মুম্বই : 'অতরঙ্গী রে' ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে সারা আলি খানকে । অক্ষয় কুমার ও ধনুশের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । শোনা যাচ্ছে, দু'জনের সঙ্গেই সমানতালে রোম্যান্স করতে দেখা যাবে তাঁকে । দুটি যুগকে তুলে ধরা হবে ছবিতে । যদিও এ বিষয়ে নির্মাতাদের তরফে এখনও কিছু বলা হয়নি ।
সূত্রের খবর, একেবারেই আলাদা হবে সারার দুটি লুক । অন্যধরনের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকেও । শোনা যাচ্ছিল, ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে অক্ষয়কে । যদিও সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন পরিচালক আনন্দ এল রাই । ছবির জন্য অক্ষয়ের চরিত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি । বিহার ও মাদুরাইয়ের বিভিন্ন জায়গায় হবে ছবির শুটিং । ছবির প্রাথমিক শুটিং শুরু হবে মার্চে । এপ্রিলের মাঝামাঝি সময় থেকে শুটিং শুরু করবেন অক্ষয় । বিহারের পর মাদুরাইতে হবে শুটিং ।
কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছে ছবির কথা । অক্ষয় ও ধনুশের সঙ্গে তোলা ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন সারা । সেখানেই ছবির কথা জানান তিনি । ক্যাপশনে সারা লেখেন, "আমি আমার ভাগ্যকে বিশ্বাস করতে পারছি না । আমার পরবর্তী ছবি 'অতরঙ্গী রে' । আনন্দ এল রাই স্যারের সঙ্গে কাজ করতে পেরে ভাগ্যবান আমি ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
প্রথম ছবিতে দেখা গেছে, সারাকে চুমু খাচ্ছেন অক্ষয় আর ধনুশ । অন্য ছবিতে তিনজনকে খুনসুটি করতে দেখা গেছে । সব ঠিক থাকলে 2021 সালের 14 ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি ।
কাজের দিক থেকে সম্প্রতি মুক্তি পেয়েছে সারার 'লাভ আজ কাল' ছবিটি । সেখানে কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । আর এখন 'কুলি নম্বর ১' ছবি নিয়ে খুবই ব্যস্ত তিনি । সেখানে বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি ।