ETV Bharat / sitara

"প্রার্থনা করবেন", হাসপাতালে ভরতির আগে অনুরাগীদের উদ্দেশে সঞ্জয়

আজ সন্ধের দিকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভরতি করা হয় সঞ্জয় দত্তকে । হাসপাতালে যাওয়ার আগে অনুরাগীদের তাঁর জন্য প্রার্থনা করতে বলেন তিনি ।

asd
asd
author img

By

Published : Aug 18, 2020, 10:13 PM IST

মুম্বই : "আমার জন্য প্রার্থনা করবেন"। ক্যানসারের চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি হওয়ার আগে অনুরাগীদের উদ্দেশে এই কথাই বলেন সঞ্জয় দত্ত ।

8 অগাস্ট সন্ধেয় সঞ্জয়ের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় । বুকে ব্যথাও শুরু হয় ৷ সঙ্গে সঙ্গে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ ICU-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি । সেখানে তাঁর কোরোনা পরীক্ষাও করা হয় । রিপোর্ট নেগেটিভ আসে ।

এরপর 9 অগাস্ট শরীরের অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হওয়ায় ICU থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় তাঁকে । ওই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালেই ছিলেন তিনি । 10 অগাস্ট দুপুরের দিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে । তারপর 11 অগাস্ট বিকেলে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিনেতা । লেখেন, "বন্ধুরা, চিকিৎসার জন্য আমি কাজ থেকে কয়েকদিনের বিরতি নিচ্ছি । পরিবার এবং বন্ধুরা আমার সঙ্গে আছে । আর শুভাকাঙ্খীদের অনুরোধ করছি তাঁরা যেন চিন্তা বা অযৌক্তিকভাবে কিছু অনুমান না করেন । আমি শীঘ্রই ফিরে আসব !"এদিকে 11 অগাস্ট রাতেই সামনে আসে তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর ।

এই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই চিন্তায় পড়ে যান সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা । তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন সবাই । এরই মাঝে আজ সন্ধের দিকে তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে যেতে দেখা যায় । তাঁর বাড়ি থেকে বের হওয়ার ছবি ধরা পড়ে পাপারাৎজ়িদের ক্যামেরায় । তখনই অনুরাগীদের উদ্দেশে হাত নেড়ে তিনি বলেন, "আমার জন্য প্রার্থনা করবেন"। সূত্রের খবর, ওই হাসপাতালেই তাঁর ক্যানসারের চিকিৎসা করা হবে ।

  • Mumbai: Actor Sanjay Dutt leaves from his residence for Kokilaben Hospital. He says, "Pray for me." (Earlier visuals)

    He was diagnosed with lung cancer last week. pic.twitter.com/4gp8twQPxE

    — ANI (@ANI) August 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর আপকামিং ছবি 'সড়ক 2'। সেখানে আলিয়া ভাট ও আদিত্য রয় কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । 28 অগাস্ট ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : "আমার জন্য প্রার্থনা করবেন"। ক্যানসারের চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি হওয়ার আগে অনুরাগীদের উদ্দেশে এই কথাই বলেন সঞ্জয় দত্ত ।

8 অগাস্ট সন্ধেয় সঞ্জয়ের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় । বুকে ব্যথাও শুরু হয় ৷ সঙ্গে সঙ্গে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ ICU-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি । সেখানে তাঁর কোরোনা পরীক্ষাও করা হয় । রিপোর্ট নেগেটিভ আসে ।

এরপর 9 অগাস্ট শরীরের অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হওয়ায় ICU থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় তাঁকে । ওই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালেই ছিলেন তিনি । 10 অগাস্ট দুপুরের দিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে । তারপর 11 অগাস্ট বিকেলে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিনেতা । লেখেন, "বন্ধুরা, চিকিৎসার জন্য আমি কাজ থেকে কয়েকদিনের বিরতি নিচ্ছি । পরিবার এবং বন্ধুরা আমার সঙ্গে আছে । আর শুভাকাঙ্খীদের অনুরোধ করছি তাঁরা যেন চিন্তা বা অযৌক্তিকভাবে কিছু অনুমান না করেন । আমি শীঘ্রই ফিরে আসব !"এদিকে 11 অগাস্ট রাতেই সামনে আসে তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর ।

এই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই চিন্তায় পড়ে যান সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা । তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন সবাই । এরই মাঝে আজ সন্ধের দিকে তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে যেতে দেখা যায় । তাঁর বাড়ি থেকে বের হওয়ার ছবি ধরা পড়ে পাপারাৎজ়িদের ক্যামেরায় । তখনই অনুরাগীদের উদ্দেশে হাত নেড়ে তিনি বলেন, "আমার জন্য প্রার্থনা করবেন"। সূত্রের খবর, ওই হাসপাতালেই তাঁর ক্যানসারের চিকিৎসা করা হবে ।

  • Mumbai: Actor Sanjay Dutt leaves from his residence for Kokilaben Hospital. He says, "Pray for me." (Earlier visuals)

    He was diagnosed with lung cancer last week. pic.twitter.com/4gp8twQPxE

    — ANI (@ANI) August 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর আপকামিং ছবি 'সড়ক 2'। সেখানে আলিয়া ভাট ও আদিত্য রয় কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । 28 অগাস্ট ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.