ETV Bharat / sitara

ইনস্টাগ্রামে 30 মিলিয়ন ফলোয়ার ছুঁলেন সলমন - সলমন খানের খবর

ইনস্টাগ্রামে 30 মিলিয়ন ফলোয়ার ছুঁলেন সলমন খান । মজার ভিডিয়ো ধন্যবাদ জানালেন ফ্যানেদের ।

Salman Khan instagram follower
Salman Khan instagram follower
author img

By

Published : Feb 29, 2020, 9:22 PM IST

মুম্বই : নয় নয় করে ইনস্টাগ্রামে তিরিশ মিলিয়ন ফলোয়ার ছুঁয়ে ফেললেন সলমন খান । মজার ভিডিয়ো শেয়ার করে ধন্যবাদ জানালেন অনুরাগীদের ।

সলমনের শেয়ার করা বুমেরাং ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি ফ্যানেদের নমস্কার করে সেলাম ঠুকছেন । ক্যাপশনে লেখা 'উই মা 30 মিলিয়ন !! সবাইকে ধন্যবাদ ।'

সলমনের এই অ্যাচিভমেন্টে খুশি ফ্য়ানেরাও । প্রত্যেকেই ভাইজানকে কনগ্র্যাচুলেট করেছেন ।

'বিগ বস 13' শেষে সলমন এখন ব্যস্ত 'রাধে'-র শুটিংয়ে । চলতি বছরের ইদের সময় মুক্তি পাবে ছবিটি । সলমনের বিপরীতে দিশা পাটানি ।

Salman Khan instagram follower
.

এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে 'কভি ইদ কভি দিওয়ালি'-এর মতো বিগ ব্যানার ছবি । যদিও সলমনের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'দাবাং 3' খুবই সমালোচিত হয়েছে দর্শক ও সমালোচকের বিচারে, তবুও ভাইজানের এক বিরাট ফ্য়ান ফলোয়ার রয়েছে, যারা তাঁকে 'লার্জার দ্যান লাইফ' হিরো হিসেবেই দেখতে পছন্দ করেন ।

মুম্বই : নয় নয় করে ইনস্টাগ্রামে তিরিশ মিলিয়ন ফলোয়ার ছুঁয়ে ফেললেন সলমন খান । মজার ভিডিয়ো শেয়ার করে ধন্যবাদ জানালেন অনুরাগীদের ।

সলমনের শেয়ার করা বুমেরাং ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি ফ্যানেদের নমস্কার করে সেলাম ঠুকছেন । ক্যাপশনে লেখা 'উই মা 30 মিলিয়ন !! সবাইকে ধন্যবাদ ।'

সলমনের এই অ্যাচিভমেন্টে খুশি ফ্য়ানেরাও । প্রত্যেকেই ভাইজানকে কনগ্র্যাচুলেট করেছেন ।

'বিগ বস 13' শেষে সলমন এখন ব্যস্ত 'রাধে'-র শুটিংয়ে । চলতি বছরের ইদের সময় মুক্তি পাবে ছবিটি । সলমনের বিপরীতে দিশা পাটানি ।

Salman Khan instagram follower
.

এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে 'কভি ইদ কভি দিওয়ালি'-এর মতো বিগ ব্যানার ছবি । যদিও সলমনের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'দাবাং 3' খুবই সমালোচিত হয়েছে দর্শক ও সমালোচকের বিচারে, তবুও ভাইজানের এক বিরাট ফ্য়ান ফলোয়ার রয়েছে, যারা তাঁকে 'লার্জার দ্যান লাইফ' হিরো হিসেবেই দেখতে পছন্দ করেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.