মুম্বই : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে গেছিলেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। অনুষ্ঠান শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন সলমন। সঙ্গ দিলেন ক্যাটরিনাও।
শেখ মুজিবুর রহমানের কন্যা হাসিনার সঙ্গে একটি ছবি শেয়ার করে সলমন লিখেছেন, "ক্যাটরিনা আর আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এরকম সুন্দরী এক মহিলার সঙ্গে দেখা করতে পেরে আমি ধন্য ও গর্বিত।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
বাংলাদেশের শের-এ-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় BPL-এর উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসিনা। অনুষ্ঠানের প্রথমার্ধে ছিল জেমস ও মুমতাজের গান। দ্বিতীয়ার্ধে স্টেজ কাঁপালেন সলমনরা।
সলমন আপাতত ব্যস্ত 'দাবাং 3'-এর প্রোমোশনে। সেই ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করছেন সোনাক্ষী সিনহা ও সাই মঞ্জরেকর।