ETV Bharat / sitara

প্রকাশ্যে সঞ্জয়ের KGF লুক, ইনটেন্স অবতারে বাজিমাত অভিনেতার - সঞ্জয় দত্তের খবর

প্রকাশ্যে এল 'KGF : চ্যাপটার 2' ছবিতে সঞ্জয় দত্তের ফার্স্ট লুক । অধীরার চরিত্রে ইনটেন্স অভিনেতা ।

Sanjay Dutt fisrt look in Adheera
Sanjay Dutt fisrt look in Adheera
author img

By

Published : Jul 29, 2020, 11:52 AM IST

মুম্বই : আজ সঞ্জয় দত্তের জন্মদিন । এই বিশেষ দিনে তাঁর আসন্ন ছবি 'KGF : চ্যাপটার 2'-এর ফার্স্টলুক পোস্টার সামনে এল । ইনটেন্স লুকে বাজিমাত অভিনেতার ।

প্রযোজনা সংস্থার তরফ থেকে শেয়ার করা হয়েছে সঞ্জয়ের লুক । প্রায় চেনাই যাচ্ছে না অভিনেতাকে । একই সঙ্গে আধুনিকতা ও রাজকীয়তার মিশ্রণে তৈরি হয়েছে তাঁর লুক । কপাল থেকে গালে নেমে আসা ট্যাটু, অভিনব হেয়ারস্টাইল, আর সুপরিকল্পিত পোশাকে ভয়ানক লাগছে তাঁকে ।

অধীরা একটি নেগেটিভ চরিত্র । বেশ কয়েকমাস আগে মুক্তি পেয়েছিল চরিত্রটির একটি স্কেচ । তবে এবার সামনে এল সত্যিকারের ছবি । জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী হতে পারে ?

দেখে নিন...

মুম্বই : আজ সঞ্জয় দত্তের জন্মদিন । এই বিশেষ দিনে তাঁর আসন্ন ছবি 'KGF : চ্যাপটার 2'-এর ফার্স্টলুক পোস্টার সামনে এল । ইনটেন্স লুকে বাজিমাত অভিনেতার ।

প্রযোজনা সংস্থার তরফ থেকে শেয়ার করা হয়েছে সঞ্জয়ের লুক । প্রায় চেনাই যাচ্ছে না অভিনেতাকে । একই সঙ্গে আধুনিকতা ও রাজকীয়তার মিশ্রণে তৈরি হয়েছে তাঁর লুক । কপাল থেকে গালে নেমে আসা ট্যাটু, অভিনব হেয়ারস্টাইল, আর সুপরিকল্পিত পোশাকে ভয়ানক লাগছে তাঁকে ।

অধীরা একটি নেগেটিভ চরিত্র । বেশ কয়েকমাস আগে মুক্তি পেয়েছিল চরিত্রটির একটি স্কেচ । তবে এবার সামনে এল সত্যিকারের ছবি । জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী হতে পারে ?

দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.