ETV Bharat / sitara

ক্যানসারের চিকিৎসা শুরুর আগে 'সড়ক 2'-র ডাবিং শেষ করবেন সঞ্জয় - Sanjay Dutt Sadak 2

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই 'সড়ক 2'-এর ডাবিং করছিলেন তিনি । কিন্তু, তার মাঝেই ক্যানসার ধরা পড়ে । তাই চিকিৎসা শুরুর আগেই গত সপ্তাহের মধ্যে ছবির ডাবিং শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।

asd
asd
author img

By

Published : Aug 14, 2020, 10:00 PM IST

মুম্বই : ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত । শোনা যাচ্ছে, চিকিৎসার জন্য অ্যামেরিকায় যাবেন তিনি । তবে চিকিৎসা শুরু করার আগে আপকামিং ছবি 'সড়ক 2'-এর ডাবিং শেষ করতে চান সঞ্জয় দত্ত ।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই 'সড়ক 2'-এর ডাবিং করছিলেন তিনি । কিন্তু, তার মাঝেই ক্যানসার ধরা পড়ে । তাই চিকিৎসা শুরুর আগেই গত সপ্তাহের মধ্যে ছবির ডাবিং শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।

8 অগাস্ট সন্ধেয় সঞ্জয়ের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় । বুকে ব্যথাও শুরু হয় ৷ সঙ্গে সঙ্গে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ ICU-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি । বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে সেখানে তাঁর ব়্যাপিড অ্যান্টিজ়েন টেস্ট করেন চিকিৎসকরা ৷ ফল নেগেটিভ আসে ৷ এমনকী, তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ আসে । টুইট করে একথা জানান সঞ্জয় নিজেই ।

এরপর 9 অগাস্ট শরীরের অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হওয়ায় ICU থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় তাঁকে । ওই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালেই ছিলেন তিনি । 10 অগাস্ট দুপুরের দিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে । তারপর 11 অগাস্ট বিকেলে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিনেতা । লেখেন, "বন্ধুরা, চিকিৎসার জন্য আমি কাজ থেকে কয়েকদিনের বিরতি নিচ্ছি । পরিবার এবং বন্ধুরা আমার সঙ্গে আছে । আর শুভাকাঙ্খীদের অনুরোধ করছি তাঁরা যেন চিন্তা বা অযৌক্তিকভাবে কিছু অনুমান না করেন । আমি শীঘ্রই ফিরে আসব !"এদিকে 11 অগাস্ট রাতেই দিকেই সামনে আসে তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর ।

12 অগাস্ট মুক্তি পায় 'সড়ক 2'-এর ট্রেলার । যদিও সেখানে দর্শকদের প্রতিক্রিয়া একেবারেই ভালো নয় । সবথেকে বেশি ডিসলাইক পেয়েছে ট্রেলারটি । এমনকী, এই ছবি বয়কটের ডাকও দিয়েছেন নেটিজ়েনরা ।

এই ছবি আদতে 1991 সালে মুক্তি পাওয়া 'সড়ক'-এর সিকুয়েল । সেখানে সঞ্জয় দত্তর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন পূজা ভাট । আর নতুন ছবিতে সঞ্জয়ের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভাট ও আদিত্য রয় কাপুরকে । 28 অগাস্ট ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত । শোনা যাচ্ছে, চিকিৎসার জন্য অ্যামেরিকায় যাবেন তিনি । তবে চিকিৎসা শুরু করার আগে আপকামিং ছবি 'সড়ক 2'-এর ডাবিং শেষ করতে চান সঞ্জয় দত্ত ।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই 'সড়ক 2'-এর ডাবিং করছিলেন তিনি । কিন্তু, তার মাঝেই ক্যানসার ধরা পড়ে । তাই চিকিৎসা শুরুর আগেই গত সপ্তাহের মধ্যে ছবির ডাবিং শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।

8 অগাস্ট সন্ধেয় সঞ্জয়ের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় । বুকে ব্যথাও শুরু হয় ৷ সঙ্গে সঙ্গে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ ICU-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি । বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে সেখানে তাঁর ব়্যাপিড অ্যান্টিজ়েন টেস্ট করেন চিকিৎসকরা ৷ ফল নেগেটিভ আসে ৷ এমনকী, তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ আসে । টুইট করে একথা জানান সঞ্জয় নিজেই ।

এরপর 9 অগাস্ট শরীরের অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হওয়ায় ICU থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় তাঁকে । ওই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালেই ছিলেন তিনি । 10 অগাস্ট দুপুরের দিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে । তারপর 11 অগাস্ট বিকেলে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিনেতা । লেখেন, "বন্ধুরা, চিকিৎসার জন্য আমি কাজ থেকে কয়েকদিনের বিরতি নিচ্ছি । পরিবার এবং বন্ধুরা আমার সঙ্গে আছে । আর শুভাকাঙ্খীদের অনুরোধ করছি তাঁরা যেন চিন্তা বা অযৌক্তিকভাবে কিছু অনুমান না করেন । আমি শীঘ্রই ফিরে আসব !"এদিকে 11 অগাস্ট রাতেই দিকেই সামনে আসে তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর ।

12 অগাস্ট মুক্তি পায় 'সড়ক 2'-এর ট্রেলার । যদিও সেখানে দর্শকদের প্রতিক্রিয়া একেবারেই ভালো নয় । সবথেকে বেশি ডিসলাইক পেয়েছে ট্রেলারটি । এমনকী, এই ছবি বয়কটের ডাকও দিয়েছেন নেটিজ়েনরা ।

এই ছবি আদতে 1991 সালে মুক্তি পাওয়া 'সড়ক'-এর সিকুয়েল । সেখানে সঞ্জয় দত্তর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন পূজা ভাট । আর নতুন ছবিতে সঞ্জয়ের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভাট ও আদিত্য রয় কাপুরকে । 28 অগাস্ট ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.