ETV Bharat / sitara

'ডর'-এ সলমানের প্রাক্তন প্রেমিকা কিরণের নাম ব্যবহার করেন শাহরুখ ! - Darr

'বিগ বস ১৩'-এ একাধিকবার শাহরুখের কথা বলেছেন সলমান খান । সাম্প্রতিক এপিসোডেও উঠে এসেছে শাহরুখের প্রসঙ্গ ।

sdf
df
author img

By

Published : Jan 5, 2020, 6:40 PM IST

মুম্বই : সলমান খান ও শাহরুখ খানের বন্ধুত্বের কথা প্রায় সবারই জানা । 'বিগ বস ১৩'-এ একাধিকবার শাহরুখের কথা বলেছেন তিনি । সাম্প্রতিক এপিসোডেও উঠে এসেছে শাহরুখের প্রসঙ্গ । সলমান মজার ছলে বলেন, 'ডর' সিনেমায় তাঁর প্রাক্তন প্রেমিকার নাম ব্যবহার করেছিলেন শাহরুখ ।

1993 সালে মুক্তি পেয়েছিল 'ডর'। সেখানে পাগল প্রেমিকের চরিত্রে অভিনয় করেন শাহরুখ । আর তাঁর প্রেমিকা কিরণের চরিত্রে অভিনয় করেছিলেন জুহি চাওলা । আর এই ছবি প্রসঙ্গেই মজার ছলে সলমান বলেন, "কিরণ ছিল আমার প্রাক্তন প্রেমিকার নাম । একবার শাহরুখকে তার কথা বলেছিলাম । ব্যস সেখান থেকেই ছবি তৈরির কথা চিন্তা করে নিয়েছিলেন তিনি । কিরণের নাম ব্যবহার করে একটা ছবিই তৈরি করে ফেলেন ।" সম্প্রতি এই শো-তে এসেছিলেন অজয় দেবগন ও কাজল । তাঁদের আপকামিং ছবি 'তানাজি : দা আনসাঙ্গ ওয়ারিয়র'-এর প্রচারের জন্য 'বিগ বস'-এ আসেন তাঁরা । তাঁদের সামনেই একথা বলেন সলমান ।

তবে এটাই প্রথমবার নয় । 'বিগ বস-এর এই সিজ়নে শো চলাকালীন একাধিক বার শাহরুখের প্রসঙ্গ টেনে এনেছেন সলমান । সেটের মধ্যে একটি ট্রেনের সামনে দাঁড়িয়ে ছিলেন কাজল । সেখান থেকে তাঁকে নিয়ে আসেন সলমান । 'দিলওয়ালে দুলহানিয়া'-র দৃশ্যর মতো করেই ওই মুহূর্তটিকে সাজাতে চেয়েছিলেন তিনি ।

কাজের দিক থেকে গত মাসে মুক্তি পেয়েছে সলমান অভিনীত 'দাবাং ৩'। এখন আপাতত 'রাধে' ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি । চলতি বছরের ইদে মুক্তি পাবে ছবিটি । সলমান ছাড়াও ছবিতে রয়েছেন রণদীপ হুডা, দিশা পাটানি, সোহেল খান সহ আরও অনেকে ।

মুম্বই : সলমান খান ও শাহরুখ খানের বন্ধুত্বের কথা প্রায় সবারই জানা । 'বিগ বস ১৩'-এ একাধিকবার শাহরুখের কথা বলেছেন তিনি । সাম্প্রতিক এপিসোডেও উঠে এসেছে শাহরুখের প্রসঙ্গ । সলমান মজার ছলে বলেন, 'ডর' সিনেমায় তাঁর প্রাক্তন প্রেমিকার নাম ব্যবহার করেছিলেন শাহরুখ ।

1993 সালে মুক্তি পেয়েছিল 'ডর'। সেখানে পাগল প্রেমিকের চরিত্রে অভিনয় করেন শাহরুখ । আর তাঁর প্রেমিকা কিরণের চরিত্রে অভিনয় করেছিলেন জুহি চাওলা । আর এই ছবি প্রসঙ্গেই মজার ছলে সলমান বলেন, "কিরণ ছিল আমার প্রাক্তন প্রেমিকার নাম । একবার শাহরুখকে তার কথা বলেছিলাম । ব্যস সেখান থেকেই ছবি তৈরির কথা চিন্তা করে নিয়েছিলেন তিনি । কিরণের নাম ব্যবহার করে একটা ছবিই তৈরি করে ফেলেন ।" সম্প্রতি এই শো-তে এসেছিলেন অজয় দেবগন ও কাজল । তাঁদের আপকামিং ছবি 'তানাজি : দা আনসাঙ্গ ওয়ারিয়র'-এর প্রচারের জন্য 'বিগ বস'-এ আসেন তাঁরা । তাঁদের সামনেই একথা বলেন সলমান ।

তবে এটাই প্রথমবার নয় । 'বিগ বস-এর এই সিজ়নে শো চলাকালীন একাধিক বার শাহরুখের প্রসঙ্গ টেনে এনেছেন সলমান । সেটের মধ্যে একটি ট্রেনের সামনে দাঁড়িয়ে ছিলেন কাজল । সেখান থেকে তাঁকে নিয়ে আসেন সলমান । 'দিলওয়ালে দুলহানিয়া'-র দৃশ্যর মতো করেই ওই মুহূর্তটিকে সাজাতে চেয়েছিলেন তিনি ।

কাজের দিক থেকে গত মাসে মুক্তি পেয়েছে সলমান অভিনীত 'দাবাং ৩'। এখন আপাতত 'রাধে' ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি । চলতি বছরের ইদে মুক্তি পাবে ছবিটি । সলমান ছাড়াও ছবিতে রয়েছেন রণদীপ হুডা, দিশা পাটানি, সোহেল খান সহ আরও অনেকে ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.