ETV Bharat / sitara

ধোনি না বিরাট ? শাহিদ বাছলেন... - শাহিদ কাপুরের খবর

ধোনিকে বেশি পছন্দ না বিরাট কোহলিকে ? এই টুইটার ইউজ়ারের এই প্রশ্নে শাহিদের সিক্সার উত্তর...

shahid kapoor latest news
shahid kapoor latest news
author img

By

Published : Apr 6, 2020, 11:39 PM IST

মুম্বই : ক্রিকেটর আর ফিল্মস্টার এই দুটি ব্যাপারে বেশ সেন্টিমেন্টাল ভারতীয় । আর ফিল্মস্টারের পছন্দের ক্রিকেটর কে, সেটা জানতে স্বাভাবিকভাবেই কৌতুহলী হন ফ্যানেরা । সেরকমই এক ফ্যান শাহিদ কাপুরকে প্রশ্ন করলেন "ধোনি না কোহলি ?"

টুইটারে একটা কথোপকথন পর্ব চলছিল শাহিদ আর ফ্যানেদের । এক ফ্যানের এই প্রশ্নে সিক্সার উত্তর দিলেন অভিনেতা । তিনি লিখলেন, "মা না বাবা?"..অর্থাৎ মা আর বাবার মধ্যে যেমন কাউকে বাছা যায় না, সেভাবেই ধোনি আর কোহলির মধ্য়েও কোনও একজনকে বাছা যায় না ।

নিজের পরবর্তী ছবি 'জার্সি'-তে এক ক্রিকেটরের চরিত্রে অভিনয় করছেন শাহিদ । একই নামের এক তেলুগু ফিল্মের অফিশিয়াল রিমিক্স এই ছবি । তেলুগু ভার্সনের 'জার্সি'তে অভিনয় করেছিলেন অভিনেতা নানি ।

সেই অভিনেতার অভিনয় দেখে ইমোশনাল হয়ে পড়েছিলেন শাহিদ । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, "নানি ফ্যান্টাস্টিক ছিল । ও অভিনয় আমায় অনেকবার কাঁদিয়েছে ।"

'কবীর সিং'-এর চুড়ান্ত সাফল্য়ের পর শাহিদ খুবই চিন্তিত ছিলেন তাঁর পরবর্তী ফিল্মের চয়েজ় নিয়ে । তিনি কোনওভাবেই তাঁর ফ্যানেদের হতাশ করতে চাননি ।

এরপর শাহিদের হাতে আসে 'জার্সি'-র স্ক্রিপ্ট । স্ক্রিপ্ট পড়ে চারবার কাঁদেন তিনি । তারপরে সিদ্ধান্ত নেন, কবীর সিং-এর পর এমন ফিল্মই করা উচিত তাঁর ।

shahid kapoor latest news
.

তবে কোরোনার থাবায় এখন অনিশ্চিত 'জার্সি'-র ভবিষ্যৎ ।

মুম্বই : ক্রিকেটর আর ফিল্মস্টার এই দুটি ব্যাপারে বেশ সেন্টিমেন্টাল ভারতীয় । আর ফিল্মস্টারের পছন্দের ক্রিকেটর কে, সেটা জানতে স্বাভাবিকভাবেই কৌতুহলী হন ফ্যানেরা । সেরকমই এক ফ্যান শাহিদ কাপুরকে প্রশ্ন করলেন "ধোনি না কোহলি ?"

টুইটারে একটা কথোপকথন পর্ব চলছিল শাহিদ আর ফ্যানেদের । এক ফ্যানের এই প্রশ্নে সিক্সার উত্তর দিলেন অভিনেতা । তিনি লিখলেন, "মা না বাবা?"..অর্থাৎ মা আর বাবার মধ্যে যেমন কাউকে বাছা যায় না, সেভাবেই ধোনি আর কোহলির মধ্য়েও কোনও একজনকে বাছা যায় না ।

নিজের পরবর্তী ছবি 'জার্সি'-তে এক ক্রিকেটরের চরিত্রে অভিনয় করছেন শাহিদ । একই নামের এক তেলুগু ফিল্মের অফিশিয়াল রিমিক্স এই ছবি । তেলুগু ভার্সনের 'জার্সি'তে অভিনয় করেছিলেন অভিনেতা নানি ।

সেই অভিনেতার অভিনয় দেখে ইমোশনাল হয়ে পড়েছিলেন শাহিদ । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, "নানি ফ্যান্টাস্টিক ছিল । ও অভিনয় আমায় অনেকবার কাঁদিয়েছে ।"

'কবীর সিং'-এর চুড়ান্ত সাফল্য়ের পর শাহিদ খুবই চিন্তিত ছিলেন তাঁর পরবর্তী ফিল্মের চয়েজ় নিয়ে । তিনি কোনওভাবেই তাঁর ফ্যানেদের হতাশ করতে চাননি ।

এরপর শাহিদের হাতে আসে 'জার্সি'-র স্ক্রিপ্ট । স্ক্রিপ্ট পড়ে চারবার কাঁদেন তিনি । তারপরে সিদ্ধান্ত নেন, কবীর সিং-এর পর এমন ফিল্মই করা উচিত তাঁর ।

shahid kapoor latest news
.

তবে কোরোনার থাবায় এখন অনিশ্চিত 'জার্সি'-র ভবিষ্যৎ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.