ETV Bharat / sitara

আমাদের হৃদয়, মস্তিষ্ক আর আত্মা কিন্তু লকডাউনে নেই : সারা - সারা আলি খানের খবর

লকডাউনের মধ্যে একটু ভাবুক সারা আলি খান । সোশাল মিডিয়ায় শেয়ার করলেন ইমোশনাল পোস্ট ।

sara ali khan pen heartfelt message
sara ali khan pen heartfelt message
author img

By

Published : Apr 14, 2020, 9:44 PM IST

মুম্বই : এই লকডাউনে সবকিছু বন্ধ থাকতে পারে, তবে আমাদের হৃদয়, মস্তিষ্ক আর আত্মা কিন্তু মুক্ত..একটি ইমোশনাল পোস্টে লিখলেন সারা আলি খান ।

সোশাল মিডিয়ায় নিজের একটা ছবি শেয়ার করেছেন সারা । সাদা-কালো ছবিতে একটি লহেঙ্গা আর খোলা চুলে বেশ লাগছে তাঁকে ।

ক্যাপশনে সারা লিখেছেন, "আমাদের হৃদয়, মস্তিষ্ক আর আত্মা কিন্তু লকডাউনে নেই.." ইতিমধ্যেই সেই পোস্ট ভাইরাল সোশাল মিডিয়ায় ।

PM কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফান্ডে অনুদান দিয়ে কোরোনা বিধ্বস্ত দেশের পাশে দাঁড়িয়েছেন সারা ।

খবরটি শেয়ার করে সারা ইনস্টাগ্রামে লিখেছিলেন, "ভালো কাজ করার সময় এটা । বাড়িতে থাকুন আর অসহায়দের সাহায্য করুন ।" দেখে নিন...

মুম্বই : এই লকডাউনে সবকিছু বন্ধ থাকতে পারে, তবে আমাদের হৃদয়, মস্তিষ্ক আর আত্মা কিন্তু মুক্ত..একটি ইমোশনাল পোস্টে লিখলেন সারা আলি খান ।

সোশাল মিডিয়ায় নিজের একটা ছবি শেয়ার করেছেন সারা । সাদা-কালো ছবিতে একটি লহেঙ্গা আর খোলা চুলে বেশ লাগছে তাঁকে ।

ক্যাপশনে সারা লিখেছেন, "আমাদের হৃদয়, মস্তিষ্ক আর আত্মা কিন্তু লকডাউনে নেই.." ইতিমধ্যেই সেই পোস্ট ভাইরাল সোশাল মিডিয়ায় ।

PM কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফান্ডে অনুদান দিয়ে কোরোনা বিধ্বস্ত দেশের পাশে দাঁড়িয়েছেন সারা ।

খবরটি শেয়ার করে সারা ইনস্টাগ্রামে লিখেছিলেন, "ভালো কাজ করার সময় এটা । বাড়িতে থাকুন আর অসহায়দের সাহায্য করুন ।" দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.