ETV Bharat / sitara

এক নির্ভীক সেনা জওয়ানের গল্প বলবে 'স্যাটেলাইট শংকর' - Sooraj Pancholi Satellite Shankar

চার বছর বাদে ফের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কামব্যাক করলেন সূরজ পাঞ্চোলি । ছবির মাধ্যমে সেনাবাহিনীকে সম্মান জানিয়েছেন তিনি ।

ছবি
author img

By

Published : Oct 17, 2019, 8:54 PM IST

মুম্বই : হাসিখুশি স্বভাবের এক সেনা জওয়ান । যে দেশবাসীর জন্য সব কিছুই করতে পারে । মানুষের বিপদ দেখলেই সে ঝাঁপিয়ে পড়ে । একের পর এক অ্যাডভেঞ্চারের সম্মুখীন হতে হয় তাকে । এই গল্পই তুলে ধরা হয়েছে 'স্যাটেলাইট শংকর'-এ । আজই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ।

ছবিতে হাসিখুশি স্বভাবের এক জওয়ানের ভূমিকায় দেখা গেছে সূরজকে । নাম শংকর । ডিউটি থেকে কিছুদিনের জন্য ছুটি নেয় শংকর । বাড়ির দিকে রওনা দেয় । কিন্তু, বাড়ির পথেই তার জীবনে ঘটতে থাকে একাধিক ঘটনা । একটি বাচ্চা ছেলের বাবাকে বাঁচানো থেকে শুরু করে দুষ্কৃতীদের সঙ্গে মারপিট সব ধরনের অভিজ্ঞতাই হয় তার । যা তাকে রাতারাতি বিখ্যাত বানিয়ে দেয় । এভাবেই এগোতে থাকে গল্প ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

2015 সালে মুক্তি পেয়েছিল 'হিরো' ছবিটি । তারপর বেশ কয়েক বছর অভিনয় থেকে দূরে ছিলেন সূরজ । আর এই ছবির মাধ্যমেই ফের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কামব্যাক করলেন তিনি ।

ছবির পরিচালনা করেছেন ইরফান কমল । প্রযোজনা করেছেন ভূষণ কুমার, মুরাদ খেতানি, কৃষণ কুমার ও অশ্বিন ভারদে । ছবি মুক্তি 15 নভেম্বর ।

মুম্বই : হাসিখুশি স্বভাবের এক সেনা জওয়ান । যে দেশবাসীর জন্য সব কিছুই করতে পারে । মানুষের বিপদ দেখলেই সে ঝাঁপিয়ে পড়ে । একের পর এক অ্যাডভেঞ্চারের সম্মুখীন হতে হয় তাকে । এই গল্পই তুলে ধরা হয়েছে 'স্যাটেলাইট শংকর'-এ । আজই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ।

ছবিতে হাসিখুশি স্বভাবের এক জওয়ানের ভূমিকায় দেখা গেছে সূরজকে । নাম শংকর । ডিউটি থেকে কিছুদিনের জন্য ছুটি নেয় শংকর । বাড়ির দিকে রওনা দেয় । কিন্তু, বাড়ির পথেই তার জীবনে ঘটতে থাকে একাধিক ঘটনা । একটি বাচ্চা ছেলের বাবাকে বাঁচানো থেকে শুরু করে দুষ্কৃতীদের সঙ্গে মারপিট সব ধরনের অভিজ্ঞতাই হয় তার । যা তাকে রাতারাতি বিখ্যাত বানিয়ে দেয় । এভাবেই এগোতে থাকে গল্প ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

2015 সালে মুক্তি পেয়েছিল 'হিরো' ছবিটি । তারপর বেশ কয়েক বছর অভিনয় থেকে দূরে ছিলেন সূরজ । আর এই ছবির মাধ্যমেই ফের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কামব্যাক করলেন তিনি ।

ছবির পরিচালনা করেছেন ইরফান কমল । প্রযোজনা করেছেন ভূষণ কুমার, মুরাদ খেতানি, কৃষণ কুমার ও অশ্বিন ভারদে । ছবি মুক্তি 15 নভেম্বর ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.