ETV Bharat / sitara

Birth Day Special : শাহিদের কিছু অবিস্মরণীয় চরিত্র

আজ 39 বছরে পা দিলেন শাহিদ কাপুর । তবে এখন তাঁর এক অন্য নাম প্রচলিত হয়েছে বলিউডে , 'কবীর সিং' । গত বছর এই ছবির রেকর্ড ভাঙা সাফল্য শাহিদকে খ্যাতির শীর্ষে প্রতিষ্ঠা করে, 'কবীর সিং' যেন নতুন করে লাইমলাইটে আনে শাহিদকে । তবে 17 বছরের ক্যারিয়ারে শাহিদের এমন অনেক ছবি আছে, যেগুলো ভোলার নয় । আজ একবার দেখে নেওয়া যাক সেই সমস্ত ছবিকে ।

author img

By

Published : Feb 25, 2020, 9:43 AM IST

shahid kapoor birth day
shahid kapoor birth day

ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে ক্যারিয়ার শুরু করেন শাহিদ । 2003 সালে 'ইশক ভিশক' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন তিনি । এই ছবিতে যেন শাহিদের চকোলেট বয় ইমেজ মন কেড়েছিল দর্শকের । সুপারহিট হয় তাঁর প্রথম ছবি । সেরা ডেবিউ অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান শাহিদ ।

এরপরেই যে ছবিটার কথা বলতে হয়, তা হল 'বিবাহ' । একটি মিষ্টি প্রেমের গল্প তুলে ধরা হয়েছিল ছবিতে । আর এই ছবির মাধ্যমেই বলিউডে নিজের জায়গা পাকা করে ফেলেন শাহিদ । দুর্দান্ত অভিনয়ের জন্য স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার জন্যও মনোনীত করা হয় তাঁকে ।

shahid kapoor birth day
ইশক ভিশক

2007 সালের হিট ছবি 'জব উই মেট' । তাঁর চরিত্রর নাম ছিল আদিত্য কাশ্যপ । ইমতিয়াজ় আলি পরিচালিত এই ছবিতে প্রশংসিত হয়েছিল শাহিদ-করিনার কেমিস্ট্রি । ফিল্মফেয়ার পুরষ্কারে সেরা অভিনেতা হিসেবে মনোনীতও হন শাহিদ । বলা হয়, 'জব উই মেট'-এর পর শাহিদকে সিরিয়াসলি নিতে শুরু করে বলিউড ।

এই তালিকায় বিশাল ভরদ্বাজের 'কমিনে' ছবির প্রসঙ্গ না তুললেই নয় । সেখানে দ্বৈত চরিত্রে অভিনয় করেন শাহিদ । ভরদ্বাজের 'হায়দার' ছবিতেও একটু অন্যরকম চরিত্রে দেখা যায় তাঁকে । বেশ প্রশংসিত হয় তাঁর পার্ফমেন্স দর্শকের দরবারে । 'হায়দার' সেই প্রথম ভারতীয় চলচ্চিত্র যা পিপল চয়েজ় অ্যাওয়ার্ড জিতে নেয় রোম ফিল্ম ফেস্টিভালে ।

shahid kapoor birth day
কমিনে

'উড়তা পাঞ্জাব' ছবিতে অভিনয়ের মাধ্যমে আরও একবার দর্শকদের মন জয় করে নিয়েছিলেন শাহিদ । ছবিতে মাদকাসক্ত গায়ক টমি সিংয়ের চরিত্রে অভিনয় করেন তিনি । তাঁর উগ্রতা, পাগলামি, নেশাসক্ত অভিনয় মুগ্ধ করে দর্শককে ।

এছাড়াও 'পদ্মাবত', 'আর রাজকুমার', 'দিল বোলে হড়িপ্পা', 'কিসমত কানেকশন'-এর মতো ছবিতেও শাহিদের অভিনয় প্রশংসিত হয় । তবে 'কবীর সিং' যেন অন্য লেভেলে নিয়ে যায় তাঁর জনপ্রিয়তাকে । এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি যে, পরের ছবি সাইন করতে ভয় পাচ্ছিলেন শাহিদ । যদি দর্শকের প্রত্যাশা ভেঙে যায়!

