ETV Bharat / sitara

নতুন হেয়ারস্টাইলে চমক দিলেন শাহিদ - শাহিদ কাপুরের খবর

শাহিদ কাপুরের নতুন হেয়ারস্টাইল দেখেছেন কি ? চমক দিলেন অভিনেতা ।

shahid kapoor new hairstyle
shahid kapoor new hairstyle
author img

By

Published : Nov 7, 2020, 10:49 AM IST

মুম্বই : ফ্যানেদের ট্রিট দিলেন শাহিদ কাপুর । নতুন হেয়ারস্টাইলে চমক দিলেন তিনি । দীর্ঘ কয়েকবছর পর শাহিদকে দেখা গেল লম্বা চুলে ।

সাদা-নীল শার্টের উপরের কয়েকটা বোতাম খোলা । ভিতর থেকে দেখা যাচ্ছে শাহিদের মন্দিরের মতো কারুকার্য করা শরীর । আয়নার সামনে দাঁড়িয়ে মিরর সেলফিটি নিজেই তুলেছেন তিনি ।

বরের নতুন লুক দেখে মীরা কাপুরও মুগ্ধ । শাহিদকে "হট" বলে কমেন্ট করেছেন তিনি । শাহিদের ভাই ইশান খট্টরও মন্তব্য করেছেন । 'জার্সি' দেখার জন্য যে তাঁর তর সইছে না সেটা বুঝিয়েছেন কমেন্ট বক্সে ।

দেখে নিন শাহিদের নতুন লুক...

মুম্বই : ফ্যানেদের ট্রিট দিলেন শাহিদ কাপুর । নতুন হেয়ারস্টাইলে চমক দিলেন তিনি । দীর্ঘ কয়েকবছর পর শাহিদকে দেখা গেল লম্বা চুলে ।

সাদা-নীল শার্টের উপরের কয়েকটা বোতাম খোলা । ভিতর থেকে দেখা যাচ্ছে শাহিদের মন্দিরের মতো কারুকার্য করা শরীর । আয়নার সামনে দাঁড়িয়ে মিরর সেলফিটি নিজেই তুলেছেন তিনি ।

বরের নতুন লুক দেখে মীরা কাপুরও মুগ্ধ । শাহিদকে "হট" বলে কমেন্ট করেছেন তিনি । শাহিদের ভাই ইশান খট্টরও মন্তব্য করেছেন । 'জার্সি' দেখার জন্য যে তাঁর তর সইছে না সেটা বুঝিয়েছেন কমেন্ট বক্সে ।

দেখে নিন শাহিদের নতুন লুক...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.