ETV Bharat / sitara

Aryan Khan arrest : বিপাকে বন্ধু-পুত্র, রাতেই মন্নতে ছুটলেন সলমন - সলমন খান

গতকালই মাদক মামলায় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ তারপরই সব কাজ ফেলে মন্নতে ছুটলেন সলমন খান ৷

salman khan
salman khan
author img

By

Published : Oct 4, 2021, 7:14 AM IST

মুম্বই, 4 অক্টোবর : বলিউডের সুপারস্টার শাহরুখ খানের এখন চরম বিপদ ৷ মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁর ছেলে আরিয়ান খানকে ৷ আরিয়ানের গ্রেফতারির খবর পেতেই শাহরুখের বাড়ি মন্নতে গেলেন সলমন খান ৷ ছেলের গ্রেফতারিতে বিপর্যস্ত শাহরুখ ও গৌরী ৷ তাঁদের পাশে থাকতে রাতেই মন্নতে ছোটেন ভাইজান ৷ তাঁর চোখ-মুখের ভাষা বলে দিচ্ছিল কতটা দুশ্চিন্তায় রয়েছেন ৷ পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে সলমনের ছবি ৷

একটা সময় দুজনের মুখ দেখাদেখি বন্ধ ছিল ৷ সেসব এখন অতীত ৷ বলিউডের করণ-অর্জুন বলে পরিচিত শাহরুখ ও সলমনের ব্যক্তিগত সম্পর্ক বেশ ভাল ৷ রবিবার রাতে সাদা রেঞ্জ রোভার গাড়িতে করে সলমনকে মন্নতে ঢুকতে দেখা যায় ৷ আরিয়ানের গ্রেফতারির আগে থেকেই ছবিশিকারীদের ভিড় লেগে রয়েছে মন্নতের বাইরে ৷ গাড়ির ভেতর থেকেই হাত নেড়ে তাদের সরে গিয়ে রাস্তা করে দিতে বলেন সলমন ৷

আরও পড়ুন : SRK Aryan: আরিয়ান ড্রাগ নিলে বা সেক্স করলে আপত্তি নেই; ছেলে জন্মানোর পর বলেছিলেন শাহরুখ

শনিবার রাতে বিলাসবহুল ক্রুজে হানা দিয়ে আরিয়ান খান সহ 8 জনকে আটক করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ৷ এনসিবি মুম্বইয়ের অধিকর্তা সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে একেবারে ফিল্মি কায়দায় সাধারণ যাত্রীর ছদ্মবেশে ক্রুজে গিয়েছিল এনসিবি ৷ জানা গিয়েছে, ওই ক্রুজ থেকে কোকেন, হাসিস, এমডি'র মতো একাধিক মাদক বাজেয়াপ্ত করেছেন এনসিবি'র আধিকারিকরা ৷ মাদক পার্টিতে হানা দিয়ে 2 মহিলা-সহ 8 জনকে গ্রেফতার করে এনসিবি ৷ ধৃতদের মধ্যে ছিলেন আরিয়ানও ৷ দীর্ঘক্ষণ জেরা করার পর রবিবার তাঁকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ গ্রেফতারির পর আরিয়ানকে মেডিক্যাল পরীক্ষার জন্য জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

গত বছর থেকেই মাদক বিরোধী মামলায় যথেষ্ট সক্রিয় নারকোটিস কন্ট্রোল ব্যুরো ৷ গত মাসে গুজরাতের মুন্দ্রা বন্দর থেকে 3,000 কেজি হেরোইন এবং দিল্লি, নয়ডা ও উত্তরপ্রদেশ থেকে প্রায় 37 কেজি নারকোটিক ড্রাগ উদ্ধার করেছিল ডিরোক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স ৷

আরও পড়ুন : Sameer Wankhede: স্ত্রী অভিনেত্রী, তবু আরিয়ান ও বলি সেলেবদের নিস্তার নেই সমীরের হাত থেকে

মুম্বই, 4 অক্টোবর : বলিউডের সুপারস্টার শাহরুখ খানের এখন চরম বিপদ ৷ মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁর ছেলে আরিয়ান খানকে ৷ আরিয়ানের গ্রেফতারির খবর পেতেই শাহরুখের বাড়ি মন্নতে গেলেন সলমন খান ৷ ছেলের গ্রেফতারিতে বিপর্যস্ত শাহরুখ ও গৌরী ৷ তাঁদের পাশে থাকতে রাতেই মন্নতে ছোটেন ভাইজান ৷ তাঁর চোখ-মুখের ভাষা বলে দিচ্ছিল কতটা দুশ্চিন্তায় রয়েছেন ৷ পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে সলমনের ছবি ৷

একটা সময় দুজনের মুখ দেখাদেখি বন্ধ ছিল ৷ সেসব এখন অতীত ৷ বলিউডের করণ-অর্জুন বলে পরিচিত শাহরুখ ও সলমনের ব্যক্তিগত সম্পর্ক বেশ ভাল ৷ রবিবার রাতে সাদা রেঞ্জ রোভার গাড়িতে করে সলমনকে মন্নতে ঢুকতে দেখা যায় ৷ আরিয়ানের গ্রেফতারির আগে থেকেই ছবিশিকারীদের ভিড় লেগে রয়েছে মন্নতের বাইরে ৷ গাড়ির ভেতর থেকেই হাত নেড়ে তাদের সরে গিয়ে রাস্তা করে দিতে বলেন সলমন ৷

আরও পড়ুন : SRK Aryan: আরিয়ান ড্রাগ নিলে বা সেক্স করলে আপত্তি নেই; ছেলে জন্মানোর পর বলেছিলেন শাহরুখ

শনিবার রাতে বিলাসবহুল ক্রুজে হানা দিয়ে আরিয়ান খান সহ 8 জনকে আটক করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ৷ এনসিবি মুম্বইয়ের অধিকর্তা সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে একেবারে ফিল্মি কায়দায় সাধারণ যাত্রীর ছদ্মবেশে ক্রুজে গিয়েছিল এনসিবি ৷ জানা গিয়েছে, ওই ক্রুজ থেকে কোকেন, হাসিস, এমডি'র মতো একাধিক মাদক বাজেয়াপ্ত করেছেন এনসিবি'র আধিকারিকরা ৷ মাদক পার্টিতে হানা দিয়ে 2 মহিলা-সহ 8 জনকে গ্রেফতার করে এনসিবি ৷ ধৃতদের মধ্যে ছিলেন আরিয়ানও ৷ দীর্ঘক্ষণ জেরা করার পর রবিবার তাঁকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ গ্রেফতারির পর আরিয়ানকে মেডিক্যাল পরীক্ষার জন্য জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

গত বছর থেকেই মাদক বিরোধী মামলায় যথেষ্ট সক্রিয় নারকোটিস কন্ট্রোল ব্যুরো ৷ গত মাসে গুজরাতের মুন্দ্রা বন্দর থেকে 3,000 কেজি হেরোইন এবং দিল্লি, নয়ডা ও উত্তরপ্রদেশ থেকে প্রায় 37 কেজি নারকোটিক ড্রাগ উদ্ধার করেছিল ডিরোক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স ৷

আরও পড়ুন : Sameer Wankhede: স্ত্রী অভিনেত্রী, তবু আরিয়ান ও বলি সেলেবদের নিস্তার নেই সমীরের হাত থেকে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.