ETV Bharat / sitara

'শিকারা' দেখে আবেগতাড়িত আদবানি - লালকৃষ্ণ আদবানি

আজ মুক্তি পেল 'শিকারা'। ছবিটি দেখে আবেগতাড়িত হয়ে পড়লেন লালকৃষ্ণ আদবানি ।

dfg
drf
author img

By

Published : Feb 7, 2020, 11:12 PM IST

দিল্লি : 'শিকারা' ছবিটি দেখার পর আবেগতাড়িত হয়ে পড়লেন BJP-র প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি । সিনেমার শেষে কেঁদে ফেলেন তিনি ।

আজ মুক্তি পেয়েছে পরিচালক বিধু বিনোদ চোপড়ার 'শিকারা : দা আনটোল্ড স্টোরি অফ কাশ্মীরি পণ্ডিত'। ছবিটি দেখেন লালকৃষ্ণ আদবানি । কিন্তু, ছবিটি দেখার পর আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন তিনি । ছবির শেষে কোনওরকমে নিজের কান্না চাপার চেষ্টা করেন । কিন্তু, বাঁধ মানেনি তাঁর চোখের জল । বিষয়টি দেখে পরিচালক সঙ্গে সঙ্গে তাঁর পাশে বসে তাঁকে সান্ত্বনা দেন । সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো ।

1989-এর শেষ থেকে 1990 সালের শুরু দিকে উপত্যকা ছাড়তে হয়েছিল বহু কাশ্মীরি পণ্ডিতকে । নিজের পৈত্রিক ভিটে ছেড়ে প্রাণ ভয়ে ভারতে চলে এসেছিলেন তাঁরা । সেখানে জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাঁর ঘর-বাড়ি । রাতারাতি নিঃস্ব হয়ে যান তাঁরা । সেই কাহিনির উপর তৈরি এই ছবি । এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আদিল খান ও সাদিদা । 'শিকারা'-র মাধ্যমেই অভিনয়ে হাতেখড়ি হয় তাঁদের ।

'একলভ্য'-র পর 'শিকারা' দিয়ে ফের পরিচালনায় ফিরলেন বিধু বিনোদ চোপড়া । 'শিকারা' তাঁর খুব প্রিয় ছবি বলে কিছুদিন আগে জানান বিধু বিনোদ চোপড়া ।

দিল্লি : 'শিকারা' ছবিটি দেখার পর আবেগতাড়িত হয়ে পড়লেন BJP-র প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি । সিনেমার শেষে কেঁদে ফেলেন তিনি ।

আজ মুক্তি পেয়েছে পরিচালক বিধু বিনোদ চোপড়ার 'শিকারা : দা আনটোল্ড স্টোরি অফ কাশ্মীরি পণ্ডিত'। ছবিটি দেখেন লালকৃষ্ণ আদবানি । কিন্তু, ছবিটি দেখার পর আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন তিনি । ছবির শেষে কোনওরকমে নিজের কান্না চাপার চেষ্টা করেন । কিন্তু, বাঁধ মানেনি তাঁর চোখের জল । বিষয়টি দেখে পরিচালক সঙ্গে সঙ্গে তাঁর পাশে বসে তাঁকে সান্ত্বনা দেন । সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো ।

1989-এর শেষ থেকে 1990 সালের শুরু দিকে উপত্যকা ছাড়তে হয়েছিল বহু কাশ্মীরি পণ্ডিতকে । নিজের পৈত্রিক ভিটে ছেড়ে প্রাণ ভয়ে ভারতে চলে এসেছিলেন তাঁরা । সেখানে জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাঁর ঘর-বাড়ি । রাতারাতি নিঃস্ব হয়ে যান তাঁরা । সেই কাহিনির উপর তৈরি এই ছবি । এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আদিল খান ও সাদিদা । 'শিকারা'-র মাধ্যমেই অভিনয়ে হাতেখড়ি হয় তাঁদের ।

'একলভ্য'-র পর 'শিকারা' দিয়ে ফের পরিচালনায় ফিরলেন বিধু বিনোদ চোপড়া । 'শিকারা' তাঁর খুব প্রিয় ছবি বলে কিছুদিন আগে জানান বিধু বিনোদ চোপড়া ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.