ETV Bharat / sitara

"কে তাঁকে হিন্দু ধর্মের অভিভাবক হিসেবে নিয়োগ করেছে ?", মুকেশকে জবাব শত্রুঘ্নর

সম্প্রতি একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মুকেশ খান্নার নাম না করে তিনি বলেন, "সোনাক্ষী রামায়ণ নিয়ে প্রশ্নের উত্তর দিতে না পারায় মনে হয় কারও সমস্যা হচ্ছে । কোন যোগ্যতায় ওই ব্যক্তি রামায়ণ সম্পর্কিত সব বিষয়ের বিশেষজ্ঞ হচ্ছেন ? কে তাঁকে হিন্দু ধর্মের অভিভাবক হিসেবে নিয়োগ করেছে ?"

author img

By

Published : Apr 11, 2020, 1:47 PM IST

sdf
sdf

মুম্বই : 'রামায়ণ' নিয়ে গতবছর সমালোচনার মুখে পড়েছিলেন সোনাক্ষী সিনহা । সোশাল মিডিয়ায় ট্রোলডও হন তিনি । এরপর সেই স্মৃতি উসকে তা নিয়ে ফের তাঁকে কটাক্ষ করেন মুকেশ খান্না । যদিও কটাক্ষের কোনও জবাব দেননি সোনাক্ষী । তবে এবার মেয়ের সমর্থনে নীরবতা ভেঙে মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা ।

সোনাক্ষীকে কেন্দ্র করে বিতর্কটা শুরু হয় গতবছরের সেপ্টেম্বরে । 'কউন বনেগা ক্রোড়পতি'-তে গিয়েছিলেন সোনাক্ষী । সেখানে জিজ্ঞাসা করা হয়, 'হনুমান কার জন্য সঞ্জিবনী এনেছিল ?' এর উত্তর দিতে পারেননি তিনি । এতে একটু অবাক হয়ে যান অমিতাভ বচ্চনও । তখন সোনাক্ষীকে তিনি বলেছিলেন, "তোমার বাবার নাম শত্রুঘ্ন । তুমি যে বাড়িতে থাকো তার নাম রামায়ণ । তোমার কাকাদের নামও রামায়ণ থেকেই নেওয়া হয়েছে । আর তুমিই জানো না যে হনুমান সঞ্জিবনী নিয়ে এসেছিল লক্ষ্মণের জন্য ?"

এর উত্তরে অবশ্য সোনাক্ষী বলেছিলেন, "আমার মনে হয়েছিল উত্তরটা লক্ষ্মণ হবে । কিন্তু, তাও আমি কোনও চান্স নিতে চাইনি ।" এর জন্য অবশ্য সোশাল মিডিয়ায় রীতিমতো ট্রোলড হয়েছিলেন সোনাক্ষী । সেই ট্রোলিংয়ের জবাব দিয়েছিলেন তিনি ।

কিছুদিন আগে এই বিতর্ককে উসকে দেন মুকেশ খান্না । টেলিভিশনে আবার ফিরেছে 'রামায়ণ' ও 'মহাভারত'। এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল মুকেশকে । তার উত্তরে তিনি বলেছিলেন, "এই ধারাবাহিকগুলি টেলিভিশনে ফিরে আসায় খুবই ভালো হয়েছে । সেই সময় যাঁরা এগুলি দেখতে পারেননি তাঁরা এখন দেখতে পারবেন । উপকারও হবে । সোনাক্ষী সিনহার মতো মানুষ যাঁরা পৌরাণিক গল্প সম্পর্কে খুব বেশি কিছু জানেন না তাঁদের এগুলি খুবই সাহায্য করবে । তাঁর মতো মানুষ যাঁরা জানেন না হনুমান কার জন্য সঞ্জিবনী এনেছিল ।" তবে মুকেশের এই কটাক্ষের জবাব দেননি সোনাক্ষী ।

যদিও মেয়েকে নিয়ে সমালোচনা করায় আর চুপ করে থাকলেন না শত্রুঘ্ন । সম্প্রতি একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মুকেশ খান্নার নাম না করে তিনি বলেন, "সোনাক্ষী রামায়ণ নিয়ে প্রশ্নের উত্তর দিতে না পারায় মনে হয় কারও সমস্যা হচ্ছে । কোন যোগ্যতায় ওই ব্যক্তি রামায়ণ সম্পর্কিত সব বিষয়ের বিশেষজ্ঞ হচ্ছেন ? কে তাঁকে হিন্দু ধর্মের অভিভাবক হিসেবে নিয়োগ করেছে ?"

