ETV Bharat / sitara

Samantha Ruth Prabhu : সামান্থার হেয়ার-ডিজাইনারকে খুনের হুমকি - Preetham Jukalkar

সম্প্রতি তাঁর একটি ইনস্টাগ্রাম স্টোরির পরিপ্রেক্ষিতে সামান্থার হেয়ার-ডিজাইনারকে আক্রমণ করেন অভিনেতা নাগা চৈতন্যর অনুগামীরা ৷ ঘটনায় পাল্টা দিয়েছেন সামান্থা অনুরাগীরাও ৷

Samantha Ruth Prabhu
সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন সামান্থার হেয়ার-ডিজাইনার
author img

By

Published : Oct 11, 2021, 8:06 PM IST

হায়দরাবাদ, 11 অক্টোবর : দিনকয়েক আগে বিবাহ-বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন সামান্থা রুথ প্রভু এবং আক্কিনেনি নাগা চৈতন্য ৷ তারকা জুটি ভেবেছিলেন পারস্পরিক বোঝাপড়ায় তাঁদের এই বিচ্ছেদ সহজেই মেনে নেবেন অনুরাগীরা ৷ কিন্তু বাস্তবে ঘটছে ঠিক উল্টোটো ৷ বিবাহ-বিচ্ছেদের কারণ হিসেবে অভিনেত্রীকে শুরু থেকেই কাঠগড়ায় তুলছিলেন নাগা চৈতন্য অনুগামীরা ৷

নাগা চৈতন্য অনুগামীদের পাল্টা দিয়েছিলেন ফ্যামিলি ম্যান-2 অভিনেত্রীও ৷ এবার তারকা জুটির বিচ্ছেদের কারণ হিসেবে খুনের হুমকি পেলেন সামান্থার হেয়ার-ডিজাইনার প্রীতম জুকালকর ৷ প্রীতম কেবল টলিউড অভিনেত্রীর হেয়ার-ডিজাইনারই নন, ভাল বন্ধুও বটে ৷ আর প্রীতমের সঙ্গে সামান্থার এই ঘনিষ্ঠতাকেই বিচ্ছেদের অন্যতম কারণ বলছেন নাগা ফ্যানেরা ৷

ফলশ্রুতি হিসেবে সোশ্যাল মিডিয়ায় প্রীতম জুকালকরকে কেবল কাঠগড়ায় তুলেই ক্ষান্ত হননি নাগা ফ্যানেরা ৷ সামান্থার হেয়ার-ডিজাইনার ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন তাদের থেকে ৷ সম্প্রতি প্রীতম জুকালকরের একটি ইনস্টাগ্রাম স্টোরির পরিপ্রেক্ষিতে তাঁকে আক্রমণ করেন অভিনেতা নাগা চৈতন্যর অনুগামীরা ৷

ঘটনায় পাল্টা দিয়েছেন সামান্থা অনুরাগীরাও ৷ তাদের দাবি জুকালকর সবসময় যে কোনও মাধ্যমে সামান্থাকে 'দিদি' হিসেবেই সম্বোধন করে এসেছে, সুতরাং নাগা চৈতন্য অনুরাগীদের অভিযোগ একেবারেই অমূলক ৷

আরও পড়ুন : অবশেষে বিচ্ছেদ সামান্থা-নাগার, জানালেন ইনস্টাগ্রামে

উল্লেখ্য সামান্থাকে কাঠগড়ায় তুলে বিবাহ-বিচ্ছেদের কারণ হিসেবে অভিনেত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক, গর্ভপাত করানোর মত অভিযোগ করেছিলেন অভিনেতার অনুরাগীরা ৷ তার পরিপ্রেক্ষিতে সামান্থা সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, "বিবাহ-বিচ্ছেদ এক চরম বেদনাদায়ক প্রক্রিয়া ৷ আমাকে একাই এই পরিস্থিতি সামলাতে দিন ৷ আমার উপর নিরন্তর ব্যক্তিগত আক্রমণ চলছেই ৷ তবে আমি এসবে ভেঙে পড়ব না কোনওমতেই ৷"

হায়দরাবাদ, 11 অক্টোবর : দিনকয়েক আগে বিবাহ-বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন সামান্থা রুথ প্রভু এবং আক্কিনেনি নাগা চৈতন্য ৷ তারকা জুটি ভেবেছিলেন পারস্পরিক বোঝাপড়ায় তাঁদের এই বিচ্ছেদ সহজেই মেনে নেবেন অনুরাগীরা ৷ কিন্তু বাস্তবে ঘটছে ঠিক উল্টোটো ৷ বিবাহ-বিচ্ছেদের কারণ হিসেবে অভিনেত্রীকে শুরু থেকেই কাঠগড়ায় তুলছিলেন নাগা চৈতন্য অনুগামীরা ৷

নাগা চৈতন্য অনুগামীদের পাল্টা দিয়েছিলেন ফ্যামিলি ম্যান-2 অভিনেত্রীও ৷ এবার তারকা জুটির বিচ্ছেদের কারণ হিসেবে খুনের হুমকি পেলেন সামান্থার হেয়ার-ডিজাইনার প্রীতম জুকালকর ৷ প্রীতম কেবল টলিউড অভিনেত্রীর হেয়ার-ডিজাইনারই নন, ভাল বন্ধুও বটে ৷ আর প্রীতমের সঙ্গে সামান্থার এই ঘনিষ্ঠতাকেই বিচ্ছেদের অন্যতম কারণ বলছেন নাগা ফ্যানেরা ৷

ফলশ্রুতি হিসেবে সোশ্যাল মিডিয়ায় প্রীতম জুকালকরকে কেবল কাঠগড়ায় তুলেই ক্ষান্ত হননি নাগা ফ্যানেরা ৷ সামান্থার হেয়ার-ডিজাইনার ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন তাদের থেকে ৷ সম্প্রতি প্রীতম জুকালকরের একটি ইনস্টাগ্রাম স্টোরির পরিপ্রেক্ষিতে তাঁকে আক্রমণ করেন অভিনেতা নাগা চৈতন্যর অনুগামীরা ৷

ঘটনায় পাল্টা দিয়েছেন সামান্থা অনুরাগীরাও ৷ তাদের দাবি জুকালকর সবসময় যে কোনও মাধ্যমে সামান্থাকে 'দিদি' হিসেবেই সম্বোধন করে এসেছে, সুতরাং নাগা চৈতন্য অনুরাগীদের অভিযোগ একেবারেই অমূলক ৷

আরও পড়ুন : অবশেষে বিচ্ছেদ সামান্থা-নাগার, জানালেন ইনস্টাগ্রামে

উল্লেখ্য সামান্থাকে কাঠগড়ায় তুলে বিবাহ-বিচ্ছেদের কারণ হিসেবে অভিনেত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক, গর্ভপাত করানোর মত অভিযোগ করেছিলেন অভিনেতার অনুরাগীরা ৷ তার পরিপ্রেক্ষিতে সামান্থা সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, "বিবাহ-বিচ্ছেদ এক চরম বেদনাদায়ক প্রক্রিয়া ৷ আমাকে একাই এই পরিস্থিতি সামলাতে দিন ৷ আমার উপর নিরন্তর ব্যক্তিগত আক্রমণ চলছেই ৷ তবে আমি এসবে ভেঙে পড়ব না কোনওমতেই ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.