হায়দরাবাদ : কিউনেট দুর্নীতি মামলায় মোট 38 টি মামলা জমা দিয়েছে সাইবারাবাদ পুলিশ । এই দুর্নীতি মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 70 জনকে গ্রেপ্তারও করা হয়েছে । এই মামলাটি সাইবারাবাদ পুলিশ কমিশনারেটের তত্ত্বাবধানে বিভিন্ন পুলিশ স্টেশনে রেজিস্টার করা হয়েছে । সাইবারাবাদ পুলিশ কমিশনার ভি সি সজ্জানার জানান, হায়দারাবাদের তিনটি পুলিশ কমিশনারেটের মধ্যে একটি সাইবারাবাদ পুলিশ কমিশনারেট ।
সজ্জানার জানান, বিহান ডিরেক্ট সেলিং প্রাইভেট লিমিটেড (Qnet) ও বিভিন্ন রাজ্যে এর প্রোমোটারদের বরুদ্ধে অনেক মামলা দায়ের হয়েছে ।
কোম্পানির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য অভিনেতা অনিল কাপুর, শাহরুখ খান, বোমান ইরানি, জ্যাকি শ্রফ, বিবেক ওবেরয়, পুজা হেগড়ে, অল্লু সিরিশ ও বিভিন্ন প্রোমোটার, ডিরেক্টার সহ মোট 500 জনকে নোটিশ পাঠিয়েছে পুলিশ । অনিল কাপুর, শাহরুখ ও বোমান তাঁদের উকিলের মাধ্যমে নোটিশের জবাব দিলেও বাকিদের থেকে এখনও কোনও উত্তর পাওয়া যায়নি । সজ্জানার জানান, তাঁদের জবাবগুলো খতিয়ে দেখা হবে ।
তিনি বলেন, "মোট 500 জনকে এই দুর্নীতি মামলার সঙ্গে জড়িয়ে থাকার জন্য নোটিশ পাঠানো হয়েছে । তাঁদের উত্তরের অপেক্ষায় আছি ।"
কিউনেটের ব্র্যান্ড নামে ভারতের QI গ্রুপের ফ্র্যাঞ্চাইজ়ি বিহান দ্বার প্রতারণার ঘটনার মামলা এটি । পুলিশ জানিয়েছে, বিহান গোল্ড কোয়েস্ট ও কোয়েস্ট নেট নামে পরিচিত, QI গ্রুপের মালিকাধীন হংকং-বেস্ড সেলিং/ মাল্টি লেভেল বিপণন সংস্থা । তারা সফটওয়্যার কর্মচারী, বেকার যুবক ও গৃহকর্মীদের টারগেট করেছিল বলে জানালেন সজ্জানার ।
বিহানকে ধরার জন্য প্রক্রিয়া শুরু করেছে কর্পোরেট বিষয়ক মন্ত্রনালয় । কিউনেটের সঙ্গে যুক্ত না হওয়ার ও বিহানকে টাকা না দেওয়ার জন্য সকলকে সাবধান করেছেন সজ্জানার ।