মুম্বই : বিশ্বের প্রায় সব জায়গাতেই থাবা বসিয়েছে কোরোনা আতঙ্ক । তার থেকে বাদ যায়নি চলচ্চিত্র জগতও । তার জেরে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে সব বলিউড সিনেমার শুটিং । পিছিয়ে গিয়েছে ছবি মুক্তির তারিখও । সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত ঘরের মধ্যে বন্দী জীবন কাটাচ্ছেন তারকারা । এই সময়টাকে নিজেদের মতো করে কাজে লাগাচ্ছেন তাঁরা । আর এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে নিজের শিল্পী সত্ত্বাকে জাগিয়ে তুলেছেন সলমান খান । বাড়িতে বসে স্কেচ করছেন তিনি ।
কোরোনা আতঙ্কের জেরে আপাতত সব তারকাই রয়েছেন বাড়িতে । অন্য সময় হয়তো হাতে কাজ না থাকলেই বিমানে চড়ে সোজা ছুটি কাটাতে চলে যেতেন তাঁরা । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে কোথাও যাওয়ার উপায়ও নেই । অগত্যা বাড়িতে বসেই কাটছে সময় । ঘুরতে যাওয়া তো দূর অস্ত । পার্লার বা জিমেও যেতে পারছেন তাঁরা । তাই কয়েকজন বাড়িতেই সেরে নিচ্ছেন শরীর চর্চা ও ত্বকের পরিচর্যা । কেউ আবার সময় কাটাচ্ছেন গল্পের বই পড়ে ও বাড়ির খাবার খেয়ে । তবে একটু অন্যরকমভাবে সময় কাটাচ্ছেন সলমান । নিজের শিল্পী সত্ত্বাকে জাগিয়ে তুলেছেন তিনি ।
স্কেচ করার একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেন সলমান । শুধুমাত্র কালো রং দিয়েই কয়েক মিনিটের মধ্যে ছবি আঁকেন তিনি । ভিডিয়ো পোস্ট করা মাত্রই সেখানে কমেন্ট করতে শুরু করেন ফ্যানরা । অনেকেই তাঁর প্রশংসা করেন ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কোরোনা ভাইরাস নিয়ে বেশ অনেকদিন ধরেই ফ্যানদের সতর্ক করছিলেন সলমান । কারও সঙ্গে দেখা হলে তাঁদের সঙ্গে হাত মেলানোর পরিবর্তে 'নমস্তে' ও 'সালাম' করার পরামর্শ দেন তিনি । এমনকী, ঘরের মধ্যে নিজের ওয়ার্কআউট করার ছবিও শেয়ার করেছিলেন ।
3 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত অ্যামেরিকা ও কানাডায় আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল সলমানের । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে সেই অনুষ্ঠানও বাতিল করেন তিনি ।
কাজের দিক থেকে 'রাধে'-র শুটিং করছিলেন সলমান । সেখানে দিশা পাটিনির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । তবে কোরোনা আতঙ্কের জেরে শুটিং স্থগিত হওয়ায় আপাতত শুটিং করছেন না তিনিও ।