ETV Bharat / sitara

বরুণকে 'চোর' বললেন সারা আলি খান ! - Varun Dhawan a brat

সারা লেখেন, "বরুণ ধাওয়ান বিরক্তিকর, শায়েরি চোর, কপি ক্যাট । যাই হোক চিন্তা কোরো না আমার ঝুলিতে আরও অনেক ট্রিকস আছে ।" আর তিনি যে একজন কবি সেকথা এই পোস্টের মাধ্যমে বরুণকে জানিয়ে দিয়েছেন সারা ।

asd
asd
author img

By

Published : Nov 11, 2020, 5:13 PM IST

মুম্বই : মুক্তির অপেক্ষায় রয়েছে বরুণ ধাওয়ান ও সারা আলি খানের আপকামিং ছবি 'কুলি নম্বর 1'। এই মুহূর্তে ছবির প্রমোশন নিয়ে ব্যস্ত রয়েছেন তাঁরা । আর তার মাঝে কী এমন হল যে বরুণকে 'চোর' বললেন সারা ! না তবে গুরুতর কিছুই হয়নি ।

একটু খুলে বলা যাক । এই ছবির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন দু'জনেই । সম্প্রতি চেক প্রিন্টের পোশাক পরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে তাঁদের । ছবিতে বরুণের পরনে রয়েছে নীল-হলুদ চেক ও সারাকে লাল-নীল চেক পোশাক পরতে দেখা গিয়েছে ।

এই ছবির ক্যাপশনে বরুণ লিখেছিলেন, "চেক-মেট, তুমি আমাকে যে চ্যালেঞ্জ করেছিলে তাতে হেরে গিয়েছ, এখন তার জন্য আমাকে ঘৃণা কোরো না । কারণ তুমি অসাধারণ সারা আলি খান ।" এই পোস্টকে কবিতার মতো করে লেখেন তিনি ।

এরপর ওই একই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন সারা । পালটা তিনি লেখেন, "বরুণ ধাওয়ান বিরক্তিকর, শায়েরি চোর, কপি ক্যাট । যাই হোক চিন্তা কোরো না আমার ঝুলিতে আরও অনেক ট্রিকস আছে ।" আর তিনি যে একজন কবি সেকথা এই পোস্টের মাধ্যমে বরুণকে জানিয়ে দিয়েছেন সারা । সম্ভবত সারার শায়েরির ধরনটাকে কপি করেছেন বরুণ । সেই কারণেই রেগে যান সইফ কন্যা ।

'কুলি নম্বর 1' আসলে 1995 সালে গোবিন্দা ও করিশ্মা কাপুর অভিনীত ছবি 'কুলি নম্বর 1'-এর রিমেক । সিকুয়েলে বরুণের বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে । ক্রিসমাসে মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : মুক্তির অপেক্ষায় রয়েছে বরুণ ধাওয়ান ও সারা আলি খানের আপকামিং ছবি 'কুলি নম্বর 1'। এই মুহূর্তে ছবির প্রমোশন নিয়ে ব্যস্ত রয়েছেন তাঁরা । আর তার মাঝে কী এমন হল যে বরুণকে 'চোর' বললেন সারা ! না তবে গুরুতর কিছুই হয়নি ।

একটু খুলে বলা যাক । এই ছবির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন দু'জনেই । সম্প্রতি চেক প্রিন্টের পোশাক পরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে তাঁদের । ছবিতে বরুণের পরনে রয়েছে নীল-হলুদ চেক ও সারাকে লাল-নীল চেক পোশাক পরতে দেখা গিয়েছে ।

এই ছবির ক্যাপশনে বরুণ লিখেছিলেন, "চেক-মেট, তুমি আমাকে যে চ্যালেঞ্জ করেছিলে তাতে হেরে গিয়েছ, এখন তার জন্য আমাকে ঘৃণা কোরো না । কারণ তুমি অসাধারণ সারা আলি খান ।" এই পোস্টকে কবিতার মতো করে লেখেন তিনি ।

এরপর ওই একই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন সারা । পালটা তিনি লেখেন, "বরুণ ধাওয়ান বিরক্তিকর, শায়েরি চোর, কপি ক্যাট । যাই হোক চিন্তা কোরো না আমার ঝুলিতে আরও অনেক ট্রিকস আছে ।" আর তিনি যে একজন কবি সেকথা এই পোস্টের মাধ্যমে বরুণকে জানিয়ে দিয়েছেন সারা । সম্ভবত সারার শায়েরির ধরনটাকে কপি করেছেন বরুণ । সেই কারণেই রেগে যান সইফ কন্যা ।

'কুলি নম্বর 1' আসলে 1995 সালে গোবিন্দা ও করিশ্মা কাপুর অভিনীত ছবি 'কুলি নম্বর 1'-এর রিমেক । সিকুয়েলে বরুণের বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে । ক্রিসমাসে মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.