ETV Bharat / sitara

এই তারিখে মুক্তি পাবে 'সড়ক 2' - সড়ক 2

OTT-তে মুক্তি পাচ্ছে 'সড়ক 2' । সেই নিয়ে দর্শকের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে । কারণ, সুশান্তের মৃত্যুর পর ভাট পরিবারের উপর একটা ক্ষোভ কাজ করছে নেটিজেনদের । তবে দর্শকের একটা অংশ মুখিয়ে রয়েছেন ছবিটি দেখার জন্য । সামনে এল মুক্তির তারিখ ।

Sadak 2 release date
Sadak 2 release date
author img

By

Published : Aug 6, 2020, 12:12 PM IST

মুম্বই : সামনে এল 'সড়ক 2'-এর মুক্তির তারিখ । 28 অগাস্ট ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে এই ছবি । জানালেন আলিয়া ভাট ।

ছবির একটি পোস্টার শেয়ার করেছেন আলিয়া । সঞ্জয় দত্ত, আদিত্য রায় কাপুরের সঙ্গে সড়কপথে হাঁটা দিয়েছেন অভিনেত্রী । তবে কাউকেই সামনে থেকে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে স্পষ্ট ।

মহেশ ভাট পরিচালিত এই ছবির আর এক অভিনেত্রী হলে পূজা ভাট । তবে তাঁকে আড়ালেই রেখেছেন পরিচালক । এখনও অবধি পূজার এক ঝলকও দেখা যায়নি ছবির পোস্টারে । এছাড়া রয়েছেন বাংলার অভিনেতা জিশু সেনগুপ্ত । তিনি আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করছেন ।

নতুন এই পোস্টারটি শেয়ার করেছেন আলিয়া লিখেছেন, "সড়ক 2, ভালোবাসার এই সড়ক খুলবে 28 অগাস্ট, ডিজ়নি প্লাস হটস্টারে ।" সোশাল মিডিয়ায় শুভেচ্ছা দিতে শুরু করে সেলেব থেকে নেটিজেনরা ।

দেখে নিন...

মুম্বই : সামনে এল 'সড়ক 2'-এর মুক্তির তারিখ । 28 অগাস্ট ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে এই ছবি । জানালেন আলিয়া ভাট ।

ছবির একটি পোস্টার শেয়ার করেছেন আলিয়া । সঞ্জয় দত্ত, আদিত্য রায় কাপুরের সঙ্গে সড়কপথে হাঁটা দিয়েছেন অভিনেত্রী । তবে কাউকেই সামনে থেকে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে স্পষ্ট ।

মহেশ ভাট পরিচালিত এই ছবির আর এক অভিনেত্রী হলে পূজা ভাট । তবে তাঁকে আড়ালেই রেখেছেন পরিচালক । এখনও অবধি পূজার এক ঝলকও দেখা যায়নি ছবির পোস্টারে । এছাড়া রয়েছেন বাংলার অভিনেতা জিশু সেনগুপ্ত । তিনি আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করছেন ।

নতুন এই পোস্টারটি শেয়ার করেছেন আলিয়া লিখেছেন, "সড়ক 2, ভালোবাসার এই সড়ক খুলবে 28 অগাস্ট, ডিজ়নি প্লাস হটস্টারে ।" সোশাল মিডিয়ায় শুভেচ্ছা দিতে শুরু করে সেলেব থেকে নেটিজেনরা ।

দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.