ETV Bharat / sitara

নতুন রূপে অর্জুন-পরিণীতি, টানটান 'সন্দীপ ঔর পিঙ্কি ফরার'-এর ট্রেলার - পরিণীতি চোপড়া

মুক্তি পেল 'সন্দীপ ঔর পিঙ্কি ফরার'-র ট্রেলার । দিবাকর ব্যানার্জি পরিচালিত এই ছবি ভরপুর সাসপেন্সে ।

Sandeep Aur Pinky Faraar trailer released
Sandeep Aur Pinky Faraar trailer released
author img

By

Published : Mar 4, 2020, 3:15 PM IST

মুম্বই : এতদিন রমকম ফিল্মে রোম্য়ান্টিক জুটি হিসেবেই দেখা গেছে অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়াকে । তবে এবারে একেবারে নতুন রূপে দেখা গেল তাঁদের । সাসপেন্সে ভরপুর স্টোরিলাইনে দুই অপরিচিতের দেখা হল হঠাৎই । তারপর ?

তারপর পালানো আর পালানো । তবে কেন পালাচ্ছেন, কার থেকে পালাচ্ছেন সেটা বোঝা গেল না 'সন্দীপ ঔর পিঙ্কি ফরার'-এর ট্রেলার দেখে । ট্রেলারের শেষে আরও একটা টুইস্ট । কারণ সেখানে দেখা গেল অর্জুন নিজেই পরিণীতিকে মেরে ফেলার চেষ্টা করছেন । তাহলে কি পরিণীতি না জেনেই নিজের ভক্ষকের কাছে ধরা দিয়েছিলেন ?

Sandeep Aur Pinky Faraar trailer released
ছবির দৃশ্য..

দিবাকর ব্যানার্জি বলিউডের অন্যতম শিক্ষিত পরিচালক, যিনি খুব ভেবেচিন্তে ফিল্ম তৈরি করেন । তাঁর একটি নিজস্ব ফ্য়ান ফলোয়ার রয়েছে । তাই 'সন্দীপ ঔর পিঙ্কি ফরার' দেখতে মুখিয়ে দর্শক ।

ছবিতে অন্যান্য় চরিত্রে রয়েছেন অর্চনা পূরণ সিং, সঞ্জয় মিশ্র, নীনা গুপ্ত, পঙ্কজ ত্রিপাঠীর মতো সুদক্ষ অভিনেতারা ।

ছবিটি মুক্তি পাবে 20 মার্চ । দেখে নিন ট্রেলার..

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : এতদিন রমকম ফিল্মে রোম্য়ান্টিক জুটি হিসেবেই দেখা গেছে অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়াকে । তবে এবারে একেবারে নতুন রূপে দেখা গেল তাঁদের । সাসপেন্সে ভরপুর স্টোরিলাইনে দুই অপরিচিতের দেখা হল হঠাৎই । তারপর ?

তারপর পালানো আর পালানো । তবে কেন পালাচ্ছেন, কার থেকে পালাচ্ছেন সেটা বোঝা গেল না 'সন্দীপ ঔর পিঙ্কি ফরার'-এর ট্রেলার দেখে । ট্রেলারের শেষে আরও একটা টুইস্ট । কারণ সেখানে দেখা গেল অর্জুন নিজেই পরিণীতিকে মেরে ফেলার চেষ্টা করছেন । তাহলে কি পরিণীতি না জেনেই নিজের ভক্ষকের কাছে ধরা দিয়েছিলেন ?

Sandeep Aur Pinky Faraar trailer released
ছবির দৃশ্য..

দিবাকর ব্যানার্জি বলিউডের অন্যতম শিক্ষিত পরিচালক, যিনি খুব ভেবেচিন্তে ফিল্ম তৈরি করেন । তাঁর একটি নিজস্ব ফ্য়ান ফলোয়ার রয়েছে । তাই 'সন্দীপ ঔর পিঙ্কি ফরার' দেখতে মুখিয়ে দর্শক ।

ছবিতে অন্যান্য় চরিত্রে রয়েছেন অর্চনা পূরণ সিং, সঞ্জয় মিশ্র, নীনা গুপ্ত, পঙ্কজ ত্রিপাঠীর মতো সুদক্ষ অভিনেতারা ।

ছবিটি মুক্তি পাবে 20 মার্চ । দেখে নিন ট্রেলার..

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.