২০০১ সালের ব্লকবাস্টার হিট ছবি সানি দেওল ও অমিশা প্যাটেল অভিনীত 'গদর'। তারা আর সখিনার প্রেম অনেক প্রেমিক-প্রেমিকাকে উদ্বুদ্ধ করেছে একসময়ে। সেই সময়েই ছবিটি ২৫৬ কোটি টাকা উপার্জন করেছিল পৃথিবী জুড়ে। সবমিলিয়ে ছবিটির সিকুয়েল তৈরি হওয়ার খবর স্বাভাবিকভাবেই সিনেমাপ্রেমীদের কাছে একটা দারুণ ব্যাপার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে এই খবর।
প্রোডাকশন টিমের ঘনিষ্ঠ এক ব্যক্তি PTI কে জানিয়েছেন, "আমরা ১৫ বছর ধরে এই প্রজেক্টটার পিছনে কাজ করছি। 'গদর' তারা-সখিনা-জিতুর গল্প। ভারত-পাকিস্তানের অ্যাঙ্গেল ধরেই এগোবে সিকুয়েলের গল্প, এটা ছাড়া 'গদর' অসম্পূর্ণ।"
এর সঙ্গেই একটা প্রশ্ন উঠে আসে। 'গদর' আজ এই জায়গায় উঠতে পেরেছিল সানি আর অমিশার অনবদ্য কেমিস্ট্রির জন্য। আরও অনেকগুলো বিষয়ের সঙ্গে সানি আর অমিশার যুগলবন্দীও এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সিকুয়েলের কাস্ট নিয়ে তাই কৌতুহল রয়েছে দর্শকের মধ্যে। উত্তরে সেই ব্যক্তি বললেন, "কাস্ট অপরিবর্তিত থাকবে। যেমন 'বাহুবলী' বা 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' ছবিতে থাকে। আমরা সানির সঙ্গে আলোচনা করেছি। এর থেকে বেশি আর কিছু বলতে পারব না।"
তবে এই ধরনের বিগ হিট ছবির সিকুয়েল অনেক সময়েই দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারে না। 'ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বই' বা 'ইশকিয়া' -র মতো ছবি তার উদাহরণ। 'গদর'-ও কি সেই দলে পড়বে? উত্তর দেবে সময়।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">