ETV Bharat / sitara

'পাঠান'-এর প্রথম শিডিউলের শুটিং শেষ - শাহরুখ খানের খবর

শেষ হল 'পাঠান'-এর প্রথম শিডিউলের শুটিং । শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত এই ছবি নিয়ে অনুরাগীদের উৎসাহ তুঙ্গে ।

deepika padukone finished pathan shoot
deepika padukone finished pathan shoot
author img

By

Published : Dec 26, 2020, 5:28 PM IST

মুম্বই : শাহরুখের কামব্যাক, তাও আবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে । আজ অবধি শাহরুখ-দীপিকা জুটি বিফলে যায়নি । সব মিলিয়ে 'পাঠান' নিয়ে দর্শকের উত্তেজনা বাড়ছে দিন দিন ।

এরই মধ্যে শোনা গেল গত 24 ডিসেম্বর 'পাঠান'-এর প্রথম শিডিউলের শুটিং শেষ হয়েছে । প্রায় কুড়ি দিন ধরে চলল এই শিডিউলের শুটিং । তার মধ্যে প্রতিদিনই শাহরুখের শট ছিল । আর পাঁচদিন হল দীপিকা জয়েন করেছেন শুটিং ফ্লোরে । তবে জন আব্রাহামের শিডিউল এখনও শুরু হয়নি ।

2021 সালের জানুয়ারি মাসেই আরবে শুরু হবে 'পাঠান'-এর দ্বিতীয় শিডিউলের শুটিং । তবে এই বিষয়ে এখনও খুব বেশি কিছু জানা যায়নি ।

যশ রাজ ফিল্মসের স্টুডিয়োতে চলছে এই ছবির শুটিং । আর শুটিংয়ের জন্য সেখানে বিশাল সেটও তৈরি করা হয়েছে । দু'বছর ধরে অনেক স্ক্রিপ্ট পড়ার পর তারপর 'পাঠান'-কে বেছেছেন শাহরুখ । বিশেষ হতে বাধ্য ছবিটি ।

মুম্বই : শাহরুখের কামব্যাক, তাও আবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে । আজ অবধি শাহরুখ-দীপিকা জুটি বিফলে যায়নি । সব মিলিয়ে 'পাঠান' নিয়ে দর্শকের উত্তেজনা বাড়ছে দিন দিন ।

এরই মধ্যে শোনা গেল গত 24 ডিসেম্বর 'পাঠান'-এর প্রথম শিডিউলের শুটিং শেষ হয়েছে । প্রায় কুড়ি দিন ধরে চলল এই শিডিউলের শুটিং । তার মধ্যে প্রতিদিনই শাহরুখের শট ছিল । আর পাঁচদিন হল দীপিকা জয়েন করেছেন শুটিং ফ্লোরে । তবে জন আব্রাহামের শিডিউল এখনও শুরু হয়নি ।

2021 সালের জানুয়ারি মাসেই আরবে শুরু হবে 'পাঠান'-এর দ্বিতীয় শিডিউলের শুটিং । তবে এই বিষয়ে এখনও খুব বেশি কিছু জানা যায়নি ।

যশ রাজ ফিল্মসের স্টুডিয়োতে চলছে এই ছবির শুটিং । আর শুটিংয়ের জন্য সেখানে বিশাল সেটও তৈরি করা হয়েছে । দু'বছর ধরে অনেক স্ক্রিপ্ট পড়ার পর তারপর 'পাঠান'-কে বেছেছেন শাহরুখ । বিশেষ হতে বাধ্য ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.