মুম্বই : 14 সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । তাঁর মৃত্যুর পর দু'মাসেরও বেশি সময় কেটে গেলেও এখনও ধোঁয়াশায় তাঁর আত্মহত্যার কারণ । যতদিন যাচ্ছে ঘনীভূত হচ্ছে তাঁর মৃত্যু রহস্য । এ নিয়ে সোশাল মিডিয়া থেকে টিভি চ্যানেল সর্বত্রই জারি রয়েছে বিতর্ক । এমনকী, এই ঘটনার সঙ্গে নাম জড়িয়ে গিয়েছে পরিচালক মহেশ ভাট ও সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর । আর নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা ।
গত দু'মাস ধরে এই ঘটনার তদন্ত করছিল মহারাষ্ট পুলিশ । কিন্তু, সেই তদন্তের উপর ভরসা রাখতে পারছিলেন না অনেকেই । আর সেই কারণেই CBI তদন্তের দাবি জানান তাঁরা । 19 অগাস্ট এই মামলার তদন্তভার CBI-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । সেই মতো ইতিমধ্যেই মুম্বই গিয়ে তদন্ত শুরু করেছে CBI । এদিকে এই পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে রিয়া ও মহেশের কয়েকটি গোপন মেসেজ । পরিচালকের সঙ্গে কথা বলেই যে রিয়া সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিলেন সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে তাঁদের চ্যাট থেকে । এর জন্য সোশাল মিডিয়ায় ট্রোলড হচ্ছে মহেশ ভাট ।
সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিয়া ও মহেশের সম্পর্ক প্রসঙ্গে শত্রুঘ্ন বলেন, "আমার জানা নেই যে তাঁদের মধ্যে কী ধরনের সম্পর্ক ছিল । মহেশ কি বাবার মতো ছিলেন, নাকি গডফাদার, সম্পর্কটা ঠিক কেমন ? আমার সঙ্গে ওই মেয়েটির কোনওদিন সাক্ষাৎ হয়নি । মহেশ ভাট কীসের প্রেক্ষিতে কী বলেছেন তা আমি জানি না । কারণ গোটা বিষয়টাই আমার কাছে অজানা । তাই এই সম্পর্কে কোনও মন্তব্য করাও আমার ঠিক হবে না ।"
তিনি আরও বলেন, "বয়সের প্রেক্ষিতে দেখতে গেলে সুশান্ত ও রিয়া আমাদের সন্তানের মতো । আমার সঙ্গে কখনও রিয়ার সাক্ষাৎ হয়নি । মনে হয় গত পাঁচ বছরে মহেশ ভাটের সঙ্গেও আমার দেখা হয়নি । মনে হয় এই বিষয়গুলো CBI-এর সামনে আনা প্রয়োজন ।"