ETV Bharat / sitara

কাবুলের গুরুদ্বারে সন্ত্রাসবাদী হামলা, বিস্মিত শাবানা

author img

By

Published : Mar 27, 2020, 9:14 AM IST

কোরোনার থাবায় যখন পুরো পৃথিবী জীবন সংকটে ভুগছে, সেই সময়ে আফগানিস্তানের কাবুলে এক গুরুদ্বারে সন্ত্রাসবাদী হামলা । নিহত 27 ও আহত 8 । ঘটনার তীব্র নিন্দা করলেন শাবানা আজ়মি ।

shabana Azmi on terror attack in gurudwara in kabul
shabana Azmi on terror attack in gurudwara in kabul

মুম্বই : কাবুলের গুরুদ্বারে হয়ে যাওয়া সন্ত্রাসবাদী হামলা নিয়ে সোশাল মিডিয়ায় সরব শাবানা আজ়মি ।

টুইটারের মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা করে শাবানা অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি দেওযার আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে ।

শাবানা লিখেছেন, "কাবুলের গুরুদ্বারে হয়ে যাওয়া সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করছি । হামলায় নিহত সেই সমস্ত নিরপরাধ শিখদের পরিবারকে আমার সহানুভূতি । যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের শাস্তি দেওয়া খুব গুরুত্বপূর্ণ ।"

shabana Azmi on terror attack in gurudwara in kabul
শাবানার টুইট..

25 মার্চ সকাল 7.45 মিনিট নাগাদ কাবুলের শোর বাজারের গুরুদ্বারে হামলা চালায় দুষ্কৃতীরা, জানান আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী তারিক আরিয়ন । ভিতরে 200 জনের বেশি মানুষ আটকে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছিল ।

আফগানিস্তানকে 1 বিলিয়ন ডলার সাহায্য দেওয়ার যে ঘোষণা অ্যামেরিকা করেছিল তা আর দেওয়া হবে না বলে সম্প্রতি জানিয়ে দেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে । কারণ, সেই দেশের রাজনৈতিক নেতারা নিজেদের মধ্যে বিবাদেই ব্যস্ত । তালিবানদের সঙ্গে কোনও সমঝোতায় না যাওয়ায় সাহায্যের ঘোষণা প্রত্যাহার করে নেয় অ্যামেরিকা । আর ঠিক তারপরই এই ঘটনা ঘটে ।

শাবানার সঙ্গে সহমত সোশাল মিডিয়া ইউজ়াররা ।

মুম্বই : কাবুলের গুরুদ্বারে হয়ে যাওয়া সন্ত্রাসবাদী হামলা নিয়ে সোশাল মিডিয়ায় সরব শাবানা আজ়মি ।

টুইটারের মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা করে শাবানা অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি দেওযার আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে ।

শাবানা লিখেছেন, "কাবুলের গুরুদ্বারে হয়ে যাওয়া সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করছি । হামলায় নিহত সেই সমস্ত নিরপরাধ শিখদের পরিবারকে আমার সহানুভূতি । যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের শাস্তি দেওয়া খুব গুরুত্বপূর্ণ ।"

shabana Azmi on terror attack in gurudwara in kabul
শাবানার টুইট..

25 মার্চ সকাল 7.45 মিনিট নাগাদ কাবুলের শোর বাজারের গুরুদ্বারে হামলা চালায় দুষ্কৃতীরা, জানান আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী তারিক আরিয়ন । ভিতরে 200 জনের বেশি মানুষ আটকে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছিল ।

আফগানিস্তানকে 1 বিলিয়ন ডলার সাহায্য দেওয়ার যে ঘোষণা অ্যামেরিকা করেছিল তা আর দেওয়া হবে না বলে সম্প্রতি জানিয়ে দেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে । কারণ, সেই দেশের রাজনৈতিক নেতারা নিজেদের মধ্যে বিবাদেই ব্যস্ত । তালিবানদের সঙ্গে কোনও সমঝোতায় না যাওয়ায় সাহায্যের ঘোষণা প্রত্যাহার করে নেয় অ্যামেরিকা । আর ঠিক তারপরই এই ঘটনা ঘটে ।

শাবানার সঙ্গে সহমত সোশাল মিডিয়া ইউজ়াররা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.