মুম্বই : "বিয়ে কবে করবেন ?" একাধিকবার এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সলমানকে । বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের কথাও সামনে এসেছে । যদিও সেগুলিতে বিশেষ একটা গুরুত্ব দেননি তিনি । তাই তাঁর নামের সঙ্গে জুড়ে গেছে চির ব্যাচেলর তকমাও । সম্প্রতি তাঁর বিয়ে সংক্রান্ত একটি ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা ।
সম্প্রতি 'হাউজ়ফুল ৪' টিমের সঙ্গে কপিল শর্মা শো-তে এসেছিলেন সাজিদ নাদিয়াওয়ালা । সলমানের সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভালো । আর ওই শো-তে প্রিয় বন্ধুর বিয়ে নিয়ে একটি মজার ঘটনা শেয়ার করেন সাজিদ । বলেন, "1999 সালে হঠাৎই বিয়ের জন্য পাগল হয়ে ওঠে সলমান । আমিও ভাবি বিয়ে করব । একটি মেয়ের সঙ্গে সম্পর্কও ছিল তার । কিন্তু, আমার জন্য মেয়ে খুঁজতে হয় । সলমানের বাবার জন্মদিন ১৮ নভেম্বর । ঠিক হল ওইদিনই বিয়ে করব আমরা । সব ঠিকঠাক । কার্ডও ছাপা হয়ে গেল । বিয়ের ঠিক 5-6 দিন আগে সলমান জানায়, তার বিয়ে করতে ইচ্ছে করছে না । আর আমার বিয়েতে এসে কানে কানে বলে, বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওতে করে পালিয়ে যাও ।" আর এভাবেই চির ব্যাচেলর থাকার সিদ্ধান্ত নেন ভাইজান ।
সে যাই হোক না কেন কাজের দিক থেকে এখন 'দাবাং ৩' নিয়ে ব্যস্ত সলমান । 20 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি । এছাড়া পরবর্তী ছবি 'রাধে' নিয়েও ব্যস্ত তিনি । সামনে বছর ইদে মুক্তি পাবে ছবিটি ।