যদিও সন্তানদের জন্য নিজেকে গর্বিত বলে মনে করেন শত্রুঘ্ন । এ প্রসঙ্গে তিনি বলেন, "তিন সন্তানের জন্য আমি খুবই গর্বিত । নিজের যোগ্যতায় সোনাক্ষী একজন অভিনেত্রী হয়েছে । আমি তাকে কখনওই লঞ্চ করিনি । রামায়ণের একটা প্রশ্নের উত্তর দিতে না পারায় কেউ বলতে পারবে না যে সোনাক্ষী একজন ভালো হিন্দু নয় । তার কারও থেকে কোনও সার্টিফিকেটের প্রয়োজন নেই ।"

মুম্বই : 'রামায়ণ' নিয়ে গতবছর সমালোচনার মুখে পড়েছিলেন সোনাক্ষী সিনহা । সোশাল মিডিয়ায় ট্রোলডও হন তিনি । এরপর সেই স্মৃতি উসকে তা নিয়ে ফের তাঁকে কটাক্ষ করেন মুকেশ খান্না । যদিও কটাক্ষের কোনও জবাব দেননি সোনাক্ষী । তবে এবার মেয়ের সমর্থনে নীরবতা ভেঙে মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা ।

সোনাক্ষীকে কেন্দ্র করে বিতর্কটা শুরু হয় গতবছরের সেপ্টেম্বরে । 'কউন বনেগা ক্রোড়পতি'-তে গিয়েছিলেন সোনাক্ষী । সেখানে জিজ্ঞাসা করা হয়, 'হনুমান কার জন্য সঞ্জিবনী এনেছিল ?' এর উত্তর দিতে পারেননি তিনি । এতে একটু অবাক হয়ে যান অমিতাভ বচ্চনও । তখন সোনাক্ষীকে তিনি বলেছিলেন, "তোমার বাবার নাম শত্রুঘ্ন । তুমি যে বাড়িতে থাকো তার নাম রামায়ণ । তোমার কাকাদের নামও রামায়ণ থেকেই নেওয়া হয়েছে । আর তুমিই জানো না যে হনুমান সঞ্জিবনী নিয়ে এসেছিল লক্ষ্মণের জন্য ?"

এর উত্তরে অবশ্য সোনাক্ষী বলেছিলেন, "আমার মনে হয়েছিল উত্তরটা লক্ষ্মণ হবে । কিন্তু, তাও আমি কোনও চান্স নিতে চাইনি ।" এর জন্য অবশ্য সোশাল মিডিয়ায় রীতিমতো ট্রোলড হয়েছিলেন সোনাক্ষী । সেই ট্রোলিংয়ের জবাব দিয়েছিলেন তিনি ।

কিছুদিন আগে এই বিতর্ককে উসকে দেন মুকেশ খান্না । টেলিভিশনে আবার ফিরেছে 'রামায়ণ' ও 'মহাভারত'। এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল মুকেশকে । তার উত্তরে তিনি বলেছিলেন, "এই ধারাবাহিকগুলি টেলিভিশনে ফিরে আসায় খুবই ভালো হয়েছে । সেই সময় যাঁরা এগুলি দেখতে পারেননি তাঁরা এখন দেখতে পারবেন । উপকারও হবে । সোনাক্ষী সিনহার মতো মানুষ যাঁরা পৌরাণিক গল্প সম্পর্কে খুব বেশি কিছু জানেন না তাঁদের এগুলি খুবই সাহায্য করবে । তাঁর মতো মানুষ যাঁরা জানেন না হনুমান কার জন্য সঞ্জিবনী এনেছিল ।" তবে মুকেশের এই কটাক্ষের জবাব দেননি সোনাক্ষী ।

যদিও মেয়েকে নিয়ে সমালোচনা করায় আর চুপ করে থাকলেন না শত্রুঘ্ন । সম্প্রতি একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মুকেশ খান্নার নাম না করে তিনি বলেন, "সোনাক্ষী রামায়ণ নিয়ে প্রশ্নের উত্তর দিতে না পারায় মনে হয় কারও সমস্যা হচ্ছে । কোন যোগ্যতায় ওই ব্যক্তি রামায়ণ সম্পর্কিত সব বিষয়ের বিশেষজ্ঞ হচ্ছেন ? কে তাঁকে হিন্দু ধর্মের অভিভাবক হিসেবে নিয়োগ করেছে ?"

যদিও সন্তানদের জন্য নিজেকে গর্বিত বলে মনে করেন শত্রুঘ্ন । এ প্রসঙ্গে তিনি বলেন, "তিন সন্তানের জন্য আমি খুবই গর্বিত । নিজের যোগ্যতায় সোনাক্ষী একজন অভিনেত্রী হয়েছে । আমি তাকে কখনওই লঞ্চ করিনি । রামায়ণের একটা প্রশ্নের উত্তর দিতে না পারায় কেউ বলতে পারবে না যে সোনাক্ষী একজন ভালো হিন্দু নয় । তার কারও থেকে কোনও সার্টিফিকেটের প্রয়োজন নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.