shahid kapoor birth day
কবীর সিং

তবে খুব তাড়াতাড়ি 'জার্সি' ছবি নিয়ে আসছেন শাহিদ । সেখানে এক ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাঁকে ।

শাহিদের জন্মদিনে ETV ভারত সিতারার অনেক শুভেচ্ছা ।

ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে ক্যারিয়ার শুরু করেন শাহিদ । 2003 সালে 'ইশক ভিশক' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন তিনি । এই ছবিতে যেন শাহিদের চকোলেট বয় ইমেজ মন কেড়েছিল দর্শকের । সুপারহিট হয় তাঁর প্রথম ছবি । সেরা ডেবিউ অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান শাহিদ ।

এরপরেই যে ছবিটার কথা বলতে হয়, তা হল 'বিবাহ' । একটি মিষ্টি প্রেমের গল্প তুলে ধরা হয়েছিল ছবিতে । আর এই ছবির মাধ্যমেই বলিউডে নিজের জায়গা পাকা করে ফেলেন শাহিদ । দুর্দান্ত অভিনয়ের জন্য স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার জন্যও মনোনীত করা হয় তাঁকে ।

shahid kapoor birth day
ইশক ভিশক

2007 সালের হিট ছবি 'জব উই মেট' । তাঁর চরিত্রর নাম ছিল আদিত্য কাশ্যপ । ইমতিয়াজ় আলি পরিচালিত এই ছবিতে প্রশংসিত হয়েছিল শাহিদ-করিনার কেমিস্ট্রি । ফিল্মফেয়ার পুরষ্কারে সেরা অভিনেতা হিসেবে মনোনীতও হন শাহিদ । বলা হয়, 'জব উই মেট'-এর পর শাহিদকে সিরিয়াসলি নিতে শুরু করে বলিউড ।

এই তালিকায় বিশাল ভরদ্বাজের 'কমিনে' ছবির প্রসঙ্গ না তুললেই নয় । সেখানে দ্বৈত চরিত্রে অভিনয় করেন শাহিদ । ভরদ্বাজের 'হায়দার' ছবিতেও একটু অন্যরকম চরিত্রে দেখা যায় তাঁকে । বেশ প্রশংসিত হয় তাঁর পার্ফমেন্স দর্শকের দরবারে । 'হায়দার' সেই প্রথম ভারতীয় চলচ্চিত্র যা পিপল চয়েজ় অ্যাওয়ার্ড জিতে নেয় রোম ফিল্ম ফেস্টিভালে ।

shahid kapoor birth day
কমিনে

'উড়তা পাঞ্জাব' ছবিতে অভিনয়ের মাধ্যমে আরও একবার দর্শকদের মন জয় করে নিয়েছিলেন শাহিদ । ছবিতে মাদকাসক্ত গায়ক টমি সিংয়ের চরিত্রে অভিনয় করেন তিনি । তাঁর উগ্রতা, পাগলামি, নেশাসক্ত অভিনয় মুগ্ধ করে দর্শককে ।

এছাড়াও 'পদ্মাবত', 'আর রাজকুমার', 'দিল বোলে হড়িপ্পা', 'কিসমত কানেকশন'-এর মতো ছবিতেও শাহিদের অভিনয় প্রশংসিত হয় । তবে 'কবীর সিং' যেন অন্য লেভেলে নিয়ে যায় তাঁর জনপ্রিয়তাকে । এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি যে, পরের ছবি সাইন করতে ভয় পাচ্ছিলেন শাহিদ । যদি দর্শকের প্রত্যাশা ভেঙে যায়!

shahid kapoor birth day
কবীর সিং

তবে খুব তাড়াতাড়ি 'জার্সি' ছবি নিয়ে আসছেন শাহিদ । সেখানে এক ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাঁকে ।

শাহিদের জন্মদিনে ETV ভারত সিতারার অনেক শুভেচ্ছা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.