মুম্বই : কারও মতামতকে খুব বেশি গুরুত্ব দেন না সারা আলি খান । আসলে তিনি মনে করেন এই সোশাল মিডিয়ায় দুনিয়ায় সবাই মতামত দেওয়ার জন্য তৈরি থাকে । পরে আবার সেই মত পালটেও যায় ।
ভ্যালেনটাইনস ডে-র দিন মুক্তি পাবে সারা ও কার্তিক অভিনীত ছবি 'লাভ আজ কাল'। ছবির প্রচারে গিয়ে সারা বলেন, "নিজের সিদ্ধান্ত নিজের থেকেই নেওয়া উচিত । কারণ সোশাল মিডিয়ার এই যুগে সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি পরিবর্তনও করা সম্ভব । কেউ যদি বলেন কোনও সিনেমার একটি দৃশ্য বা গান তাঁদের ভালো লাগেনি তাহলেও একাধিকবার তা শোনার ফলে তাঁদের সেটা ভালো লেগে যায় । তাই আমার মনে হয় কে কী বলছে তা নিয়ে খুব একটা ভাবার কোনও প্রয়োজন নেই । এখন সবই প্রকাশ্যে হয় । সবাই নিজেদের মত প্রকাশ্যে বলতে পারেন । তাই আমি কারও মতামতে খুব গুরুত্ব দিই না ।"
ছবিটি ভ্যালেনটাইনস ডে-র দিন মুক্তি পেলেও ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ট্রেলার ও দুটি গান । ছবিটি আসলে সইফ আলি খান ও দীপিকা পাডুকোন অভিনীত 'লাভ আজ কাল'-এর রিমেক । তাই অনেকেই ট্রেলারের সমালোচনা করেন । অনেকের মতে ওভার অ্যাকটিং করেছেন সারা । সেই প্রসঙ্গেই সারা বলেন, "কেউ যদি আমার চেহারা ও ফ্যাশন নিয়ে সমালোচনা করে তাতে আমি খুব বেশি গুরুত্ব দিই না । কিন্তু, যখন অভিনয় দক্ষতা নিয়ে কথা বলা হয় তখন খুব খারাপ লাগে ।"
প্রথমবার এই ছবিতে সারার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন কার্তিক আরিয়ান । এবার তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন কতটা জয় করতে পারে এখন সেটাই দেখার ।