2020, 8:10 PM IST

মুম্বই : ফিটনেস ফ্রিক শিল্পা শেট্টি । সবকিছুর মধ্যে তিনি শরীরচর্চা করার উপায় খোঁজেন । আর সম্প্রতি শৈশবের অলিগলিতে ঘুরতে ঘুরতে একটি ট্রিক পেয়ে গেলেন অভিনেত্রী ।

ছোটোবেলায় অনেকেই নিজের হাত-পায়ের উপর নিজের বন্ধু বা ভাই-বোনকে মুখোমুখি লিফ্ট করেন । ওই সময় সেটাই তাদের কাছে মস্ত ইন্টারেস্টিং খেলা হয়ে ওঠে । বাবা-মায়ের বকুনির ভয় কাটিয়ে ফাঁকে ফোকরে এই সব মজা চলতে থাকে ছোটোবেলায় ।

আর এই বড় বয়সে এসে বোন শমিতাকে একইভাবে তুললেন শিল্পা । এর ফলে কী হল ? শৈশবের দিনে ফিরেও যাওয়া হল আর সঙ্গে ওয়ার্কআউটটাও হয়ে গেল অভিনেত্রীর । গোয়ায় ছুটি কাটাতে গিয়ে এমনটাই করলেন শেট্টি সিস্টার্স ।

ছবিটি শেয়ার করে শিল্পা লিখেছেন, "মনে মনে আমরা এখনও বাচ্চাই রয়েছি । এটাও একটা আর্ট, বিশ্বাস করুন ।" দেখে নিন অভিনেত্রীর পোস্ট...

মুম্বই : ফিটনেস ফ্রিক শিল্পা শেট্টি । সবকিছুর মধ্যে তিনি শরীরচর্চা করার উপায় খোঁজেন । আর সম্প্রতি শৈশবের অলিগলিতে ঘুরতে ঘুরতে একটি ট্রিক পেয়ে গেলেন অভিনেত্রী ।

ছোটোবেলায় অনেকেই নিজের হাত-পায়ের উপর নিজের বন্ধু বা ভাই-বোনকে মুখোমুখি লিফ্ট করেন । ওই সময় সেটাই তাদের কাছে মস্ত ইন্টারেস্টিং খেলা হয়ে ওঠে । বাবা-মায়ের বকুনির ভয় কাটিয়ে ফাঁকে ফোকরে এই সব মজা চলতে থাকে ছোটোবেলায় ।

আর এই বড় বয়সে এসে বোন শমিতাকে একইভাবে তুললেন শিল্পা । এর ফলে কী হল ? শৈশবের দিনে ফিরেও যাওয়া হল আর সঙ্গে ওয়ার্কআউটটাও হয়ে গেল অভিনেত্রীর । গোয়ায় ছুটি কাটাতে গিয়ে এমনটাই করলেন শেট্টি সিস্টার্স ।

ছবিটি শেয়ার করে শিল্পা লিখেছেন, "মনে মনে আমরা এখনও বাচ্চাই রয়েছি । এটাও একটা আর্ট, বিশ্বাস করুন ।" দেখে নিন অভিনেত্রীর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.