মুম্বই : মার্চের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা থেকে ফিরেছিলেন শাজ়া । সেই সময় তাঁর শরীরে কোরোনার লক্ষণ দেখা যায়নি । তবে 7 এপ্রিল মুম্বইয়ের নানাবতী হাসপাতালে COVID 19 পজ়িটিভ নিয়ে ভরতি হন শাজ়া । খুব শিগগির আসে সুখবর । মাত্র 4 দিনের মাথায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি ।
PTI-কে মোরানি পরিবারের এক ঘনিষ্ঠ জানিয়েছেন, "শনিবারই বাড়ি ফিরেছেন শাজ়া । তবে এখন 14 দিন ওকে কোয়ারেন্টাইনে থাকতে হবে । এটা শুধুমাত্র সাবধানতা অবলম্বনের জন্য ।"
শাজ়ার কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসার পরই বোন জ়োয়া আর বাবা করিমেরও সেম রিপোর্ট আসে । জ়োয়া ভরতি হন কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে আর করিম ভরতি হন নানাবতী হাসপাতালে । শাজ়া সুস্থ হলেও বোন আর বাবা এখনও চিকিৎসাধীন ।
যদিও গতকাল বরুণ ধাওয়ানের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে এসে জ়োয়া জানান যে, তিনি এখন অনেকটা সুস্থ । এক দু'দিনের মধ্যেই বাড়ি ফিরবেন তিনি । কোকিলাবেন হাসপাতালে ভরতি হওয়াটা তাঁর জীবনের অন্য়তম সঠিক সিদ্ধান্ত, জানান অভিনেত্রী ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">